1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২১ জুন ২০১২

সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ব়্যাব টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে৷ এই হত্যাকাণ্ড সম্পর্কে লন্ডনে দেয়া বক্তব্যের ব্যখ্যা দিয়েছেন তিনি৷

Bloggers staged a protest in Dhaka, Bangladesh against inaction by police & administartion regarding investigation of of Sagar-Runi murder case. Copyright: DW/Harun Ur Rashid Swapan 11.05.2012, Dhaka
ছবি: DW

এটিএন বাংলার চেয়ারম্যান ব়্যাবকে সাগর-রুনির শিশুপুত্র মেঘের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজসহ আরো কিছু ফুটেজ সরবরাহ করেছেন৷

সাগর-রুনি সাংবাদিক দম্পতির মধ্যে রুনি কাজ করতেন এটিএন বাংলায়৷ আর কয়েক সপ্তাহ আগে এই হত্যাকাণ্ড সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের লন্ডনে দেয়া কিছু বক্তব্য নিয়ে বিতর্ক এবং সমালোচনার ঝড় ওঠে৷ তিনি দেশে ফেরেন গত সপ্তাহে৷ আর সেই কারণেই আজ বৃহস্পতিবার ব়্যাব তাঁকে জিজ্ঞাসাবাদ করে৷ সকালে ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমদের নেতৃত্বে একটি দল এটিএন কার্যালয়ে গিয়ে কয়েক ঘন্টা ধরে মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলেন৷ জিজ্ঞাসাবাদের পর মাহফুজুর রহমান তাঁর নিজের চ্যানেল এটিএন বাংলা ছাড়া অন্য কোন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি৷ তাঁর ধারণ করা বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেয়া হয়৷ তিনি তাতে বলেন, লন্ডনে তিনি যা বলছেন তা বলতে চাননি৷ তাঁকে আপত্তিকর প্রশ্ন করে বলতে বাধ্য করা হয়েছে৷ এজন্য তিনি দু:খিত৷

তিনি জানান, ব়্যাব তাঁকে সাগর-রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক প্রশ্ন করেছে৷ জানতে চেয়েছে অনেক তথ্য৷ তিনি এবং এটিএন-এর কাছে যত তথ্য রয়েছে তা ব়্যাবকে দেয়া হয়েছে৷

তিনি বলেন, ব়্যাবকে যে ভিডিও ফুটেজ দেয়া হয়েছে তাতে হত্যাকাণ্ডের পর সাগর-রুনি'র সন্তান মেঘের প্রথম সাক্ষাৎকারটি রয়েছে৷ যা অন্য কারোর কাছে নেই৷

ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল সাংবাদিকদের জানান, তাঁরা মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ ছাড়াও রুনির কম্পিউটার পরীক্ষা করেছেন৷ দেখেছেন এসানইমেন্ট শিট৷

তাঁর কাছে তদন্তের অগ্রগতির খবর জানতে চাইলে তিনি অগ্রগতির কোন খবর দিতে পারেননি৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের ঢাকার বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে৷ এখনো এই হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা করতে পারেননি তদন্তকারীরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ