বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি। বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার লজ্জার হারের পর মেসির এই সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
স্পেনের বার্সেলোনায় মেসি যোগ দিয়েছিলেন ২০০৪-এ। তারপর ফুটবল জীবনে আর কোনো পেশাদার ক্লাবে পা রাখেননি তিনি। বর্সেলোনাকে জিতিয়েছেন, নিজে পুরস্কারের পর পুরস্কার জিতেছেন। এই শিল্পী ফুটবলারের ড্রিবল, পাস, গোল করার ক্ষমতা দেখে আনন্দে মেতে উঠেছেন ফুটবলের দর্শকরা। দীর্ঘদিন ধরে মেসি হলেন বর্তমান সময়ের 'ফুটবল সম্রাট'।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট বলছে, ৩৩ বছর বয়সী এই শিল্পী ফুটবলার তাঁর পছন্দের বার্সেলোনা ছাড়তে চান। বার্সেলোনার ক্লাব আধিকারিকদের চিঠি দিয়ে মেসি বলেছেন তাঁকে অবিলম্বে ছেড়ে দেয়া হোক। মেসির সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ ২০২০-২১-এর ফুটবল সেশনের শেষ পর্যন্ত। তা সত্ত্বেও কেন অবিলম্বে তাঁর প্রিয় ক্লাব ছাড়তে চাইছেন ফুটবলের সুপারস্টার?
‘তরুণ’ মেসির গোল, রোনালদোর পেনাল্টি মিস
তিন মাস বিরতির পর স্পেন আর ইটালিতে আবার ফুটবল মাঠে গড়িয়েছে৷ জার্মানির বুন্ডেসলিগা আগেই শুরু হয়েছে৷ আর ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে বুধবার৷
ছবি: Reuters/A. Gea
‘তরুণ’ মেসি
দাড়ি নেই, চুলও একটু বড়- সবমিলিয়ে করোনার পর মেসিকে দেখে অনেকের মেসির শুরুর দিককার কথা মনে পড়ে গেছে৷ আর নয়দিন পর ৩৩-এ পা রাখলেও শনিবার মেসির খেলা দেখে মনে হয়েছে যেন তিনি আবার নতুন করে ক্যারিয়ার শুরু করছেন৷ সেই তেজ, সেই নৈপুণ্য৷ ফলে মায়োর্কার বিরুদ্ধে দলের চারটি গোলের একটি তাঁর, আর দুটিতে করেছেন অ্যাসিস্ট! লা লিগায় শীর্ষে থাকা বার্সা রেয়ালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে৷
ছবি: Getty Images/D. Ramos
মাদ্রিদের দুশ্চিন্তা
স্পেনের রাজধানীতে বেলজিয়ামের তারকা আজারের প্রথম মৌসুম চলছে৷ রবিবার আইবারের বিরুদ্ধে রেয়ালের করা তিন গোলের প্রতিটিতেই আজার ভূমিকা রেখেছেন৷ কিন্তু এক ঘণ্টা পর ডান পায়ের গোড়ালিতে সমস্যার কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছে৷ গত মার্চেই ঐ পায়ে অস্ত্রোপচার হয়েছে৷ আগামী ৩৯ দিনে লা লিগায় ১১টি ম্যাচ খেলতে হবে রেয়ালকে৷ তার আগে আজারের এই সমস্যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
ছবি: Reuters/S. Vera
পেনাল্টি মিস
শুক্রবার ইটালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইয়ুভেন্তুস বনাম এসি মিলানের ম্যাচ দিয়ে তিন মাস পর ইটালিতে ফুটবল মাঠে গড়িয়েছে৷ ১৬ মিনিটের সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো৷ তবে ম্যাচটি ০-০ গোলে ড্র হলেও ফাইনালে উঠেছে রোনালদোর দল৷ বুধবার নেপোলির বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা৷
ছবি: Reuters/M. Pinca
শিরোপার আরও কাছে বায়ার্ন
টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে বায়ার্ন মিউনিখ৷ মঙ্গলবার ব্রেমেনের সঙ্গে জিতলেই ৩০তম বারের মতো শিরোপা জিতবে তারা৷ শেষ ম্যাচে লেভান্ডোস্কি ও ম্যুলারবিহীন বায়ার্ন বোরুসিয়া ম্যুনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়েছে৷ ইউরোপের মধ্যে বুন্ডেসলিগা সবার আগে শুরু হয়েছে৷ করোনার পর প্রথম ম্যাচটি হয় গত ১৬ মে৷
ছবি: Getty Images/AFP/C. Stache
শুরু হয়েছে তুর্কি লিগও
লা লিগা আর সিরি আ ছাড়াও গত সপ্তাহান্তে কঠোর নিয়মনীতির মধ্য দিয়ে তুরস্কের সুপার লিগ শুরু হয়েছে৷ শুক্রবার ফেনারবাচে ২-১ গোলে হারিয়েছে কায়সারিস্পোকে৷ দর্শকবিহীন স্টেডিয়ামে খেলতে হওয়ায় ফেনারবাচে স্টেডিয়ামের আসনগুলোতে সমর্থকদের কার্ডবোর্ড বসিয়েছিল৷ ইউরোপের অনেক ক্লাবই এখন এমনটা করছে৷ করোনা কারণে স্টেডিয়ামে ঢোকা প্রত্যেকের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে৷ ফুটবলও নিয়মিত জীবাণুনাশক দিয়ে ধোয়া হচ্ছে৷
ছবি: AFP/E. Sahin
ইংলিশ প্রিমিয়ার শুরু বুধবার
অবশিষ্ট নয়টি ম্যাচের মধ্যে দুটি জিতলেই ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ারের শিরোপা জিতবে লিভারপুল৷ তবে বুধবার করোনার পর শুরু হতে যাওয়া লিগের প্রথম দিনে যদি ম্যান সিটি আর্সেনালের কাছে হেরে যায়, আর রবিবার এভারটনের সঙ্গে জিতে যায় লিভারপুল, তাহলে সেদিনই শিরোপা নিশ্চিত হয়ে যাবে৷ কিন্তু সামাজিক দূরত্বের নিয়ম মানতে গিয়ে এত আরাধ্য শিরোপা নিয়ে শহর প্রদক্ষিণ করা সম্ভব হবে না লিভারপুলের৷
ছবি: picture-alliance/dpa/Actionplus
6 ছবি1 | 6
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরেছে বার্সেলোনা। তারপরই ক্লাবে প্রচুর পরিবর্তন হয়েছে। কোচ বদল হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে মেসি সহ ক্লাবের বয়স্ক ফুটবলারদের দিকে। ওই ম্যাচে মেসির পারফরম্যান্স নিয়েও কথা উঠেছে। ফলে মেসির ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক।
ঘটনা হলো, মেসি এখন ক্লাব ছাড়তে বদ্ধপরিকর। ক্লাবের বোর্ড মিটিং হবে। সেখানেই মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। যদি ক্লাব তাঁকে না ছাড়তে চায় তা হলে বিষয়টি আদালতেও গড়াতে পারে। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মেসির চুক্তির একটা ধারা ছিল, ১০ জুনের মধ্যে তিনি যদি ক্লাব ছাড়তে চাইতেন, তা হলে কোনো পয়সা না নিয়েই তাঁকে ছাড়তে হতো ক্লাব। ১০ জুনের সময়সীমা পেরিয়ে গিয়েছে। তাই এখন তাঁকে যেতে হলে ক্লাবকে বিশাল অঙ্কের অর্থ দিতে হবে। কিন্তু মেসির তরফে বক্তব্য হলো, এ বার করোনার কারণে ফুটবল সিজন বেড়ে গিয়েছে। তাই ওই ধারা এভাবে কার্যকর হতে পারে না। তাই মেসি চাইলে এখনই তাঁকে রিলিজ করে দেয়া উচিত ক্লাবের।
ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়ের ১০ খেলোয়াড়
করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকলেও ক্রীড়াবিদদের আয়ের কমতি নেই৷ জেনে নিন মার্চের ১২ তারিখ থেকে মে মাসের ১৪ তারিখ পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করা ১০ খেলোয়াড়ের আয়ের পরিমাণ৷
ছবি: instagram.com/cristiano
রোনাল্ডো
ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে এগিয়ে আছেন তারকা ফুটবলাররা৷ আয়ের শীর্ষে ইয়ুভেন্টুস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ কোয়ারান্টিনের দুই মাসে তিনি ইনস্টাগ্রাম থেকে আয় করেছেন ১৮ লাখ ৮২ হাজার ৩৩৬ পাউন্ড বা প্রায় ১৯ কোটি ৪৫ লাখ টাকা৷
ছবি: picture-alliance/dpa/F. Ferrari
মেসি
দ্বিতীয় স্থানে আছেন রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা লিওনেল মেসি৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তাঁর আয় ১২ লাখ পাউন্ড বা প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকা৷
ছবি: Imago Images/ZUMA Wire/E. Alonso
নেইমার
পিএসজিএস তারকা নেইমার আছেন তিন নম্বরে৷ লক ডাউনের দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১১ লাখ পাউন্ড বা প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকা৷
ছবি: imago images/HMB-Media
ও’নিল
বাস্কোটবল খেলোয়াড় সাকিল ও’নিল আছেন চতুর্থ অবস্থানে৷ দুই মাসে তার আয় ৫ লাখ ৮৩ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা৷
ছবি: picture-alliance/Pressefoto Ulmer
বেকহ্যাম
সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম আছেন পঞ্চম স্থানে৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তার আয় ৪ লাখ পাউন্ড বা প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা৷
ছবি: Getty Images/M. Reaves
কোহলি
তালিকায় ছয় নম্বরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি৷ লক ডাউনে সর্বোচ্চ আয়ের শীর্ষ ১০ খেলোয়াড়দের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার৷ ইনস্টাগ্রামের পোস্টের জন্য কোহলি আয় করেছেন ৩ লাখ ৭৯ হাজার ২৯৪ পাউন্ড বা প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা৷
ছবি: AFP/J. Sawad
ইব্রাহিমোভিচ
সুইডিশ ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ আছেন সাত নম্বরে৷ দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৮৪ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা৷
ছবি: picture-alliance/dpa/A. Haider
ডোয়েইন ওয়েড
সাবেক এনবিএ তারকা ডোয়েইন ওয়েড আছেন আট নম্বরে৷ এইসময়ে ইনস্টাগ্রাম পোস্ট থেকে তার আয় ১ লাখ ৪৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা৷
ছবি: Getty Images/M. Reaves
দানি আলভেস
ব্রাজিলের ফুটবলার দানি আলভেস আছেন ৯ নম্বরে৷ কোয়ারান্টিন সময় ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৩৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা৷
ছবি: picture-alliance/dpa
অ্যান্থনি জসুয়া
ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে বক্সার অ্যান্থনি জসুয়া আছেন ১০ নম্বরে৷ লক ডাউনে তার আয় ১ লাখ ২১ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা৷
ছবি: picture-alliance/empics/N. Potts
10 ছবি1 | 10
মেসির সিদ্ধান্ত জানার পর প্রচুর সমর্থক ক্লাবের সামনে বিক্ষোভদেখিয়েছেন। তাঁরা চান, মেসি বার্সেলোনাতেই খেলুন।
বিখ্যাত ফুটবলার ও একসময় মেসির সঙ্গে খেলা কার্লোস পুয়েল টুইট করে বলেছেন, ''বন্ধু লিও, তোমার সিদ্ধান্তে আমার পুরো সমর্থন আছে। আছে শ্রদ্ধা ও প্রশংসাও।''