1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থাবাবে উইকিলিক্স

২৩ জুলাই ২০১২

মার্কিন গোপন নথি ইন্টারনেটে প্রকাশ করে সারা বিশ্বে আলোড়ন তুলেছিল উইকিলিক্স৷ বর্তমানে এই সংস্থাটি অর্থকষ্টে ভুগছে৷ গত সপ্তাহে এক বিবৃতিতে উইকিলিক্স জানিয়েছে, হাতে আছে মাত্র এক লাখ ইউরো৷

ছবি: Reuters

ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশ দিয়ে আলোচনার শুরু৷ উইকিলিক্স ইন্টারনেটে ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কালের ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশ করে৷ ২০১০ সালে প্রকাশিত এই দলিল থেকে জানা যায়, ইরাকি পুলিশ এবং সেনাদের নানা অপকর্ম তদন্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে মার্কিন বাহিনী৷ এমনকি ইরাকি কর্তৃপক্ষও মার্কিন বাহিনীর নানা অভিযোগ খুব একটা আমলে নেয়নি৷ বরং ইরাকিরাই ইরাকিদের হত্যায় অবদান রেখেছে৷ শুধু তাই নয়, ইরাক যুদ্ধে ইরানের সম্পৃক্ততাও দেখা যাচ্ছে গোপন দলিলে৷ বিশেষ করে ইরাকি জঙ্গিদেরকে পরোক্ষ মদদ দিয়েছে ইরান, অভিযোগ এমনটাই৷

বর্তমানে উইকিলিক্স অর্থকষ্টে ভুগছেছবি: picture-alliance/dpa

এরপর কিছুদিন যেতেই আবারও ইন্টারনেটে ‘বোমা ফাটায়' সংস্থাটি৷ এবার মার্কিন কূটনীতির গোপন নথি খোলা বাজারে ছেড়ে দেয় তারা৷ গুগল হ্যাক করার চীনা উদ্যোগ, গুয়ান্তানামো বন্দিদের অন্য দেশে হস্তান্তরে চাপাচাপি, আফগানিস্তানে দুর্নীতি, ইরানে আক্রমণের জন্য সৌদি চাপসহ নানা বিষয়ের মার্কিন গোপন বার্তা ফাঁস করেছে সংস্থাটি৷ এককথায় বলতে গেলে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ২৭০ টি মার্কিন দূতাবাসের মধ্যকার গোপন বার্তা প্রকাশ করে দেয় তারা৷

এভাবে খুব দ্রুত আলোচনায় আসে উইকিলিক্স৷ সংস্থাটির সাহসী উদ্যোগের প্রশংসা করেন অনেকে৷ কিন্তু এই সাহসিকতার খেসারত দিতে হয় উইকিলিক্স প্রধান জুলিয়ান আসাঞ্জকে৷ সুইডেনে মামলায় জড়িয়ে আত্মগোপনে চলে যান তিনি৷ এরপর লন্ডনে আইনি লড়াইয়ে হেরে যান, আশ্রয় নেন লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসে৷ অন্যদিকে উইকিলিক্সের আর্থিক লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি হয়৷ ফলে অর্থ সঙ্কটের কবলে পড়ে সাড়া জাগানো এই ওয়েবসাইটটি৷

বর্তমানে উইকিলিক্সের ভাণ্ডারে জমা আছে মাত্র এক লাখ ইউরো৷ এই অর্থ দিয়ে আগামী কয়েকমাস হয়ত চলবে৷ এরপর কী হবে? সংস্থাটি গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, জমানো অর্থ শেষ হয়ে যাবে কয়েকমাসের মধ্যেই৷ তাই সংস্থাটিকে টিকিয়ে রাখতে গেলে এখনই প্রয়োজন এক মিলিয়ন ইউরো৷

বলাবাহুল্য, বিশ্বজুড়ে উইকিলিক্সের সমর্থকের সংখ্যা নেহাত কম নয়৷ কিন্তু সমস্যা হচ্ছে ভিসা এবং মাস্টারকার্ড'এর মাধ্যমে সংস্থাটিকে অর্থ প্রদান সম্ভব নয়৷ এই দুটি সংস্থাই উইকিলিক্সকে নিষিদ্ধের তালিকায় রেখেছে৷ তবে উইকিলিক্স একটি আপাত সমাধান খুঁজে পেয়েছে৷ ফরাসি ক্রেডিট কার্ড সিস্টেম ‘কার্ত ব্ল্যো' এর মাধ্যমে সংস্থাটিকে অর্থ সহায়তা করা যেতে পারে৷

নানা সমস্যার মুখে পড়েছেন উইকিলিক্স প্রধান জুলিয়ান আসাঞ্জছবি: dapd

উইকিলিক্স অবশ্য সতর্ক করে দিয়ে বলেছে, ‘‘সকল সমর্থকের প্রতি উইকিলিক্সের পরামর্শ হচ্ছে, আপনারা দ্রুত এই পদ্ধতিটি ব্যবহার করুন৷ কেননা, ভিসা / মাস্টারকার্ড খুব শীঘ্রই এই পন্থাও বন্ধ করে দিতে পারে৷''

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের চাপের কারণে উইকিলিক্সের সমস্ত লেনদেন বন্ধ করে দেয় ভিসা এবং মাস্টারকার্ড৷ এরফলে সমর্থকরা চাইলেও সংস্থাটিকে সহায়তা করা প্রায় অসম্ভব হয়ে যায়৷ ২০১০ সালের ডিসেম্বরে সংস্থাটির কাছে প্রায় এক মিলিয়ন ইউরো থাকলেও গত জুন মাসে সেটি কমে দাঁড়ায় এক লাখ বিশ হাজার ইউরোতে৷ এই সময়ের মাঝে উইকিলিক্স তিন লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার খরচ করে বিভিন্ন ক্যাম্পেইন বাবদ৷ এছাড়া পরিকাঠামোগত খাতে ব্যয় করেছে এক লাখ বিশ হাজার মার্কিন ডলারের বেশ৷ আর আইনি পরামর্শের পেছনে সংস্থাটি ব্যয় করেছে আটাশি হাজার মার্কিন ডলার৷

এখন নতুন করে অর্থ সহায়তা না পেলে উইকিলিক্স শীঘ্রই অর্থশূন্য অবস্থায় উপনীত হবে৷ অথচ সংস্থাটির হিসাব অনুযায়ী, ভিসা/মাস্টারকার্ড অর্থ সহায়তা বন্ধ না করলে তাদের কাছে এখন থাকতো ২০ মিলিয়নের বেশি ইউরো৷

বলাবাহুল্য উইকিলিক্সের অর্থ উপার্জনের অন্যতম উপায় হচ্ছে সমর্থকদের সহায়তা৷ এক্ষেত্রে জার্মানির ওয়াউ-হলান্ড-ফাউন্ডেশন সংস্থাটিকে সহায়তা করেছে৷ তাছাড়া সম্প্রতি আইসল্যান্ডে এক আইনি লড়াইয়ে জয় পেয়েছে উইকিলিক্স৷ এই রায়ের ফলে উইকিলিক্সকে দেওয়া সমর্থকদের অর্থ লেনদেন করতে পারবে ভিসা এবং মাস্টারকার্ডের আইসল্যান্ড পার্টনার ভালিটর৷

এই জয়ের ফলে অবশ্য আশাবাদী হয়ে উঠেছে উইকিলিক্স৷ বিশেষ করে ফ্রান্সে অর্থ লেনদেনের উপরে কোন নিষেধাজ্ঞা জারি হলে সেখানে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে তারা৷ জুলিয়ান আসাঞ্জ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আমরা আইসল্যান্ডে তাদেরকে পরাস্ত করেছি৷ ফ্রান্সেও তাদেরকে পরাস্ত করব৷''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ