1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২১ জুন ২০১২

সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ব়্যাব টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে৷ এই হত্যাকাণ্ড সম্পর্কে লন্ডনে দেয়া বক্তব্যের ব্যখ্যা দিয়েছেন তিনি৷

Bloggers staged a protest in Dhaka, Bangladesh against inaction by police & administartion regarding investigation of of Sagar-Runi murder case. Copyright: DW/Harun Ur Rashid Swapan 11.05.2012, Dhaka
ছবি: DW

এটিএন বাংলার চেয়ারম্যান ব়্যাবকে সাগর-রুনির শিশুপুত্র মেঘের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজসহ আরো কিছু ফুটেজ সরবরাহ করেছেন৷

সাগর-রুনি সাংবাদিক দম্পতির মধ্যে রুনি কাজ করতেন এটিএন বাংলায়৷ আর কয়েক সপ্তাহ আগে এই হত্যাকাণ্ড সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের লন্ডনে দেয়া কিছু বক্তব্য নিয়ে বিতর্ক এবং সমালোচনার ঝড় ওঠে৷ তিনি দেশে ফেরেন গত সপ্তাহে৷ আর সেই কারণেই আজ বৃহস্পতিবার ব়্যাব তাঁকে জিজ্ঞাসাবাদ করে৷ সকালে ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমদের নেতৃত্বে একটি দল এটিএন কার্যালয়ে গিয়ে কয়েক ঘন্টা ধরে মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলেন৷ জিজ্ঞাসাবাদের পর মাহফুজুর রহমান তাঁর নিজের চ্যানেল এটিএন বাংলা ছাড়া অন্য কোন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি৷ তাঁর ধারণ করা বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেয়া হয়৷ তিনি তাতে বলেন, লন্ডনে তিনি যা বলছেন তা বলতে চাননি৷ তাঁকে আপত্তিকর প্রশ্ন করে বলতে বাধ্য করা হয়েছে৷ এজন্য তিনি দু:খিত৷

তিনি জানান, ব়্যাব তাঁকে সাগর-রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক প্রশ্ন করেছে৷ জানতে চেয়েছে অনেক তথ্য৷ তিনি এবং এটিএন-এর কাছে যত তথ্য রয়েছে তা ব়্যাবকে দেয়া হয়েছে৷

তিনি বলেন, ব়্যাবকে যে ভিডিও ফুটেজ দেয়া হয়েছে তাতে হত্যাকাণ্ডের পর সাগর-রুনি'র সন্তান মেঘের প্রথম সাক্ষাৎকারটি রয়েছে৷ যা অন্য কারোর কাছে নেই৷

ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল সাংবাদিকদের জানান, তাঁরা মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ ছাড়াও রুনির কম্পিউটার পরীক্ষা করেছেন৷ দেখেছেন এসানইমেন্ট শিট৷

তাঁর কাছে তদন্তের অগ্রগতির খবর জানতে চাইলে তিনি অগ্রগতির কোন খবর দিতে পারেননি৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের ঢাকার বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে৷ এখনো এই হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা করতে পারেননি তদন্তকারীরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ