1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয়ের পথে মাক্রোঁ

১২ জুন ২০১৭

প্রেসিডেন্ট নির্বাচনের পর ফ্রান্সের সংসদ নির্বাচনের প্রথম পর্বেও বিপুল সাফল্য দেখালেন এমানুয়েল মাক্রোঁ৷ তবে নিজের সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ জাগাতে পারলেও বিরোধীরা ভোটদানে বিরত ছিল৷

মাক্রোঁ
ছবি: picture-alliance/abaca/E. Blondet

ফ্রান্সেরভোটাররা এখনো মাক্রোঁ ম্যাজিকে মন্ত্রমুগ্ধ – এই বাস্তবতা রবিবার সংসদ নির্বাচনের প্রথম পর্বে আবার স্পষ্ট হয়ে গেল৷ আগামী রবিবার দ্বিতীয় পর্বেও এই সমর্থনের জোয়ার অটুট থাকলে প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করতে এমানুয়েল মাক্রোঁর পথে কোনো রাজনৈতিক বাধাই থাকবে না৷ সদ্য আবির্ভূত এক রাজনৈতিক আন্দোলন যে দল হিসেবে এমন সাফল্য পেতে পারে, অনেক পর্যবেক্ষক তা কল্পনাই করতে পারেননি৷

ফ্রান্সের মূল স্রোতের রাজনৈতিক শিবিরগুলি সংসদ নির্বাচনেও জোরালো ধাক্কা খেয়েছে৷ বিশেষ করে সমাজতান্ত্রিক দল সংসদে প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছে৷ রক্ষণশীল দল আপাতত কোনোমতে দ্বিতীয় স্থান আঁকড়ে ধরতে পেরেছে৷ সংসদে মোট ৫৭৭টি আসনের মধ্যে মাক্রোঁর আরইএম বা ‘প্রজাতন্ত্র এগিয়ে চলো' দল ও তার জোটসঙ্গী মো-ডেম সম্ভবত ৪০০ থেকে ৪৪৫টি আসন দখল করতে চলেছে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে৷ সে ক্ষেত্রে প্রেসিডেন্ট সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বলে প্রায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন৷ গত ৬০ বছরে অন্য কোনো প্রেসিডেন্ট এমন বিপুল সমর্থন নিয়ে দেশ শাসন করতে পারেননি৷

তবে রবিবার মাত্র ৪৯ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করায় কিছু প্রশ্ন উঠছে৷ প্রেসিডেন্ট হবার পর মাক্রোঁ তাঁর সমর্থকদের মধ্যে একদিকে প্রবল উৎসাহ জাগাতে পেরেছেন৷ অন্যদিকে তাঁর বিরোধীরা নিরাশ অবস্থায় হাল ছেড়ে দিয়ে ভোট দিতেই যাননি বলে মনে করা হচ্ছে৷ মাক্রোঁপন্থি ও মাক্রোঁ-বিরোধীদের মধ্যে এমন বিভাজন দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে, তা নিয়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন৷

আগামী রবিবার চূড়ান্ত সাফল্য পেলে মাক্রোঁ ফ্রান্সের রাজনীতিতে বেশ কিছু আমূল পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন৷ রাজনৈতিক আঙিনায় দূর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করতে তিনি এক প্রস্তাব আনতে চলেছেন, যার ফলে সংসদ সদস্যরা আত্মীয়স্বজনদের চাকরি দিতে পারবেন না এবং নিজেরা কনসালটেন্সির কাজ করতে পারবেন না৷ উল্লেখ্য, সাম্প্রতিক কালে ফ্রান্সে এমন অনেক কেলেঙ্কারি ঘটেছে৷ এছাড়া বেশ কিছু ক্ষেত্রে সাহসি সংস্কারের কাজেও হাত দিতে চান প্রেসিডেন্ট৷

রবিবার সংসদ নির্বাচনের প্রথম পর্বে বিপুল সাফল্যের পর প্রেসিডেন্ট মাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ