1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ভাই মহাকাশে, আরেকজন পৃথিবীতে

১৭ জানুয়ারি ২০১৫

দূরপাল্লার মহাকাশ অভিযানের প্রস্তুতি হিসেবে এক মার্কিন মহাকাশচারী ও তাঁর যমজ ভাইয়ের উপর এক বছর নজর রাখবেন ডাক্তাররা৷ এই পরীক্ষার মাধ্যমে মানুষের শরীর ও মনের ক্ষমতার সীমা বোঝা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা৷

ছবি: ESA/H. Rueb, 2010

আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস-এ দুই মহাকাশচারী এক বছর কাটাতে চলেছেন৷ তাঁরা হলেন অ্যামেরিকার স্কট কেলি ও রাশিয়ার মিখাইল করনিয়েংকো৷ আগামী ২৭শে মার্চ তাঁরা রাশিয়ার সোইয়ুজ মহাকাশযানে চেপে আইএসএস-এর উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ ফেরার কথা ২০১৬ সালের মার্চ মাসে৷ এটা কোনো রেকর্ড নয়, কারণ গত শতাব্দীর নব্বইয়ের দশকে রুশ কসমোনট-রা ১৪ মাস পর্যন্ত মহাকাশে থেকেছেন৷ তবে এবার এই অভিযানের উপর অনেক বড় আকারে নজর রাখা হবে৷ এই এক বছর ধরে ডাক্তাররা পৃথিবীতে বসে মহাকাশচারীদের স্বাস্থ্য মনিটর করে যাবেন৷ মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতির জন্য এই তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ৷

কেলি ও করনিয়েংকো এর আগেও অনেকবার মহাকাশে গিয়েছেন, দুজনেই আইএসএস-এ ৬ মাস করে সময় কাটিয়েছেন৷ কেলি বলেছেন, এবারের এই মিশন তাঁর কাছে এক বড় চ্যালেঞ্জ৷ এত দীর্ঘ সময় ধরে মাধ্যাকর্ষণহীনতা ও তেজস্ক্রিয় বিকিরণ সামলানো বেশ কঠিন কাজ হবে বলে তিনি মনে করেন৷ স্কট কেলি-র যমজ ভাই মার্ক-ও এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷

ছবি: picture alliance/dpa

এক ভাই থাকবেন মহাকাশে, অন্যজন পৃথিবীতে৷ দুজনের উপরই ডাক্তাররা নজর রাখবেন, ফলাফল তুলনা করবেন৷ মহাকাশ বিজ্ঞানের স্বার্থে একই জিনোমিক কাঠামোর দু'জন মানুষের উপর সমান্তরাল পরীক্ষা এই প্রথম ঘটতে চলেছে৷

বিজ্ঞানের স্বার্থে কেলি ও করনিয়েংকো একটি বছর মহাকাশে কাটাবেন বটে, তবে নিজেদের পরিবার ও পৃথিবীর পরিবেশ থেকে দূরে থাকতে তাঁদের মনে কষ্ট হবে বৈকি৷ তাঁরা এ কথা স্বীকারও করেছেন৷ বৃষ্টি, রোদ, ঘাস – এ সব বড়ই ‘মিস' করবেন তাঁরা৷ মহাকাশ অভিযানের পূর্ব অভিজ্ঞতা থেকেই এ সব কথা বলেছেন তাঁরা৷

এসবি / এসি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ