1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক হতে হবে জলবায়ু পরির্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে: বান কি মুন

১৪ নভেম্বর ২০১১

ঢাকায় ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'-এর সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, জলবায়ু পরির্তনের সমস্যা সারা বিশ্বের, তাই এ নিয়ে বিশ্বের নেতৃবৃন্দকে ভাবতে হবে৷

UN Secretary-General Ban Ki-moon
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও পদক্ষেপ চান জাতিসংঘের মহাসচিবছবি: picture alliance ZUMA Press

ঢাকায় ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'-এর ২দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷ তিনি তার বক্তৃতায় বলেন জলবায়ু পরিবর্তনের সমস্যা সারা বিশ্বের৷ তাই এনিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে কাজ করতে হবে৷ তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ডারবানে আসন্ন জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এক কণ্ঠে কথা বলতে হবে৷ আর বিশ্ব নেতৃবৃন্দকে এনিয়ে কাজ করতে বাধ্য করতে হবে৷ জাতিসংঘ মহাসচিব বলেন, এই জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয় ছাড়াও নান ধরনের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মতামতের আরও গুরুত্ব চানছবি: dapd

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কথায় তেমন গুরুত্ব দিচ্ছেনা৷ অথচ এর জন্য তারাই দায়ী৷ তিনি বলেন, আজ জলবায়ু পরির্তনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছে৷

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো ২০০৯ সালে গঠন করে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'৷ ঢাকায় এর ৩য় সম্মেলন অনুষ্ঠিত হল৷এই সম্মেলনে ৩২টি সদস্য রাষ্ট্র এবং ২৮টি পর্যবেক্ষক দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ