1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বাইকে সাত জন!

২ সেপ্টেম্বর ২০১৯

চলন্ত একটি মোটরসাইলের দিকে তাকিয়ে ছানাবড়া হয়ে যেতে পারে আপনার চোখ৷ কারণ সেই বাইকে উঠে পড়েছেন সাত সদস্যের পরিবারের সাবাই; সঙ্গে পোষা কুকুর, বিড়াল, মুরগি ছাড়াও একগাদা জিনিসপত্র!

Valentino Rossi Sturz beim Grand Prix in Italien 12.09.2014
ছবি: Reuters/Max Rossi

সম্প্রতি ভারতে ১৫ সেকেন্ডের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ টুইটারে যিনি ভিডিওটি পোস্ট করেছেন ভারতের কোন অঞ্চল থেকে তা ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি৷

ভিডিওতে দেখা যায়, পরিবারের পুরুষ কর্তাব্যক্তিটি মোটরসাইকেল চালাচ্ছেন, তার সামনে বাইকের তেলের ট্যাংকে বসেছে দু'জন৷ এদের একজনের কোলে পোষা কুকুর৷ চালককে পেছন থেকে জাপটে ধরে বসেছেন একজন নারী, ধারণা করা হচ্ছে ইনি তার স্ত্রী৷ জায়গা না হওয়ায় ওই নারীর গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে একজন৷ তার পেছনে বসেছে অন্য দুইজন৷ একেবারে শেষে বসেছে যে তার হাতে রয়েছে মুরগি৷ আর বিড়ালটি বসে আছে একটি ব্যাগের উপর৷ এতজনের সঙ্গে বাইকে কতটি ব্যাগ বহন করা হচ্ছে তা বলা মুশিকল হলেও সেটি যে আধা ডজনের কম নয় নিশ্চিত করেই বলা যায়৷

টু্ইটারে এই ভিডিও দেখে অনেকেই লিখেছন ভিডিওটি ভারতের কোনা এক অঞ্চল থেকে ধারণ করা৷ আর মোটারসাইকেলটি হিরো কোম্পানির বলেও দাবি করেছেন কেউ কেউ৷

মোটরসাইকেল নির্মাতা কোম্পানির সত্যিই ভার বহনের ক্ষমতা আছে বলে রসিকতা করেছেন কেউ কেউ৷ পুরো সাতজনের পরিবার এক বাইকে তোলায় চালককে হিরো বলেও আখ্যা দিয়েছেন অনেকে৷

একজন লিখেছেন, পুরো সাত সদস্যের যে পরিবার এক বাইকে চড়তে পারে তারা আসলেই সুখী৷ লাদাখে যাওয়ার জন্য বাইটি ভাড়া পাওয়া যাবে কি না, সেই প্রশ্নও রেখেছেন একজন৷

এসআই/কেএম (সংবাদ প্রতিদিন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ