1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এখনও মন্ত্রী আছি’

১২ নভেম্বর ২০১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সোমবার একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রীরা৷ সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়৷’’ তবে মন্ত্রীরা বলছেন ভিন্ন কথা৷

A Bangladeshi laborer sweeps the pavement outside the national parliament building in Dhaka, Bangladesh, Friday, April. 6, 2007. Bangladesh's national elections, already delayed amid deadly violence over allegations of ballot-rigging will not be held for at least a year and a half, the top election official in the military-backed interim government said. (ddp images/AP Photo/Pavel Rahman)
ছবি: AP

মন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিক গোলাম মোর্তোজা ফেসবুকে লিখেছেন, ‘‘মন্ত্রীরা হাসিখুশিভাবে পদত্যাগ করলেন৷ তার ব্যাখ্যা সংবিধানে লেখা আছে, ‘৫৮(১) প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি- (ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন৷''

আলোচিত এই সাংবাদিক লিখেছেন, ‘‘...সংবিধানে যা লেখা আছে, সে অনুযায়ী এটা সত্য, সহজ এবং সরল বিষয়৷ এটা বোঝার জন্যে বাংলা অক্ষর বানান করে পড়তে পারলেও চলে৷ সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না৷ ‘এখনও মন্ত্রী আছি', ‘মন্ত্রী থাকব', ‘মন্ত্রী থাকবেন' – এসব কেন বলছেন? এত সহজ বিষয়ের এত জটিল ব্যাখ্যা কেন?''

প্রসঙ্গত, মন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ‘‘তাঁদের এই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার জন্য দেয়া হয়নি৷ একটি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন৷ তাই তাঁরা যেটা জমা দিয়েছেন, তা সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র নয়, আনুষ্ঠানিকতা মাত্র৷ তাই তাঁরা স্বপদেই বহাল আছেন এবং দায়িত্ব পালন করছেন৷''

বাংলা ব্লগ সাইট সামহয়্যার ইন ব্লগে নাঈমুল ইসলাম লিখেছেন, ‘‘পদত্যাগের পরদিন মঙ্গলবারও মন্ত্রীরা তাদের কর্মস্থলে আসলে এ নিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ কর্মকর্তাদের অনেকেই মন্ত্রীদের নির্দেশে কাজ করতে আগ্রহী নন বলে মিডিয়া প্রকাশ করে৷ তাদের মতে, পদত্যাগের পর মন্ত্রীরা এখন অবৈধ৷''

একই ব্লগ সাইটে ব্লগার আশম এরশাদ সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ উল্লেখ করে লিখেছেন, ‘‘বিএনপি দায়িত্বশীল দল হিসাবে নিশ্চয় সংবিধানের বাধ্যবাধকতাকে সম্মান করবে৷ তাই অবিলম্বে বিএনপির ও উচিত হবে সংলাপের ডাকে সাড়া দিয়ে একটা ফয়সালায় পৌঁছানো৷ রায় পরবর্তীতে তত্ত্বাবধায়ক পুনর্বহাল আর সম্ভব নয় সেটা বিএনপি নিশ্চয় বুঝে ফেলেছে৷''

এদিকে, ডয়চে ভেলের ফেসবুক পাতায় তাসকিনা ইয়াসমিন অ্যামি লিখেছেন, ‘‘মন্ত্রীদের মাথার ঠিক নাই তাই৷ তারা ভুলেই গেছে পদত্যাগ করলে পদ ছাড়তে হয়৷ মন্ত্রীদের আবার স্কুলে ভর্তি করতে হবে৷ তাহলে তারা বাংলা ক্লাশে দরখাস্ত লিখে শিখবেন যে পদত্যাগ করলে দায়িত্ব ছাড়তে হয়৷ এখন যেটা চলছে সেটা এ বছরের সেরা সরকারি জোকস৷''

সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ