1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওএসসিই পর্যবেক্ষকরা মুক্ত

৩ মে ২০১৪

অবশেষে মুক্তি পেলেন ‘ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন’ ওএসসিইর সাতজন সামরিক পর্যবেক্ষক৷ এর মধ্যে চারজন জার্মান নাগরিক৷ শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লাভিয়ানস্কে তাঁদের ছেড়ে দেয়া হয়৷

ছবি: Reuters

এপ্রিলের ২৫ তারিখে তাঁদের আটক করেছিল স্লাভিয়ানস্কে সক্রিয় রুশপন্থিরা৷ এই পর্যবেক্ষকদের মুক্ত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সহায়তা চেয়েছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

এএফপি জানিয়েছে, ক্রেমলিনের একজন প্রতিনিধি পূর্ব ইউক্রেনে পৌঁছার কিছুক্ষণ পর তাঁদের মুক্তি দেয়া হয়৷ তবে স্লাভিয়ানস্কে সামরিক অভিযান চলার কারণে পর্যবেক্ষকরা শহর থেকে বের হতে পারেননি৷

রাশিয়ার মানবাধিকার বিষয়ক কমিশনার ভ্লাদিমির লুকিন রুশ গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি পর্যবেক্ষকদের মু্ক্তির ব্যবস্থা করেছেন৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ