1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মে-র বক্তব্য ‘উসকানিমূলক'?

১৩ মার্চ ২০১৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, ইংল্যান্ডে সাবেক রুশ গোয়েন্দার উপর যে হামলা হয়েছে তার পেছনে রাশিয়ার হাত থাকার ‘বড় সম্ভাবনা' রয়েছে৷ এ অভিযোগ প্রত্যাখ্যান করে মে-র বক্তব্যকে ‘উসকানিমূলক' বলে আখ্যায়িত করেছে রাশিয়া৷

England Giftanschlag gegen Sergej Skripa
ছবি: picture-alliance/dpa/PA Wire/A. Matthews

গত ৪ মার্চ সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়েকে সলসবেরি শহরের এক বেঞ্চিতে অচেতন অবস্থায় পাওয়া যায়৷ এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ দু'জনের অবস্থা এখনও সংকটজনক, তবে স্থিতিশীল বলে জানা গেছে৷ তাঁদের শরীরে বিষ প্রবেশ করাতে ‘নোভিচক' নামে একটি ‘নার্ভ এজেন্ট' ব্যবহার করা হয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ উল্লেখ্য, নার্ভ এজেন্ট হচ্ছে এক ধরনের রাসায়নিক উপাদান, যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কাছে বার্তা পাঠানোর কাজ ব্যহত করে৷

৬৬ বছর বয়সি সের্গেই স্ক্রিপাল রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্নেল ছিলেন৷ পরে তাঁর বিরুদ্ধে ব্রিটেনের এম১৬ গোয়েন্দা সংস্থার হয়ে রুশ গোয়েন্দা এজেন্টদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল৷ এরপর ২০১০ সালে লন্ডন ও মস্কোর মধ্যে গোয়েন্দা বিনিময় চুক্তির আওতায় সের্গেই স্ক্রিপাল ব্রিটেনে গিয়েছিলেন৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার সংসদে বলেন, হয় রাশিয়ার সরকার এই হামলার নির্দেশ দিয়েছে, নয়ত রাশিয়ার তৈরি নোভিচক নার্ভ এজেন্টের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নোভিচক কর্মসূচি সম্পর্কে ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিকেল উইপনস' বা ওপিসিডাব্লিউ-র কাছে ব্যাখ্যা দিতে মস্কোকে সময়ও বেঁধে দিয়েছেন তিনি৷ এই সময়ের মধ্যে ‘বিশ্বাসযোগ্য উত্তর' পাওয়া না গেলে ব্রিটিশ সংসদে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে জানান টেরেসা মে৷ ‘‘আমাদের মাটিতে নিরীহ মানুষকে হত্যা চেষ্টার মতো এমন নির্লজ্জ হামলা আমরা সহ্য করবো না৷ রাশিয়ার সঙ্গে সাধারণ সম্পর্ক রাখার প্রশ্ন উঠতে পারে না,'' বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷

মে-র এমন বক্তব্যকে ‘উসকানিমূলক' বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা৷ ‘‘এটি ব্রিটিশ সংসদে একটি সার্কাস শো,'' বলেন তিনি৷

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ গণমাধ্যম ও রাজনীতিকরা এই হামলার বিষয়টিকে ব্যবহার করে ফুটবল বিশ্বকাপের আগে রাশিয়ার সুনাম ক্ষুণ্ণ করতে চাইছে৷ একটি সৎ প্রতিযোগিতার মাধ্যমে রাশিয়ার ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার বিষয়টি ব্রিটেন ভুলতে পারছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার বলেন, এই হামলার জন্য রাশিয়া দায়ী নয়৷

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র ব্রিটেনের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে৷ তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েলের সঙ্গে কথা বলেছেন৷ গাব্রিয়েল বলেছেন, ঘটনার সঙ্গে যদি রাশিয়ার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে সেটি একটি মারাত্মক ঘটনা হবে৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ মাক্রোঁ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন বলে মে’র কার্যালয় থেকে জানানো হয়েছে৷

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারসমানস ব্রিটিশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন৷

সদ্য ক্ষমতাচ্যুত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের তদন্ত ও হামলার পেছনে রাশিয়ার যুক্ত থাকার যে অভিযোগ আনা হয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন৷ 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি মঙ্গলবার দিনের শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে কথা বলবেন৷ ‘‘আমার মনে হয় এটা রাশিয়া হবে৷ প্রকৃত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাশিয়া কিংবা অন্য কাউকে দায়ী করব,’’ সাবেক রুশ গোয়েন্দার উপর হামলা সম্পর্কে বলেন ট্রাম্প৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ