1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক রাতেই স্ট্রবেরির ক্ষেত সাবাড়

২৫ মে ২০১৯

দক্ষিণ-পশ্চিম জার্মানির এক কৃষকের ক্ষেতের সব স্ট্রবেরি রাতের আঁধারে তুলে নিয়ে গেছে চোরেরা৷ দায়ীদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ৷

ছবি: nick barounis/Fotolia

সকাল বেলা নিজের ফসলের ক্ষেতে গিয়ে বিস্মিত কৃষক৷ আগের দিনও লাল স্ট্রবেরিতে ভরেছিল তাঁর জমি, অথচ পুরোটা সাফ হয়ে গেছে এক রাতেই! ঘটনাটি ঘটেছে জার্মানির মানহাইম শহরের লাম্বসহাইম নামের একটি পৌরসভা এলাকায়৷

এক দশমিক সাত একর জমিতে স্ট্রবেরির চাষ করেছিলেন ঐ কৃষক৷ শুক্রবার সকালে তিনি সব স্ট্রবেরি চু্রি হয়ে যাওয়ার বিষয়টি টের পান৷ তাঁর চাষ করা স্ট্রবেরির মূল্য হবে কমপক্ষে ৭০০ ইউরো বা প্রায় ৬৬ হাজার টাকা৷

এরই মধ্যে লাম্বসহাইমের পুলিশ চোর ধরার জন্য উঠে পড়ে লেগেছে৷ স্ট্রবেরি নেয়ায় বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করা হয়েছে বলে তাদের অনুমান৷ আর তাই পুলিশের ধারণা, একজন নয়, চুরিতে জড়িত ছিল একাধিক ব্যক্তি৷

জার্মানিতে ফসলের ক্ষেত থেকে স্ট্রবেরি চুরির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়৷ গত বছর বাড জোবার্নহাইমে ভাড়া করা গাড়ি ভর্তি করে একদল চোর কৃষকের মাঠ থেকে স্ট্রবেরি তুলে নিয়ে গিয়েছিল৷ পরে তারা সেগুলো অনলাইন দোকান ইবে-র মাধ্যমে বিক্রি করে দেয়৷ 

চেম্বার অব কমার্স ফর এগ্রিকালচার ইন নর্থ রাইন ওয়েস্টফালিয়ার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর জার্মানিতে ১,৬০,০০০ টন স্ট্রবেরি উৎপাদন হয়, যার দুই তৃতীয়াংশ দিয়ে দেশের চাহিদা মিটে৷ ৩৫ ভাগ বেচাকেনাই হয় সরাসরি কৃষকদের কাছ থেকে তাঁদের খামারের কিংবা সড়কের পাশের দোকান থেকে৷

নিক মার্টিন/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ