1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক মন্তব্যেই অনেক পিছিয়ে গেলেন রমনি

১৯ সেপ্টেম্বর ২০১২

একটা ভিডিও প্রকাশিত হওয়ায় রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি পড়েছেন বিপদে৷ আর এই সুযোগে নিজের পক্ষে সমর্থন বাড়িয়ে নিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তিনি বলছেন, রমনি দেশের সবার প্রেসিডেন্ট হবার যোগ্য নন৷

ছবি: picture alliance/ZUMAPRESS.com

সুযোগ করে দিয়েছেন রমনি নিজেই৷ প্রায় চার মাস আগে তহবিল সংগ্রহের জন্য ফ্লোরিডায় আয়োজিত এক গোপন বৈঠকে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ওবামাকে যাঁরা সমর্থন করছেন সেই ৪৭ ভাগ ভোটারকে নিয়ে তাঁর বা তাঁর দলের ভাবনার কিছু নেই৷ তাঁদের ভোট না পেলেও নির্বাচনে জয়লাভ করা সম্ভব এমন ইঙ্গিতও ছিল রমনির কথায়৷ দাতাদের উদ্দেশ্যে ওই ৪৭ ভাগ সম্পর্কে সরাসরি এমন কথাও বলেছেন যে, সরকারের ওপর পুরোপুরি নির্ভরশীল এসব লোক কোনো আয়কর দেননা৷ এমন লোকজনকে কখনো প্রভাবিত করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থীকে বলতে শোনা যায়, ‘এসব লোককে নিয়ে ভাবা আমার কাজ নয়৷'

‘মাদার জোন্স' ম্যাগাজিনে মিট রমনির এই ভিডিও প্রকাশিত হওয়ার পরই নির্বাচনি প্রচারণার জন্য বিষয়টিকে লুফে নিয়েছেন বারাক ওবামা৷ ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষকে কথার লড়াইয়ে কুপোকাত করতে গিয়ে তিনি বলেছেন, ‘‘প্রেসিডেন্ট হিসেবে একটা জিনিস অন্তত শিখেছি আমি, আর তা হলো, প্রেসিডেন্টকে সারা দেশের প্রতিনিধি হতে হয়৷ প্রেসিডেন্ট হলে আপনাকে সবার জন্যই কাজ করতে হবে৷'' এ পর্যায়ে গত নির্বাচনে তাঁর বলা কথাগুলোও মনে করিয়ে দিয়েছেন ওবামা, ‘‘২০০৮ সালে আমি যখন নির্বাচিত হলাম, ৪৭ ভাগ ভোটার তখন জন ম্যাককেইনকে ভোট দিয়েছিলেন৷ কিন্তু নির্বাচনের রাতেই আমি বলেছি, যদিও আমাকে আপনারা ভোট দেননি, আমি কিন্তু আপনাদের কন্ঠস্বর শুনেছি, সুতরাং আপনাদের উপযুক্ত প্রেসিডেন্ট হবার জন্যও আমি সাধ্যমতো চেষ্টা করবো৷''

পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রেসিডেন্ট ওবামাছবি: Getty Images

সিবিএস টেলিভিশনে প্রচারিত টক শোতে ওবামা এসব কথা বলার পর থেকে রমনির জনপ্রিয়তা আবার কমছে৷ সাম্প্রতিক কিছু জরিপে তাঁর জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত দেখা গেলেও এখন আবার উল্টো হাওয়া বইছে৷ মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ ওবামার এগিয়ে যাবার বার্তাই দিয়েছে৷ আরেকটি জরিপ বলছে, ভার্জিনিয়া, উইসকোনসিন এবং কলোরাডো রাজ্যে রমনির চেয়ে ওবামা এখন ৫১- ৪৫ ব্যবধানে এগিয়ে৷ আরো এগিয়ে যেতে একটি বিজ্ঞাপনও তৈরি করেছে ডেমোক্রেট দল, সেখানেও স্থান পেয়েছে রমনির ওই গোপন বৈঠকের দৃশ্য৷

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ