1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এটা খুব ভালো কাজ হলো না: প্রফেসর ইউনূস

১২ ডিসেম্বর ২০১০

কিছু প্রমাণ হওয়ার আগেই গ্রামীণ ব্যাংককে দুর্নীতিগ্রস্ত বলাটা খুব ভালো হলো না বলে মন্তব্য করেছেন প্রফেসর ইউনূস৷ রয়েছে অপহৃত বাংলাদেশি জাহাজ সোমালিয়ায় নোঙ্গরের খবর৷ আর পোশাক শ্রমিকদের হামলা নিয়ে প্রতিবেদন৷

বাংলাদেশের জন্য অনেক খ্যাতি বয়ে এনেছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)ছবি: AP

দেশে ফিরেছেন ইউনূস

‘যাচাই না করেই গ্রামীণ ব্যাংক নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে' - শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ শনিবার দেশে ফিরে এই মন্তব্য করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস৷ গ্রামীণ ব্যাংক এবং তাঁকে নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে ইউনূস গণমাধ্যমকে বলেন, ‘‘গ্রামীণ ব্যাংক যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, অবশ্যই দুর্নীতিগ্রস্ত বলতে হবে৷ কিন্তু প্রমাণ হওয়ার আগেই এটা বলতে থাকা, এটা খুব ভালো কাজ হলো না''৷ এসময় ইউনূস তহবিল স্থানান্তর বিষয়ে গণমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, তার কয়েকটি নমুনাও তুলে ধরেন৷ এভাবে সংবাদ পরিবেশনের ফলে জাতির বড় ক্ষতি হয়েছে বলেও জানান তিনি৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘সংবাদ সম্মেলনে আসছেন ইউনূস'৷ রবিবার দুপুর ১২টায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে৷ সেখানে উপস্থিত থাকবেন প্রফেসর ইউনূস৷ গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক অবসানে এই সংবাদ সম্মেলন করা হচ্ছে৷

বাংলাদেশি জাহাজ সোমালীয় উপকূলে

বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি বর্তমানে সোমালীয় উপকূলে নোঙ্গর করে আছে৷ শুক্রবার দিবাগত রাতে এটি সেখানে পৌঁছায়৷ দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘জাহাজটি সোমালিয়ায়'৷ জাহাজটিতে ২৬ বাংলাদেশি নাবিক রয়েছেন৷ তাই তাদের স্বার্থে জলদস্যুদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি উদ্ধারের চেষ্টা করবে সরকার৷ তবে জলদস্যুরা এখানে আলোচনার কোন প্রস্তাব কাউকে দেয়নি৷

পোশাক শ্রমিকদের হামলা

দৈনিক যুগান্তরসহ কয়েকটি পত্রিকা দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: হামলা ভাংচুর'৷ বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় হামলা চালিয়েছে শ্রমিকরা৷ এই অসন্তোষের কারণে চট্টগ্রাম ইপিজিডের ১১টি কারখানা বন্ধ করা হয়৷

এ আর রহমান

‘বাংলাদেশে গাইবেন এ আর রহমান'৷ কিং খানের ঢাকা সফরের রেশ না কাটতেই, এটি আরেক খবর৷ অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান আসতে পারেন বাংলাদেশে৷ আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের দিকে ঢাকায় কনসার্ট করতে পারেন তিনি৷ দৈনিক কালের কণ্ঠ দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ