1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটে নারীরা

আরাফাতুল ইসলাম১ ডিসেম্বর ২০১৫

পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে পৌঁছে গেছেন বাংলাদেশের নারী ক্রিকেট টিম৷ ব্যাটিং-এ সুবিধা করতে না পারলেও শক্তিশালী বোলিং টাইগারদের এই সাফল্য এনে দিয়েছে৷

Bangladesch vs England Cricket Weltmeisterschaft
ছবি: Reuters/D. Gray

পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে পৌঁছে গেছেন বাংলাদেশের নারী ক্রিকেট টিম৷ ব্যাটিং-এ সুবিধা করতে না পারলেও শক্তিশালী বোলিং টাইগারদের এই সাফল্য এনে দিয়েছে৷

ব্যাংককে মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে শুরুতে ব্যাট করে ১০০ রান করেন বাংলাদেশের নারী ক্রিকেটররা৷ জবাবে খেলতে নেমে ৫৯ রানে অলআউট হয় প্রতিপক্ষ৷ ফলে শুরুতে ব্যাটিং ভালো না করলেও সামগ্রিকভাবে জয় ছিনিয়ে আনেন টাইগাররা৷

বাংলাদেশ দলের সাফল্যের পেছেন দুই ক্রিকেটার রুমানা আহমেদ এবং আয়েশা রহমানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে৷ ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন৷ স্কটল্যান্ডের বিপক্ষে নয় রানের বিনিময়ে তিন উইকেট তুলে ‘প্লেয়ার অফ দ্যা ম্যাচ' হন তিনি৷

অন্যদিকে, আয়েশা একজন ওপেনার৷ থাইল্যান্ডের বিপক্ষে ৩২ বলে ৩০ রান করে তাক লাগিয়ে দেন তিনি৷ গত ছয় ম্যাচের মাত্র একটিতে তিনি ২০ রানের কম করে আউট হন৷

বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে জিম্বাবোয়ে৷ সেই ম্যাচে জয় পেলেই বাংলাদেশের সামনে খুলে যাবে সম্ভাবনার আরেকটি দুয়ার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ