1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনও কোনো আইনজীবী নিয়োগ করেন নি সালাউদ্দিন কাদের চৌধুরি

৪ অক্টোবর ২০১১

সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে আগামী ১৪ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপনের জন্য নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ আর আজ ৮ হাজার পৃষ্ঠার তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন৷

Salahuddin Quader Chowdhury
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরিছবি: Harun Ur Rashid

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর, অর্থাৎ আজ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে৷ প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের সময় চাইলে, আগামী ১৪ই নভেম্বর অভিযোগ উত্থাপন করতে বলে আদালত৷ যা সাংবাদিকদের জানান, প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুম৷

সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে মূল তদন্ত রিপোর্ট ১১৯ পৃষ্ঠার৷ এর সঙ্গে প্রায় ৮ হাজার পৃষ্ঠার তথ্য, উপাত্ত, ডকুমেন্ট সংযুক্ত করা হয়েছে৷ রয়েছে অডিও, ভিডিও, আলোকচিত্র, পেপার কাটিং, ম্যাপ প্রভৃতি৷ সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে মোট ৩২টি অভোযোগের ব্যাপারে ১৪৬ জন সাক্ষি দিয়েছেন৷ অ্যাডভোকেট জিয়াদ আল মালুম জানান, একাত্তরে চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরির বাড়িটি কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো৷ তাঁর নেতৃত্বে নতুন চন্দ্র সিংহকে হত্যা করা হয়েছিল৷ আর একদিনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় চালান হয়েছিল গণহত্যা এবংনি র্যাতন৷ তাঁর বিরুদ্ধে গণহত্যা, লুটপাট, ধর্ষন এবং অগ্নি সংযোগের অভিযোগ আনা হয়েছে৷

শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতেই হবে : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামছবি: DW

অভিযোগ জমা দেওয়ার সময় আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরির কোনো আইনজীবী ছিলেন না৷ তিনি এখনও পর্যন্ত কোনো আইনজীবী নিয়োগও করেন নি৷ প্রসিকিউশন জানায়, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেও শিগগিরই যুদ্ধাপরাধের তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে৷ তাদের মতে, গোলাম আযম যুদ্ধাপরাধের মূল হোতা৷

জামায়াতের শীর্ষ পাঁচজন নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার হলেও, গোলাম আযমকে এখনও গ্রেফতার করা হয়নি৷ প্রসিকিউশন জানিয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ হলেই ট্রাইব্যুনালের কাছে গ্রফতারি পরওয়ানা জারির আবেদন জানান হবে৷

এদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এই সরকারের আমলেই শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে৷ আর বিচারের জন্য গঠন করা হবে আরো ট্রাইব্যুনাল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ