বাংলাদেশের সমাজব্যবস্থা নারী বিদ্বেষী এবং সেখানে নাকি প্রত্যেকটি নিয়মরীতি নারীর বিপক্ষে যায়৷ এ কথাই লিখেছেন অনন্য আজাদ৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় অবশ্য কেউ কেউ তাঁর পক্ষে, আবার কেউ কেউ বিপক্ষে মন্তব্য বা প্রতিবাদ করেছেন৷
বিজ্ঞাপন
‘‘ক্রতি-বিচ্যুতি অবশ্যই কিছু আছে সমাজে, কিন্তু তাই বলে অনন্য আজাদের ‘বাংলাদেশের সমাজব্যবস্থা ভয়ংকরভাবে নারী বিদ্বেষী' – এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ ঢালাওভাবে এ ধরনের মনগড়া কথাবার্তা কখনো কখনো সাময়িক বিভ্রান্তি ঘটাতে পারে বটে, তবে শেষ বিচারে আসামীর কাঠগড়ায় কিন্তু আপনাদেরই দাড়াতে হবে৷ বানোয়াট, মিথ্যা, যা নয় তাই, তিলকে তাল বানিয়ে ইচ্ছেমত রং-চং মাখিয়ে এ ধরনের খবর পরিবেশন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এটা একটা উসকানিমূলক লেখা৷'' অনন্য আজাদের লেখাটি পড়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য ফেসবুক বন্ধু শিশির অধিকারীর৷
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
২০১৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল নারীদের তালিকা প্রকাশ করেছে মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’৷ চলুন দেখে নেই তালিকায় কে কে আছেন৷
ছবি: picture-alliance/dpa/O. Douliery
আঙ্গেলা ম্যার্কেল
ফোর্বস-এর বিবেচনায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী৷ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld
হিলারি ক্লিন্টন
মার্কিন প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট হিলারি ক্লিন্টনকে তালিকায় দ্বিতীয় অবস্থানে রেখেছে ফোর্বস৷ একসময়কার ফার্স্ট লেডি সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ ২০১৬ সালে ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি৷
ছবি: Reuters/S. Morgan
মেলিন্ডা গেটস
বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস৷ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৩ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দান করেছে ফাউন্ডেশনটি৷
ছবি: picture-alliance/AP Photo/E. Agostini
জেনেট ইয়েলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জেনেট ইয়েলেন৷ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী চেয়ার তিনি৷
ছবি: Reuters/J. Ernst
মেরি বাররা
জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বাররা৷ তাঁর নের্তৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি৷
ছবি: DANIEL ROLAND/AFP/Getty Images
ক্রিস্টিন লাগার্দ
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ৷ সর্বশেষ বৈশ্বিক আর্থিক মন্দার সময় সদস্য রাষ্ট্রগুলোকে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে আইএমএফ৷
ছবি: picture-alliance/AP Photo/R. Abd
ডিলমা রুসেফ
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট তিনি৷ বর্তমানে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন৷ ফোর্বস-এর তালিকায় তাঁর অবস্থান সপ্তম৷
ছবি: Getty Images/AFP/Evaristo Sa
শেরিল স্যান্ডবার্গ
ফেসবুক-এ প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ৷ তাঁর লেখা বই ‘লিন ইন’-এর চলচ্চিত্র সত্ত্ব কিনে নিয়েছে সোনি পিকচার্স৷
ছবি: Getty Images
সুসান ভয়চিস্কি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ভয়চিস্কি৷ প্রতিমাসে গড়ে এক বিলিয়ন মানুষ ইউটিউব ভিজিট করেন৷
ছবি: picture-alliance/dpa/Google Inc.
মিশেল ওবামা
ফোর্বস-এর তালিকায় দশ নম্বরে আছেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা৷ প্রেসিডেন্ট বারাক ওবামা যে চমৎকার এক পারিবারিক জীবন উপভোগ করেন তা এই নারীর কল্যাণে৷ দুই সন্তানের জননী মিশেলকে বিভিন্ন অনলাইন প্রচারণাতেও অংশ নিতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/O. Douliery
10 ছবি1 | 10
‘‘একটা অনুরোধ, আপনি আপনার পরিবারের সমস্ত নারীকে ‘ওপেনলি' ঘুরতে বলেন, খোলামেলা চলতে বলেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই৷ কিন্তু অন্যদের আপনি দয়া করে বাহিরে টেনে আনবেন না৷ ওরা পর্দার ভিতরে আছে৷'' ডয়চে ভেলের ফেসবুকে এই অনুরোধ করেছেন মোশারফ বিন জামির৷
যে কোনো দেশের সমাজ ব্যবস্থার উন্নতি ও নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবেই রাষ্ট্রসহ পরিবারকেও এগিয়ে আসতে হয়৷ আর পাঠক সাইফুল ইসলাম সে'কথাটাই জানিয়েছেন তাঁর মতামতে এভাবে, ‘‘এটা দুঃখজনক, যে দেশে তিন দশক ধরে নারীরা রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সে দেশেই নারীরা বিদ্বেষের শিকার৷ আমি মনে করি, নারীর নিরাপত্তাদানে রাষ্ট্র ব্যর্থ৷ তাই পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকলেরই এগিয়ে আসা উচিত৷''
আমাদের ফেসবুক বন্ধু মো. আবুল হাসান অবশ্য একদম উল্টো কথা বলছেন৷ তিনি লিখেছেন, ‘‘আমার অভিজ্ঞতা বলে ভিন্ন কথা৷ এখানে পুরুষরাই সবচেয়ে নির্যাতিত৷ আমাদের বেঁচে থাকার সব পথ একে একে বন্ধ করে দেয়া হচ্ছে৷ আর কী বলব?'' আবুল হাসানের যে নারীদের ওপর প্রচণ্ড রাগ – সেটা বুঝতে পারলেও তাঁর বক্তব্য পুরোপুরি পরিষ্কার নয়,৷
‘‘বাংলাদেশের সমাজব্যবস্থা ভয়ংকরভাবে নারী বিদ্বেষী'' – অনন্য আজাদের এই বক্তব্য কোনোভাবেই মানতে রাজি নন আমাদের পাঠক মেহেদী খান৷ তাঁর মন্তব্য, ‘‘এটি একটি ভয়ংকর মিথ্যা বৈ আর কিছু নয়৷ তিনি যদি লিখতেন এ দেশের নারীদের এখনো সংগ্রাম করতে হচ্ছে এবং তারা ক্রমশই বৃত্ত ভেঙে বেড়িয়ে আসছেন – সেটা হতো সঠিক৷ তাছাড়া তিনি যে সব কারণ দেখিয়েছেন, তাও একপেশে৷ দেশের বাইরে থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করাটা যে মুক্ত মনের লক্ষণ নয়, এই সাধারণ জ্ঞানটুকু তাদের কবে হবে?''
ডয়চে ভেলের পাঠক আশরাফ হোসেন রাকিব নারী স্বাধীনতা সম্পর্কে নিজের মতামত না জানিয়ে ইসলামে এ নিয়ে কী বলা হয়েছে, সেটাই তুলে ধরেছেন আমাদের ফেসবুক পাতায়৷ রাকিব লিখেছেন, ‘‘আমি আমাদের সমাজব্যবস্থা সম্পর্কে জানি না, তবে আমি জানি ইসলাম ধর্মে নারীকে খুবই সম্মান দেওয়া হয়েছে৷ নারীকে কাজ করা ও রোজগার করার অধিকার দেওয়া হয়েছে এবং বাবা, স্বামী এবং পুত্রের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে৷''
তবে ডয়চে ভেলের পাতায় অনন্য আজাদের লেখাটিকে অসাধারণ পোস্ট বলে মন্তব্য করেছেন একজন পাঠক৷ বলা বাহুল্য তিনি একজন নারী, যাঁর নাম শান্তা রহমান৷
বাঙালি নারীর দশ গুণ
গরবিনি, আবেগী এবং স্বাধীনচেতা – বাঙালি নারীর সঙ্গে এই তিনটি বিশেষণই মানানসই৷ নারীর গুণ সম্পর্কে জানিয়েছেন ডয়চে ভেলের পাঠকরা৷ তাঁদের মতামত এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি বাঙালি নারীর দশগুণ নিয়ে ছবিঘর৷
ছবি: Zaman/AFP/GettyImages
আবেগী, স্বাধীনচেতা
গরবিনি, আবেগী এবং স্বাধীনচেতা – বাঙালি নারীর সঙ্গে এই তিনটি বিশেষণই মানানসই৷ আবেগ যেমন তাঁদের দ্রুত স্পর্শ করে, তেমনি স্বাধীনতার প্রশ্নে কিন্তু তাঁরা সত্যিকার অর্থে অনড়৷ নিজের সত্ত্বা নিয়ে অহংকার তাঁদের আছে বটে, তবে তার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে রয়েছে অসীম ধৈর্য্য৷
ছবি: Zaman/AFP/GettyImages
শাড়িতে সবচেয়ে সুন্দর
বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে শাড়ি৷ সেই শাড়ি বাঙালি নারীর সৌন্দর্য্য ফুটিয়ে তোলে চমৎকারভাবে৷ বিভিন্নভাবে শাড়ি পরতে জানেনও তাঁরা৷ আর ‘উপহার হিসেবে শাড়ি’? – কোন বাঙালি মেয়ে না চায় বলুন?
ছবি: DW/A. Islam
উৎসব প্রেমী
বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ নববর্ষ, ঈদ কিংবা দুর্গা পূজা – সব উৎসবই যেন বাঙালি নারীর জন্য তৈরি৷ প্রতিটি উৎসবের সঙ্গে মানানসই পোশাক পরতে এবং সেই উৎসবের উপযুক্ত রান্নায় পারদর্শী তাঁরা৷ ডয়চে ভেলের পাঠক সুজন খানের কথায়, ‘‘বঙ্গের নারী লাজুক প্রকৃতির, কিন্তু যে কোনো উপলক্ষ্যেই প্রাণ খোলা হাসি উপচে পড়ে তাঁদের৷’’
ছবি: Zaman/AFP/GettyImages
‘নো ডায়েট’
বাঙালি নারী ‘ডায়েট’ করছেন, এমনটা বেশ বিরল৷ তাই খাওয়ার ব্যাপারে তাঁরা বেশ উদার৷ কথায় বলে না, মাছে-ভাতে বাঙালি? অবশ্য মাছ-ভাতের পাশাপাশি ফুসকা কিংবা চটপটি পেলে তো আর কথাই নেই৷ আসলে টক, ঝাল, নোনতা, মিষ্টি, এমনকি তেতোও পছন্দ এই নারীদের৷
ছবি: Debarati Mukherji
রান্নার শখ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই ধরুন৷ দেশ সামলানোর কঠিন দায়িত্ব পালনের মাঝেও রান্না ঘরে যেতে ভোলেন না তিনি৷ গত বছর ছেলের জন্য রান্না করার সময় তোলা তাঁর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল৷ বাঙালি মেয়েরা রাঁধতে যে ভীষণ ভালোবাসেন!
ছবি: Sajeeb Wazed
অল্পতেই সন্তুষ্ট
বাঙালি মেয়েদের মুখে হাসি ফুটিয়ে তোলা কি খুব কঠিন? না৷ সকলেই জানেন যে, কাজটা সহজই৷ একটি লাল গোলাপ পেলে কিংবা প্রিয় রেস্তোরাঁয় নিয়ে গেলেই তাঁরা সন্তুষ্ট৷ ডয়চে ভেলের পাঠক রন্জু খালেদের মতে, বাঙালি নারীর মধ্যে ‘একইসাথে দৃঢ়তা ও নমনীয়তা এবং প্রজাপতির চপলতা’ রয়েছে৷
ছবি: DW/A. Islam
কাজল কালো চোখ
জীবনানন্দ দাসের ‘বনলতা সেন’ কিংবা রবি ঠাকুরের ‘কৃষ্ণকলি’ – বাঙালি নারীর কাজল কালো চোখের প্রশংসা পাবেন অনেক কবির কবিতাতেই৷ সত্যি বলতে কি, বাঙালি নারীর চোখ পুরুষকে টানে সবচেয়ে বেশি৷
ছবি: N.Seelam/AFP/GettyImages
বাকপটু
বাংলাদেশের কিংবা ভারতের মেয়েরা চুপ করে বসে আছেন – এমন দৃশ্য কল্পনা করাও কঠিন৷ তাঁরা কথা বলতে ভালোবাসেন৷ রান্না থেকে রাজনীতি – সব বিষয়েই একটা মতামত আছে তাঁদের৷ ডয়চে ভেলের পাঠক জিএনএস নয়নের কথায়, ‘‘নারী পুরুষের যে কোনো কষ্ট অতি সহজে ভুলিয়ে দিতে পারে৷ এই গুণই আমাকে মুগ্ধ করে, আবার সাথে অবাকও করে৷’’
ছবি: DW/A. Islam
নারীবাদী
বাঙালি মেয়েরা নারীবাদী৷ বিতর্কিত বাঙালি লেখিকা তসলিমা নাসরিন তাঁদের অনেকেরই প্রিয়৷ নাসরিনের ‘আমার মেয়েবেলা’ পড়েনি এমন নারী পাওয়া মুশকিল৷
ছবি: AFP/Getty Images
ভ্রমণপ্রিয়
বাংলাদেশি কিংবা ভারতীয় বাঙালি নারীর গুণ কি আর অল্পতে জানানো যায়, বলুন? কিছু গুণ না হয় অজানাই থাক৷ তবে একটির কথা বলে শেষ করি, বাঙালি মেয়েরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসেন৷ তথ্য সহায়তা: ডয়চে ভেলে ফেসবুক পাতা, ইন্ডিয়াওপাইন্স, স্কুপহুপ