1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক মাসে ১০০ শিশুর মৃত্যু হাসপাতালে

২ জানুয়ারি ২০২০

একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে রাজস্থানের কোটার একটি হাসপাতাল৷ হাসপাতাল কর্তৃপক্ষ একে স্বাভাবিক মৃত্যু বলেই দাবি করছেন৷ তবে বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর৷

ছবি: DW/R. Chakraborty

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের স্মৃতি ফিরে এল রাজস্থানের কোটায়৷ গত এক মাসে কোটার জে কে লোন হাসপাতালে অন্তত ১০০ নবজাতকের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে বুধবারই মারা গিয়েছে ৯টি শিশু৷ কেন এই মৃত্যু? উত্তর নেই কারও কাছে৷ ২০১৭ সালে ঠিক এ ভাবেই কিছু দিনের মধ্যে অসংখ্য শিশুর মৃত্যু হয়েছিল গোরক্ষপুরে৷ যা নিয়ে রাজনীতিও হয়েছিল বিস্তর৷

কোটার হাসপাতালে গত এক মাস ধরেই একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে৷ হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ওজন কম থাকার জন্যই এ ভাবে মৃত্যু হচ্ছে একের পর এক শিশুর৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই৷ কিন্তু প্রশ্ন উঠছে এক মাসে ১০০টি বাচ্চা স্রেফ ওজন কম থাকার কারণে মারা গেল? একুশ শতকে দাঁড়িয়ে এমনও হয়?

স্থানীয় মানুষের দাবি, ওই হাসপাতালটি বাসের অযোগ্য৷ প্রকাশ্যে শুকর ঘুরে বেড়ায় হাসপাতালের ভিতর৷ এক একটি খাটে চার-পাঁচজন করে রোগীকে ভর্তি করে নেওয়া হয়৷ রোগীর তুলনায় নার্সের সংখ্যা চোখে পড়ার মতো কম৷ ফলে যে সমস্ত শিশুদের ওখানে ভর্তি করা হয়, তারা ঠিক মতো চিকিৎসা পায় না৷ সে কারণেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে৷ অথচ প্রশাসন নীরব৷

বিষয়টি নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে যথারীতি৷ বুধবারই বিজেপি সাংসদদের একটি প্রতিনিধি দল দেখতে গিয়েছিল হাসপাতালটি৷ যার মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ ডয়চে ভেলেকে লকেট জানিয়েছেন, ''হাসপাতালটি বাসের অযোগ্য৷ শিশুদের চিকিৎসার অধিকাংশ যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে৷ অথচ কারও কোনও ভ্রূক্ষেপ নেই৷ আমরা মৃত শিশুদের পরিবারের সঙ্গেও কথা বলেছি৷ রিপোর্ট তৈরি করে স্বাস্থ্যমন্ত্রককে দেব৷'' যদিও লকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস শাসিত রাজস্থান সরকারের স্বাস্থ্য দফতর৷

রাজস্থানে এখন কংগ্রেসের সরকার৷ স্বাভাবিক ভাবেই বিজেপি সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে৷ ঠিক যে ভাবে গোরক্ষপুরের ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কংগ্রেস৷ নাগরিক সমাজের বক্তব্য, একেকটি করে এমন ঘটনা ঘটে, রাজনীতিকরা তার মধ্যেও ভোট খোঁজেন৷ কাজের কাজ কিছু হয় না৷ গোরক্ষপুরের হাসপাতাল যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে৷ ঠিক যেমন থেকে যাবে কোটার সরকারি হাসপাতালটি৷ এক বছর আগে বিজেপি আমলেও হাসপাতালটি যে অবস্থায় ছিল, এখন কংগ্রেস আমলেও সেই একই অবস্থায় পড়ে আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ