1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখন অন্য আলাপ নয়, এখন কেবল বিশ্বকাপের প্রস্তুতি- ইওয়াখিম ল্যোভ

১০ ফেব্রুয়ারি ২০১০

২০০৬ সালে ইওয়াখিম ল্যোভ জার্মান ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন৷ এই সময়ের মধ্যে বেশ সাফল্যও এসেছে তাঁর হাত ধরে৷ সেই কোচের সঙ্গে বেশ কিছুদিন যাবত জার্মান ফুটবল এ্যাসোসিয়েশনের চলছিল বচসা৷

জার্মান ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভছবি: picture-alliance/dpa

মূলত আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের পর ইওয়াখিম জাতীয় দলের দায়িত্বে থাকবেন কি থাকবেন না, সেটাই ছিল এই বচসার কারণ৷ জুন মাসে বিশ্বকাপ শুরু হবে, আর এই ফুটবল আসরের মধ্যেই অর্থাৎ জুলাই মাসে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে৷ খটকাটা সেখানেই৷

ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ডিসেম্বরে জানিয়েছিলেন ইওয়াখিম আরও দুই বছর দলের দায়িত্বে থাকবেন বলে তাদের মৌখিকভাবে জানিয়েছেন৷ কিন্তু এই কথা পুরোপুরি উড়িয়ে দিয়ে গত সপ্তাহে ইওয়াখিম জানিয়ে দেন তিনি এ ধরণের কোন কথা বলেন নি৷ এরপরে সভাপতি থেয়ো সোয়ানসিগার জানান, এ বিষয়ে তারা কোচের সঙ্গে কথা বলেছেন কিন্তু বেশ কয়েকটি বিষয়ে এখনো কোন ঐকমত্য হয়নি৷ এরপর আবার খবর বেরোয় যে কোচ ইওয়াখিম দুই বছর দলের দায়িত্বে থাকার জন্য নিজেই লবিং করেছেন৷

ইওয়াখিম বিশ্বকাপের প্রস্তুতির এই চুড়ান্ত সময়ে এ ধরণের কথাবার্তা এবং তাদের আলোচনার বিষয়বস্তু সংবাদমাধ্যমকে জানানো নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷

অবশ্য গতকাল মঙ্গলবার দুই পক্ষের এই টাগ অফ ওয়ারের আপাতত ইতি টানা হয়েছে৷ কোচ ইওয়াখিম এবং এ্যাসোসিয়েশনের সভাপতি একটেবিলে বসে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে৷ কোচ ইওয়াখিম বলেছেন, আমাদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে৷ আমরা এ নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা করেছি৷ এখন আর এ সব কথা নয়৷ এখন আমাদের দলকে শক্তিশালী করার সময়৷

এ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন, চুক্তির বিষয এখন মূখ্য নয়৷ এগুলো নিয়ে আলোচনার অনেক সময় রয়েছে৷ বিশ্বকাপের পরে আমরা এ নিয়ে কথা বলতে পারবো৷ একণ সময় সুন্দর খেলা উপহার দেয়ার প্রস্তুতির৷

আগামী জুনে দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া এই ফুটবল আসরের গ্রুপ ডি তে রয়েছে অন্যতম ফেভারিট জার্মানি৷ তার সঙ্গে পাল্লা দেবে ঘানা, অস্টেলিয়া এবং সার্বিয়া৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ