1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এগোচ্ছে ঘূর্ণিঝড়, বাংলাদেশ, পশ্চিমবঙ্গে চূড়ান্ত সতর্কতা

২৬ মে ২০২৪

ধেয়ে আসছে সাইক্লোন 'রেমাল'। রোববার রাতে তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের তটভূমিতে আছড়ে পড়তে পারে।

কলকাতার আকাশে রেমালের প্রভাবে সকাল থেকেই কালো মেঘ। জোরে হাওয়া দিচ্ছে।
রোববার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। মাঝেমদ্যে বৃষ্টি হচ্ছে। ছবি: Goutam Hore/DW

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় এই ঝড় আছড়ে পড়ার কথা। এখন রেমাল ক্রমশ শক্তিসঞ্চয় করছে এবং আট থেকে দশ কিলোমিটার গতিতে এগোচ্ছে।

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে রেমাল রয়েছে। খেপুখেড়া থেকে তার দূরত্ব তিনশ কিলোমিটার।।

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল আজ সকাল ছয়টায় চট্টগ্রাম থেকে চারশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে ছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে

কলকাতায় বিমানবন্দর বন্ধ, ট্রেন বাতিল

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কলকাতা বিমানবন্দর দুপুরের পর বন্ধ রাখা হচ্ছে। ২১ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ থাকতে পারে।

শিয়ালদহ ও হাওড়া থেকে প্রচুর লোকাল ট্রেন বাতিল করে দেয়া হয়েছে। কলকাতা থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। হাওড়া ও কলকাতায় লঞ্চগুলিকে বেঁধে রাখা হচ্ছে। গঙ্গার তীরে সব ফেরিঘাটই বন্ধ করে দেয়া হয়েছে।

কলকাতার অবস্থা

কলকাতায় মেঘ করে আছে। জোরে হাওয়া বইছে। সকালে বৃষ্টি হয়েছে। এখনো মাঝেমধ্যে হালকা বৃষ্টি হচ্ছে।

রোববার এমনিতেই ছুটির দিন। তার উপর রেমালের জন্য সতকর্কতা জারি করা হয়েছে। তাই রাস্তাঘাটে লোকজন কম। গাড়ির সংখ্যাও কম। রাতের দিকে ৯০ কিলোমিটার বেগে ঝড় আসতে পারে পূর্বাভাস রয়েছে।

সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের অঞ্চল মেঘে ডাকা। ছবি: Goutam Hore/DW

বাংলাদেশের অবস্থা

বাংলাদেশের অনেক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আট জেলায় ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজারে এই জলোচ্ছ্বাস দেখা যেতে পারে।  প্রায় সব জায়গায় বৃষ্টি হতে পারে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ