1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে জার্মানিতে পারিবারিক সহিংসতার রেকর্ড

২ আগস্ট ২০২৫

ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে ২০২৪ সালে দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন৷ পারিবারিক সহিংসতার ঘটনায় সংখ্যাটি এক বছরের হিসাবে সর্বকালের সর্বোচ্চ৷

পারিবারিক সহিংসতার প্রতীকী ছবি৷
জার্মানিতে ২০২৪ সালে মোট দুই লাখ ৫৬ হাজার ৯৪২ জন মানুষ পারিবারিক সহিংসতার শিকার হিসেবে নিবন্ধিত হয়েছেন৷ সংখ্যাটি তার আগের বছরের তুলনায় অন্তত তিন দশমিক সাত শতাংশ বেশি৷ছবি: Thomas Trautschel/photothek/IMAGO

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে জার্মানির সাপ্তাহিক সংবাদপত্র ভেল্ট আম জনটাগ এ তথ্য জানিয়েছে৷

বেশিরভাগ মানুষ নিজ ঘরে নিজেকে নিরাপদ মনে করলেও,পারিবারিক সহিংসতাপরিসংখ্যান সেই ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা৷

জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (বিকেএ) এর পরিসংখ্যান তুলে ধরে সাপ্তাহিক সংবাদপত্রটি জানিয়েছে, পারিবারিক পর্যায়ে সহিংসতার ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে৷

২০২৪ সালে মোট দুই লাখ ৫৬ হাজার ৯৪২ জন মানুষ পারিবারিক সহিংসতার শিকার হিসেবে নিবন্ধিত হয়েছেন৷ সংখ্যাটি তার আগের বছরের তুলনায় অন্তত তিন দশমিক সাত শতাংশ বেশি৷

পারিবারিক সহিংসতা রোধে নারীদের পাহারা

02:33

This browser does not support the video element.

বিকেএ-এর পরিসংখ্যান বলছে, এসব ঘটনায় সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন নারীরা৷ মোট ঘটনার ৭৩ শতাংশ ক্ষেত্রে ভুক্তভোগী হলেন নারীরা৷

এসব ঘটনায় বর্তমান স্বামী/স্ত্রী বা পার্টনার এবং প্রাক্তনের হাতেই সহিংসতার শিকার হয়েছে এক লাখ ৭১ হাজার ৬৯ জন৷ সংখ্যাটি আগের বছরের তুলনায় এক দশমিক নয় শতাংশ বেশি৷

বিকেএ আরো জানিয়েছে, পরিবারের সদস্যদের মাধ্যমে সহিংসতার ঘটনা সাত দশমিক তিন শতাংশ বেড়ে হয়েছে ৯৪ হাজার ৮৭৩টি৷

গত পাঁচ বছরে জার্মানিতে পারিবারিক সহিংসতা অন্তত ১৪ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস৷

২০২৩ সালের পরিসংখ্যানেও দেখা গেছে, প্রতিদিন অন্তত সাতশ মানুষ পরিবারের সদস্যদের মাধ্যমে সহিংসতার শিকার হয়েছিলেন৷ভুক্তভোগীদের দুই-তৃতীয়াংশই ছিলেন নারী৷

টিএম/আরআর (ভেল্ট আম জোনটাগ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ