1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এখনো পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন সম্ভব’

২৭ জানুয়ারি ২০১৩

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু বিশ্বব্যাংকের উপর নির্ভরতা থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকার৷ অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন এক সাক্ষাৎকারে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেছেন৷

ফাইল ফটোছবি: AP

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের তিনটি পথ রয়েছে বলে মনে করেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন৷ প্রথমত বিদেশি অর্থায়নে, সহজ অনুদানে, দ্বিতীয়ত বাংলাদেশের নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে অথবা তৃতীয়ত এই দুই উৎস থেকেই অর্থের মাধ্যমে প্রকল্পটি হাতে নেওয়া যেতে পারে৷

সরকার এতকাল মূলত বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়নের পথটিকেই বেশি গুরুত্ব দিয়েছে৷ কিন্তু দ্বিতীয় ও তৃতীয় পথগুলি সে ভাবে খতিয়ে দেখা হয় নি বলে মনে করেন বিনায়ক সেন৷

Binayak Sen on Padma project for ONLINE - MP3-Mono

This browser does not support the audio element.

পদ্মা সেতু প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের প্রশ্নে বিশ্বব্যাংকের কড়া অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তারা হয়ত দুর্নীতির অপসারণের মতো মধ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে চলে৷ কিন্তু কোনো দেশের রাজনৈতিক সরকারের পক্ষে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতে বসে থাকা সম্ভব নয়, বিশেষ করে নির্বাচনের ঠিক আগে৷ পদ্মা সেতু প্রকল্পের ভিত্তি প্রস্তর যদি স্থাপন করা না যায়, তাহলে বর্তমান সরকারি জোট বিশেষ করে দক্ষিণাঞ্চলের ভোট হারাবে৷ মনে রাখতে হবে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ বাস করে দক্ষিণাঞ্চলে৷ ফলে কোনো রাজনৈতিক সরকারই এমন ঝুঁকি নিতে পারে না৷

অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন গত জুন মাসেই বলেছিলেন, যে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার পাশাপাশি নিজস্ব অর্থায়নের বিষয়েও ভাবনা-চিন্তা করা উচিত ছিল৷ প্রায় তিন বিলিয়ন ডলারের মধ্যে এক বিলিয়ন স্থানীয় মুদ্রায় দেওয়া যায়, যা সরকারই দিতে পারে৷ তাছাড়া ডলার বন্ডের মধ্যে ৫০০ মিলিয়ন ও বর্ধিত রেমিটেন্স-এর মাধ্যমে আরও ৫০০ মিলিয়ন তোলা সম্ভব৷ বাকি এক বিলিয়ন সাহায্যদাতা সংস্থা বা দেশের কাছ থেকে পাওয়া যেতে পারে৷ এ ভাবে চার বছর মেয়াদি কর্মসূচি দ্রুত হাতে নেওয়া সম্ভব বলে মনে করেন বিনায়ক সেন৷ তাঁর মতে, জুন মাসে দেওয়া এই প্রস্তাব এখনো কার্যকর করা সম্ভব৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ