1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এখনো তারা আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে'

৫ মে ২০২৪

২০২১ সালে বগুড়ায় কিশোর বাউল মো. মেহেদি হাসানের চুল কেটে দিয়েছিল গ্রামের মাতব্বররা৷ শিল্পীর স্বাধীনতা হরণ ও শারীরিক, মানসিক নির্যাতনের সেই অভিজ্ঞতা ডয়চে ভেলেকে জানিয়েছেন শিল্পী নিজেই৷

লালন ফকিরের প্রতিকৃতি
লালন ফকির ১৯ শতকের একজন সুফি সাধক ও বাউল৷ তিনি অসংখ্য জীবন, আধ্যাত্মিকতা ও দেহতত্ত্ব সংক্রান্ত গান তৈরি করেছেন৷ তাকে নিয়ে বিস্তর গবেষণা হয়েছে।ছবি: Mortuza Rashed

ডয়চে ভেলে: আপনি তো নির্যাতনের শিকার হয়েছিলেন ২০২১ সালে৷ সেটা কী কারণে?

মো. মেহেদি হাসান: আমরা গান-বাজনা করি৷ বেশির ভাগ সময়ই সাদা পোশাক পরি৷ আমরা যারা আধ্যাত্মিক লাইনে, তারা আসরে মোমবাতি, আগর বাতি জ্বালাই৷ এই সাদা পোশাক, মোমবাতি আগরবাতি জ্বালানো, আমার বাউল গান গাওয়া- তাদের কাছে এগুলো ভুল৷ তাদের সমাজে চলবে না৷ এগুলো ধরে বসে তখন আমার সাথে তারা ওইরকম আচরণ (মাথার চুল কাটা) করেছিল৷

তারা কী বলতো আপনাকে?

তারা বলতো আমি নাকি হিন্দু হয়ে গেছি, হিন্দুদের কাজ-কারবার করি৷ আমি গান-বাজনা করি, এগুলো করা যাবে না৷ এগুলো মুসলিম শাস্ত্রে নাকি নিষিদ্ধ৷ আসলে ওদের যে ব্যাখ্যা ওগুলো কিছুই না৷ আমাদের কাজে হস্তক্ষেপ করার জন্য এই বানোয়াট কথাগুলো বলেছে৷

আপনাকে কী করেছিল?

আমি তখন ছোট ছিলাম৷ আমার চুল কেটে দিয়েছিল৷ আমার কাঁধ পর্যন্ত চুল ছিল৷ তা সবই কেটে দেয়৷ এখন আবার চুল বড় হয়েছে৷

 চুল কেটে দেয়ার পর কী হলো? আপনি কি কোনো বিচার পেয়েছেন?

মামলা হয়েছিল৷ তারা জামিনে আছেন৷ পরে আমি মামলার খোঁজ নিতে গিয়েছিলাম৷ অগ্রগতি জানতে গিয়েছিলাম৷ আমাকে ওরা মামলার কাগজটাই দেখালো না৷

তারা বলতো আমি নাকি হিন্দু হয়ে গেছি: হাসান

This browser does not support the audio element.

ওরা কারা, থানা পুলিশ?

কোর্টে গিয়েছিলাম৷

তখন তো কয়েকজন গ্রেপ্তার হয়েছিল..

তখন তিনজন অ্যারেস্ট হয়েছিল৷ ১১ দিন পরই তারা জামিন পেয়েছে৷

জামিন পাওয়ার পরে তারা আপনার সঙ্গে কোনো ঝামেলা করেছে বা আপনাকে হুমকি দিচ্ছে ?

অনেক কিছু করছে৷ আমাদের সমাজ থেকে আলাদা করে রেখেছে৷ আমাদের সঙ্গে কেউ কথা বললে, মিশলে তাদের ভয় দেখায়৷ এরকম অনেক নির্যাতনের মধ্যে আছি৷

সমাজ থেকে কি আপনাদের বিচ্ছিন্ন করে রাখতে চায়?

বিচ্ছিন্ন করে রেখেছে৷ গত তিন বছর ধরে আমাদের সমাজে নেয়নি৷ সমাজের কোনো কাজ-কর্মে  আমাদের নেয় না৷ কোনো ধর্মসভায় নেয় না৷ তারা আসে না৷

আপনারা কোথায় থাকেন?

আমরা বগুড়ার শিবগঞ্জ থানার গুজিয়াবাজার জুরি মাঝপাড়া গ্রামেই থাকি৷ তবে আমরা যে তিন ঘর বাউল আছি, তারা একখানে বসবাস করি৷ আমাদের আলাদা করে রেখেছে৷

তাহলে আপনাদের বাজার করা, যাওয়া-আসা, কাজ-কর্ম এগুলো কীভাবে করেন? থাকতে তো হয়? খেতে তো হয়?

আমরা সবই করি৷ কিন্তু কেউ আমাদের সাথে কথা বলেনা৷ কেউ কথা বলার চেষ্টা করলে তাদের ওরা হুমকি দেয়৷ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আসামিরা নানা রকম কথা বলে৷ মাঝে-মধ্যে আমাদের হিজড়া বলে৷ তবে বাজারে গিয়ে কেনা-কাটা করতে পারি৷ সেখানে সমস্যা হয় না৷

তারা কারা , তাদের নাম কী?

যেমন একজন আছে খোকন৷ আরেকজন মেজবাউল৷ আরো কয়েকজন আছে৷

তারা কি প্রভাবশালী? মেম্বার চেয়ারম্যান? তারা কি রাজনীতি করে?

তারা মেম্বার, চেয়াম্যান না৷ তারা এলাকার মাদ্রাসা, মসজিদ কমিটির সভাপতি-এইরকম- মাতব্বর যাকে বলে৷

আপনার কোনো গান নিয়ে তাদের আপত্তি ছিল?

কোনো গান মানে, যে-কোনো গানই গাওয়া যাবে না৷ তারপর আমাদের তরিকার চলাফেরা, ধর্মসভা এগুলো করা যাবে না৷ সাদা পোশাক পরা যাবে না৷

তারা আপনাকে তখন ‘হিন্দু' বলেছে৷ কিন্তু আপনি তো হিন্দু না..

আমি একজন মুসলমান৷ আমি নামাজ,রোজা সবই করি৷ আমি হলাম তরিকাপন্থি৷ একজন গুরুর হাতে হাত দিয়ে বায়াত করেছি৷ আমি মোমবাতি আগরবাতি জ্বালাবো৷ আমার গুরুকে স্মরণ করবো৷ আমার আল্লাহ রাসুলকে ডাকবো৷ এগুলো তাদের কাছে ভুল৷ তারা বলে মসজিদে আসো৷ ওগুলো করা লাগবে না, ওগুলো মূর্তিপূজা৷

এদের অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়?

হ্যাঁ, উদ্দেশ্য আছে৷ আমাদের অনেক জমি, সেই জমি ওরা দখল করে খাচ্ছে৷ তারা প্রতি বছর একটা করে বানোয়াট কথা ছাড়ে আর আমাদের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করে৷

কত জমি?

আমাদের তিন ঘরের ৫৪ বিঘা জমি নিয়ে এখন মামলা চলছে৷

আপনাদের তিন পরিবারে কতজন লোক?

বিশ জন হবে৷ আমরা দুই বোন এক ভাই৷ আমার বাবা অন্যের কাজ করে৷ আর আমি টুকটাক গান গেয়ে যা পাই তা দিয়ে আমার পোশাক, খাওয়া-দাওয়া চলে৷ আর তারা ওই কাজ (চুল কেটে দেয়া) করার পর আমি যে-কোনো জায়গায় যেতেও পারি না৷ একটা কলঙ্ক৷

আপনারা কোন তরিকার? কোন গুরুর হাতে বায়াত হয়েছেন?

আমরা চিশতিয়া নিজামিয়া তরিকার৷ আমার গুরুর নাম দয়াল হজরত ইমরান শাহ চিশতি নিজামিয়া৷

আপনি কোন ধরনের গান করেন?

আমি লালন শাহর কিছু গান গেয়েছি৷ এছাড়া রশীদ সরকার, মুক্তা সরকার, কাজল দেওয়ান ,রাজ্জাক দেওয়ান- এদের গান গাই৷ আমি কিছু গান লিখেছিও, তা এখানো প্রকাশ্যে গাওয়া হয়নি৷ আমার কিছু গান ইউটিউব চ্যানেল ওয়ালারাও রেকর্ড করে নিয়ে গেছে৷ কিছু তারা প্রচার করেছে, কিছু করেনি৷

অনেকে বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে৷ আাপনি কী মনে করেন?

না এটা ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো বিষয় নয়৷ অনেক বাউল আছে৷ তারা কি মুসলমান না?  সবাই কি হিন্দু?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ