1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে চার লাখেরও বেশি সদস্য কমেছে গির্জায়

১৭ আগস্ট ২০১৯

জার্মানির গির্জাগুলোতে সদস্যের সংখ্যা কমছে৷ ২০১৮ সালে মোট চার লাখ ৩০ হাজার সদস্য হারিয়েছে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট গির্জাগুলো৷

Deutschland Frühjahrs-Vollversammlung der Deutschen Bischofskonferenz
ছবি: picture-alliance/dpa/A. Weigel

জার্মানিতে গির্জার সদস্য হতে হলে কর দেয়ার মতো আয়ের শতকরা ৯ ভাগ দিতে হয় সেখানে৷ তাই গির্জা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাঁদের৷ কিন্তু গত কয়েক বছর ধরে সদস্য কমছে৷ ২০১৮ সালে জার্মানির ক্যাথলিক গির্জাগুলোতে দুই লাখ ১৬ হাজার ১৮ জন সদস্য কমেছে আর প্রটেস্ট্যান্ট গির্জাগুলোতে কমেছে দুই লাখ ২০ হাজার জন সদস্য৷ শুক্রবার জার্মানির চার্চগুলোর কেন্দ্রীয় সংস্থা ইকেডি এক প্রতিবেদনে এই তথ্য জানায়৷ প্রতিবেদনে আরো জানানো হয়, জার্মানির ক্যাথলিক গির্জাগুলোতে এ মুহূর্তে দুই কোটি ৩০ লাখ আর প্রটেস্ট্যান্ট গির্জাগুলোতে মোট দুই কোটি ১১ লাখ ৪০ হাজার সদস্য রয়েছেন৷ ফলে দেশটির মোট জনসংখ্যার ৫৩ দশমিক দুই ভাগ এখনো গির্জার সদস্য৷ তবে সদস্য কমে যাওয়ার হারকে আশঙ্কাজনক মনে করছে গির্জা কর্তৃপক্ষ৷ ইকেডি-র প্রেসিডেন্ট হাইনরিশ বেডফোর্ড-স্ট্রোম বলেছেন, ‘‘প্রতিটি বিদায়ই আঘাতের মতো৷'' তাঁর মতে, এখন মানুষ কোথায় থাকতে চান বা চান না এ বিষয়ে খুব স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন৷ তাই খ্রিষ্টান ধর্মের দর্শন কেন মানুষের সুন্দর জীবনের জন্য প্রয়োজন তা সবাইকে আরো বোঝানোর প্রয়োজনীতার ওপর জোর দিয়েছেন তিনি৷

গত মে মাসে এক সমীক্ষা চালায় জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়৷ সমীক্ষা শেষে বলা হয়েছে, সদস্য কমার বর্তমান ধারা চলতে থাকলে ২০৬০ সালের মধ্যে জার্মানির গির্জার সদস্য সংখ্যা অর্ধেকে নেমে যাবে৷

এসিবি/জেডএ (এএফপি, কেএনএ, ডিপিএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ