জি২০ দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা এখন ব্রাজিলে বৈঠক করছেন। সেখানেই বেয়ারবক লাভরভকে বলেছেন, ''যদি আপনি মানুষের জীবন বাঁচাতে চান, নিজের দেশের মানুষের ভালো চান, রাশিয়ার বাচ্চা ও যুবদের ভালো চান, তাহলে এখনই যুদ্ধ বন্ধ করুন। ''
বেয়ারবক ও লাভরভ একই টেবিলে বসেছিলেন। জি২০ হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলির গোষ্ঠী।
বেয়ারবক যা বললেন
বেয়ারবক বলেছেন, ''আর কয়েকদিনের মধ্যেই ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্ণ হবে। এটা আঞ্চলিক বিরোধের থেকেও অনেক বড় হয়ে গেছে।''
জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর মতে, ''রাশিয়ারএই আগ্রাসন আমাদের সবাইকে চ্য়ালে়ঞ্জের মুখে ফেলে দিয়েছে। কোনো দেশ যা যতই ছোট বা বড় হোক না কেন নিজেকে রক্ষা করার অধিকার সকলের আছে। জাতিসংঘের চার্টার, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এটাই বলে।''
জাতিসংঘের চার্টার ১৯৪৫ সালে সই হয়েছিল। তারপর পাঁচ স্থায়ী সদস্যকে নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল। স্থায়ী সদস্যদের ভেটো দেয়ার ক্ষমতা আছে। রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা ইউক্রেন নিয়ে যে কোনো প্রস্তাবে ভেটো দেয়।
শুক্রবার জাপানের ওসাকায় শুরু হয়েছে জি২০ সম্মেলন৷ বড় ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর জোট এটি৷ বিশ্বের মোট জিডিপির ৮৫ ভাগ এই জোটের৷ দুই তৃতীয়াংশ মানুষের বসতিও সেখানে৷ ১৯৯৯ সালে বার্লিন সম্মেলনের মধ্য দিয়ে পথ চলা শুরু৷
ছবি: President Secretary/Laily Rachevজি২০ সম্মেলনের আলোচনা শুরুর আগে, সব বিশ্বনেতাদের বরণ করেন স্বাগতিক দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ ছবিতেও দেখা যাচ্ছে, বিনয়ী আবে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে৷
ছবি: Reuters/K. Mayamaপারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ বৈঠকে শেষে, তিন নেতা হাস্যোজ্জ্বল মুখে বন্দি হয়েছেন ক্যামরেরা ফ্রেমে৷
ছবি: Reuters/C. Courtজি২০ সম্মলেনকে সামনে রেখে বিশ্ব নেতারা এখন সবাই জাপানে৷ নিজেদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক এগিয়ে নিতে, কিংবা জটিলতা নিরসনে একে অপরের সঙ্গে বসেছেন তারা৷ ছবিতে দেখা যাচ্ছে দুই বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও জার্মানির শীর্ষনেতা ডনাল্ড ট্রাম্প এবং অ্যাঙ্গেলা ম্যার্কেল পরস্পরের হাত ধরে আলোচনা করছেন৷
ছবি: Reuters/K. Lamarqueদুই দেশ প্রতিদ্বন্দ্বী হলেও পুতিন-ট্রাম্প সম্পর্ক নিয়ে গুঞ্জন আছে পুরো দুনিয়াতে৷ কিন্তু ‘থোড়াই কেয়ার’ করেন এই দুইজন৷ ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের একান্ত বৈঠক পরবর্তী এই করমর্দন বলে দেয় বন্ধুত্বটা উপভোগ করছেন তারা৷
ছবি: picture-alliance/AP Photo/S. Walshজি২০ সম্মেলন শুরুর আগের রাতে একসঙ্গে নৈশভোজ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ দ্বিপক্ষীয় এই নৈশভোজে প্রেসিডেন্টের ট্রাম্পের সঙ্গে হাজির ছিলেন তাঁরই কন্যা ইভাঙ্কা ট্রাম্প৷ হোয়াইট হাউজের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে জি২০ সম্মেলনে অংশ নিতে ইভাঙ্কা তার বাবার সফরসঙ্গী হয়েছেন৷
ছবি: Reuters/K. Lamarqueজাপান সম্মেলনে বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ইরানকে ঘিরে চলমান সংকট নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে৷ সাইড লাইনের আলাপে, দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনায় আসবে৷ তবে, প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে কি শোনাবেন, সেদিকেও কিন্তু দৃষ্টি আছে সবার৷
ছবি: President Secretary/Laily Rachev এর ফলে সাধারণ সভায় বিতর্ক দেখা দিয়েছে। সমালোচনাও হচ্ছে। গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর পর নিরাপত্তা পরিষদে আনা যুদ্ধ বন্ধের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।
বেয়ারবক বলেছেন, এই দুই যুদ্ধের ফলে বিশ্বের গরিব মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি ইউক্রেন ও মধ্যপ্রাচ্য দুই জায়গায় শান্তি চেয়েছেন।
ব্রাজিলের সমালোচনা
ব্রাজিলও নিরাপত্তা পরিষদের মতো সংগঠনের সমালোচনা করে বলেছে, তারা বর্তমান চ্যালেঞ্জ সামলাতে পারছে না। গাজা ও ইউক্রেন নিয়ে নিরাপত্তা পরিষদ কিছুই করতে পারছে না। এর ফলে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির বদল ঘটাতে এই ব্যবস্থার ব্যাপক সংস্কার করতে হবে।
জিএইচ/এসজি(ডিপিএ, এপি, এএফপি)