1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বিলিয়ন দর্শক নিয়ে উল্লসিত শাকিরা

২৮ জানুয়ারি ২০১১

লেডি গাগা এবং জাস্টিন বিবার-এর পর এবার এক বিলিয়ন দর্শক পেলেন যৌন আবেদনময়ী সংগীত তারকা শাকিরা৷ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে এই সাফল্যের পর উল্লসিত শাকিরা৷

Colombian, singer, songwriter, musician, Shakira, Cannes, festival, palace, NRJ, Music, awards, ceremony, France, Billion, Youtube, এনআরজে, মিউজিক, অ্যাওয়ার্ড, অনুষ্ঠান, শাকিরা, সংগীত, পপ, বিলিয়ন, তারকা, যৌন আবেদনময়ী,
এনআরজে মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শাকিরাছবি: dapd

ওয়াইক্লিফ জঁ ফিচারিং শাকিরার ‘হিপস ডোন্ট লাই' মূলত এই পপ শিল্পীকে এনে দিয়েছে সাফল্যের এমন মাইল ফলক৷ এছাড়া তাঁর ‘ওয়াকা ওয়াকা' গানটির স্প্যানিশ এবং ইংরেজি ভার্সন থেকে এসেছে ৩০ কোটিরও বেশি দর্শক সংখ্যা৷ এই সাফল্যের পর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শাকিরা৷ তিনি বলেন, ‘‘এমন চমৎকার খবরের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷ এক বিলিয়ন দর্শক৷ সত্যিই অবিশ্বাস্য৷ আমি খুবই উপভোগ করছি৷ আমি অত্যন্ত খুশি৷ সারা দুনিয়া জুড়ে এক বিলিয়ন দর্শক, এটা চিন্তাও করা যায় না৷ আমি নিজেও এমন স্বপ্ন দেখিনি কখনও৷''

শাকিরার তিনটি অফিসিয়াল ওয়েব চ্যানেল থেকে এসেছে এতো বিপুল সংখ্যক দর্শকের পরিসংখ্যান৷ সম্প্রতি দু'টি সম্মানজনক পদক পান শাকিরা৷ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল আসরের সূচনা সংগীত ‘ওয়াকা ওয়াকা' গানের জন্য ‘বর্ষসেরা আন্তর্জাতিক নারী শিল্পী' খেতাব এবং তাঁর সেই গানটিই নির্বাচিত হয় ‘বর্ষসেরা আন্তর্জাতিক গান'৷ গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এনআরজে অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে এই গৌরবময় পদক গ্রহণ করেন শাকিরা৷

এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড হাতে শাকিরাছবি: dpa - Bildfunk

১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি কলম্বিয়ায় জন্ম এই পপ শিল্পীর৷ শাকিরা নামে জগত বিখ্যাত হলেও তাঁর পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল৷ ১৯৯১ সালের জুন মাসে মাত্র ১৩ বছর বয়সে প্রথম অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হন শাকিরা৷ প্রথম অ্যালবামটি হচ্ছে ‘ম্যাজিয়া'৷ আর গত বছরের অক্টোবরে তাঁর শেষ অ্যালবামটি প্রকাশিত হয়৷ এটির শিরোনাম ‘দ্য সান কামস আউট'৷

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ইউটিউবে এক বিলিয়ন দর্শক পেয়ে রেকর্ড সৃষ্টি করেন লেডি গাগা৷ আর এর পরের মাসেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যান বিবার৷ এবার গাগা এবং বিবারের সারিতে হাজির হলেন শাকিরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ