ক্ষতিপূরণের বিধান রেখে হরতালের সহিংসতা প্রতিরোধে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার৷ আর সহিংসতার অভিযোগ প্রমাণ হলে রাজনৈতিক দলের নিবন্ধনও বাতিল করা হতে পারে৷
বিজ্ঞাপন
তবে মাহবুব উদ্দিন খোকনের মতে, এটা বিরোধী দলকে দমনের নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না৷
চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ীদের এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, নতুন এই আইন প্রণয়ন হলে ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ই ক্ষতিপূরণ পাবেন সহিংসতা সৃষ্টিকারীদের কাছ থেকে৷ আর যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সহিংসতার প্রমাণ পাওয়া যায়, তাদের নিবন্ধনও বাতিল করা হতে পারে৷ তিনি বলেন, সহিংসতা কখনো রাজনৈতিক অধিকার হতে পারে না৷ তাই হরতালের নামে সহিংসতা সৃষ্টিকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রেখে সহিংসতার বিরুদ্ধে নতুন আইন তৈরির চিন্তা করছে সরকার৷ তিনি অবশ্য এই আইনের বিস্তারিত ব্যাখা দেননি ঐ অনুষ্ঠানে৷
হরতালের আগুনে জ্বলছে বাংলাদেশ
যুদ্ধাপরাধের বিচারের প্রতিবাদে চলতি সপ্তাহে হরতালের সূচনা করে জামায়াত-শিবির৷ এএফপির হিসেবে গত ২১শে জানুয়ারি থেকে ৪ই মার্চের মধ্যে বাংলাদেশে সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ ব্যক্তি৷ হরতালের কিছু ছবি নিয়ে ছবিঘর৷
ছবি: Reuters
বরিশালে অগ্নিসংযোগ
জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিন ৪ই মার্চ বরিশালে মোটর সাইকেলে অগ্নি সংযোগ করছে দলটির সমর্থকরা৷ এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় হরতালের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলায় অংশ নেয় জামায়াত-শিবিরের সমর্থকরা৷ উদ্দেশ্য, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা৷
ছবি: Reuters
সহিংসতায় নিহত কমপক্ষে ৮০
ঢাকায় ৪ মার্চ হরতাল চলাকালে জামায়াতে ইসলামী কর্মী সন্দেহে এক ব্যক্তিকে আটক করছে পুলিশ৷ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিতে গত ২১শে জানুয়ারি থেকে জামায়াত-শিবিরের বিভিন্ন সহিংস কর্মসূচিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ ব্যক্তি৷ নিহতদের মধ্যে জামায়াত-শিবিরের সদস্য ছাড়াও পুলিশ, আওয়ামী লীগ কর্মী, নিরীহ পথচারী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাগরিকও রয়েছেন৷
ছবি: Reuters
ট্রেনে আগুন
ঢাকায় হরতাল চলাকালে ৪ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত একটি ট্রেনে আগুন লাগে৷ ছবিতে আগুন নেভানোর চেষ্টা করছেন জনতা৷ ঢাকা থেকে নোয়াখালিগামী ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে৷ রেলমন্ত্রী মাজিবুল হক ট্রেনে অগ্নিসংযোগের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন৷
ছবি: Reuters
মসজিদ থেকে গ্রেপ্তার
হরতাল চলাকালে ৪ মার্চ ঢাকার একটি মসজিদ থেকে জামায়াত কর্মী সন্দেহে কয়েকজনকে আটকে করে পুলিশ৷ জামায়াতের ভাইস-প্রেসিডেন্ট দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর বাংলাদেশে সহিংসতার তীব্রতা বেড়ে যায়৷ ২৮ ফেব্রুয়ারি এই রায় ঘোষণার পর বিভিন্ন জায়গায় সহিংসতায় ৪ মার্চ অবধি প্রাণ হারিয়েছেন ৬৪ ব্যক্তি৷
ছবি: Reuters
অব্যাহত অগ্নিসংযোগ
হরতালের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে অগ্নিসংযোগ৷ রাস্তায় টায়ার পোড়ানো, গাড়িতে আগুন, ট্রেনে আগুন, মার্কেটে আগুন – চলতি হরতালে সবই দেখেছে বাংলাদেশের মানুষ৷ ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে এখন হরতালের সহিংসতার ভিডিও পৌঁছে যাচ্ছে বিশ্বের সব প্রান্তে৷ ছবিতে দেখা যাচ্ছে, ৩ মার্চ রাস্তায় অগ্নিসংযোগ করছে জামায়াতের সমর্থকরা৷
ছবি: Reuters
‘কপাল পোড়ে’ সাধারণ মানুষের...
জীবিকার তাগিদে রাস্তায় নেমেছিলেন এই অটোরিকশা চালক৷ ২ মার্চ ঢাকায় জামায়াতের কর্মীদের ছোড়া ইটের টুকরায় গুরুতর আহত হন তিনি৷ অটোরিকশাও ভেঙ্গে গেছে৷ রাজনৈতিক সহিংসতায় এভাবেই ‘কপাল পোড়ে’ সাধারণ মানুষের৷
ছবি: Reuters
শরিক জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি’র তাণ্ডব
দুই মার্চ ঢাকায় এভাবেই গাড়িতে অগ্নিসংযোগ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র কর্মীরা৷ সেদিন ঢাকায় মিছিল করেছিল বিএনপি এবং জামায়াতের সমর্থকরা৷ পুলিশ অবশ্য বিরোধীদের কঠোর হাতে মোকাবিলার চেষ্টা করছে৷
ছবি: Reuters
রাবার বুলেট, বুলেট
২ মার্চ ঢাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে বন্দুকে রাবার বুলেট ‘লোড’ করছেন এক পুলিশ কর্মকর্তা৷ তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেদিন সংঘর্ষ চলাকালে সত্যিকারের বুলেটও ব্যবহার করে পুলিশ৷ এছাড়া হরতাল চলাকালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পুলিশ আত্মরক্ষায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে৷
ছবি: Reuters
চোখের সামনে জ্বলছে আগুন
২ মার্চ ঢাকায় বিএনপি সমর্থকরা গাড়িতে অগ্নিসংযোগ করে৷ ছবিতে পুলিশ একটি জ্বলন্ত গাড়ি দেখছে৷ যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশে চলমান সহিংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জামায়াত-শিবিরকে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷
ছবি: Reuters
একদিনে নিহত কমপক্ষে ৩৪
২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসির রায় ঘোষণার দিনে সহিংসতায় বাংলাদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৪ ব্যক্তি৷ এদের মধ্যের ২৩ জন পুলিশ এবং ইসলামপন্থিদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন৷ স্বাধীনতা পরবর্তী সময়ে একদিনে এত সহিংসতা দেখেনি বাংলাদেশ৷
ছবি: AFP/Getty Images
10 ছবি1 | 10
নতুন আইনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এর জন্য নতুন কোনো আইনের প্রয়োজন নাই৷ প্রচলিত আইনেই কোনো সহিংসতায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদের ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়ের বিধান আছে৷ আর শুধু ক্ষতিপূরণই নয়, বিধান আছে শাস্তিরও৷ এর জন্য নতুন আইন প্রণয়নের ভালো কোনো উদ্দেশ্য থাকতে পারে না৷ তাই তাঁর কথায়, ‘‘হরতাল রাজনৈতিক অধিকার৷ এই আইন করে সরকার মূলত কৌশলে হরতাল বন্ধ করতে চায়৷ তারা ইতিমধ্যেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ এখন হরতালের সহিংসতা প্রতিরোধে নতুন আইনের নামে হরতালও বন্ধ করতে চাইছে৷''
তিনি দাবি করেন, বিরোধী দল হরতালে সহিংসতা করে না৷ সরকারি দলই সহিংসতা করে বিরোধী দলের ওপর চাপায়৷ তাই সরকার যেন তার দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷
স্বারাষ্ট্রমন্ত্রী সহিংসতায় জড়িত প্রমাণ পাওয়া গেলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের যে হুঁশিয়ারি দিয়েছেন তার জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, এটা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাজ নয়, নির্বাচন কমিশনের কাজ৷ সে জন্য স্বারাষ্ট্রমন্ত্রীর কথায় প্রমাণ হয় যে, নির্বাচন কমিশন স্বাধীন নয়৷ সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে৷ একটি রাজনৈতিক দল কিভাবে পরিচালিত হবে, তাদের নিন্ধন থাকবে কিনা – তা নির্বাচন কমিশনেরই দেখা উচিত৷
মাহবুব উদ্দিন খোকন বলেন, নতুন আইনের মাধ্যমে মূলত সরকার বিরোধী দলকে দমনের আরেকটি হাতিয়ার তৈরি করতে চায়৷ কিন্তু এভাবে দমন করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না, বলে মনে করেন তিনি৷