1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘এটা ইসলাম নয়, এটা হারাম’’

২৮ ডিসেম্বর ২০১৪

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর জঙ্গিদের কাছে আটক নারী ও শিশুদের যৌন দাস হিসেবে ব্যবহারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে৷ তবে কেউ কেউ এই খবরের সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন৷

Irak vom IS verschlepptes Mädchen
আইএস এর কাছ থেকে পালিয়ে আসা ১৫ বছরের এক ইয়াজিদি তরুণীছবি: picture-alliance/AP Photo/D. Bennett

৪০ জনেরও বেশি ইয়াজিদি নারী, যারা আইএস-এর কাছ থেকে পালিয়ে আসতে সমর্থ হয়েছে, তাদের সঙ্গে কথা বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ডোনাটেলা রোভেরা জানান, ‘‘বন্দিদের মধ্যে যারা যৌন দাস হিসেবে ব্যবহৃত হচ্ছে তাদের অনেকেরই বয়স ১৪, ১৫ কিংবা তার চেয়েও ছোট৷''

অ্যামনেস্টির এই প্রতিবেদন প্রকাশের পর টুইটার ব্যবহারকারীরা নিন্দা ও বিস্ময় প্রকাশ করেন৷ কেউ কেউ আইএস-এর বিরুদ্ধে লড়ার কথাও বলেন৷

ওয়ালিদ বাবর মনে করেন, সব ধরনের অত্যাচারের ঘটনা সেটা যেই করুক না কেন তার নিন্দা করা উচিত৷

মালিক জাভেদ ইকবালের মন্তব্য, এটা ইসলাম নয়, এটা হারাম৷

শানেওয়াজ লিখেছেন, ‘‘এটি একটি অপরাধ৷ আমাদের এর বিরোধিতা করা উচিত৷ নারীদের নিজের ইচ্ছেমতো জীবনযাপনের অধিকার দেয়া উচিত৷''

আইএস বা আইসিস-এর কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করে আসিফ খান লিখেছেন, মহানবি (সা:) তার সমর্থকদের শান্তির শিক্ষা দিয়েছেন৷

এদিকে, ধর্ষিত হওয়ার ভয়ে আটক কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

তবে এটাকে পশ্চিমের ‘প্রোপাগ্যান্ডা' বলে মনে করছেন সাঈদ মির্জা৷

তানিয়া মুনির এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ ১৯৯২ সালে উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতকে সমর্থনের পক্ষে যুক্তি তুলে ধরতে যে কৌশলের আশ্রয় নেয়া হয়েছিল তা উল্লেখ করে তিনি এই প্রশ্ন তোলেন৷

এদিকে, অ্যামনেস্টিকে উদ্দেশ্য করে মাশাল খান লিখেছেন, ‘‘ইরাকের মসুলে মালিকি সরকারের সময় এক হাজারেরও বেশি বন্দি নারী গর্ভবতী হয়ে পড়লেও তোমরা নীরব ছিলে, আর এখন মিথ্যা বলছো৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ