1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবল

১৩ জানুয়ারি ২০১৩

জার্মানি এবং লাৎসিও তারকা মিরোস্লাভ ক্লোজে এখনো শিখতে আগ্রহী৷ অথচ বয়স তাঁর ৩৪ এবং জাতীয় দলের হয়ে গের্ড ম্যুলারের গড়া গোল রেকর্ড ভাঙা নিয়ে বিশেষ মাতামাতিতে আগ্রহী নন তিনি৷

ছবি: Getty Images

জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্লোজে বলেছেন, ‘আমি এখনো খেলায় উন্নতি করতে চাই এবং নিত্য নতুন কৌশল রপ্ত করতে চাই৷' তিনি বলেন, জাতীয় দলের এবং ক্লাবের সর্বোচ্চ সাফল্যের জন্য লড়াই করছি আমি৷

ইটালির ফুটবল লিগ সেরিয়ে আ'তে দ্বিতীয় অবস্থানে আছে ক্লোজের দল লাৎসিও৷ জার্মান জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি৷ এক্ষেত্রে ম্যুলারের রেকর্ড ছুঁতে আর মাত্র একটি গোল দরকার তাঁর৷ কিন্তু ভের্ডার ব্রেমেন এবং বায়ার্ন মিউনিখের এই তারকা কোনোভাবেই নিজেকে মিউনিখ কিংবদন্তী ম্যুলারের সঙ্গে তুলনা করতে রাজি নন৷

ক্লোজে বলেন, ‘আমরা ভিন্ন সময়ে ভিন্ন পদ্ধতিতে আক্রমণভাগে খেলা দুই ফুটবলার৷ গের্ড ম্যুলার সবসময়েই অতুলনীয়৷'

ডিএফবিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লোজে এসি মিলানের জার্মানিতে জন্ম নেওয়া ঘানার খেলোয়াড় কেভিন-প্রিন্স বোয়াটেং'এর প্রশংসা করেছেন৷ দিনকয়েক আগে দর্শকরা ‘বানর' বিষয়ক বর্ণবাদী মন্তব্য করায় মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন বোয়াটেং৷ এসময় তাঁর সতীর্থরাও তাঁকে অনুসরণ করেন৷ ক্লোজে বলেন, ‘‘এর মাধ্যমে সঠিক সংকেতই প্রদান করা হয়েছে এবং সিদ্ধান্তটি যথাযথ ছিল৷''

জার্মান ফুটবলের স্বর্ণযুগে ‘গোলশিকারী’ গের্ড ম্যুলার (বাঁয়ে) এবং স্টপার ও ক্যাপ্টেন ফ্রানৎস বেকেনবাউয়ারছবি: picture-alliance/dpa

এদিকে, আগামী ১৮ জানুয়ারি থেকে আবারো শুরু হচ্ছে বুন্ডেসলিগা মৌসুম৷ ইতিমধ্যে কাতারে সপ্তাহখানেক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের মনোবল বাড়িয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ৷ এবার শিরোপা যে তাদের ঘরে যাচ্ছে, সেটা মোটামুটি নিশ্চিত৷ এমনকি গত দু'বার শিরোপা জয়ী বোরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ স্বীকার করছেন সেকথা৷

স্পেনের লা মাঞ্চাতে ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘‘বায়ার্নের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নেওয়া এখন আর সম্ভব নয়৷ কারো পক্ষেই সম্ভব নয়, যদি না বায়ার্ন নিজে শিরোপা দূরে সরিয়ে দেয়৷ আর আমি আশঙ্কা করছি, বায়ার্ন তেমনটা করবে না৷''

প্রসঙ্গত, বুন্ডেসলিগা টেবিলে এখন শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ৷ তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে বায়ার লেভারকুজেন৷ দু'দলের মধ্যে পয়েন্টের ব্যবধান নয়৷ অন্যদিকে ডর্টমুন্ড আছে পয়েন্টের তালিকার তৃতীয় স্থানে৷ বায়ার্নের সঙ্গে তাদের ব্যবধান ১২ পয়েন্ট৷ হারটা তাই আগেভাগেই স্বীকার করে নিলেন ডর্টমুন্ড কোচ৷

এআই / এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ