1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

এডিবি-বিশ্বব্যাংকের কাছে ৩ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার

১১ সেপ্টেম্বর ২০২৪

জ্বালানি ও বিদ্যুৎ খাত সংস্কার ও ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আসার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক থেকে তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা পেতে পারে বাংলাদেশ৷

এশীয় উন্নয়ন ব্যাংক
গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়ে এডিবিকে চিঠি দিয়েছেছবি: Imago Images

গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়ে এডিবিকে চিঠি দিয়েছে৷ এছাড়া উন্নয়নশীল দেশের তালিকায় আসার জন্য আরও এক বিলিয়ন ডলার ঋণের বিষয়ে গত ৩ সেপ্টেম্বর থেকে সরকারের সঙ্গে এডিবি আলোচনা করছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷

এর মধ্যে ৪০ কোটি ডলার দেবে এডিবি৷ আশা করা হচ্ছে, বাকি ৬০ কোটি ডলার আসবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে৷ গত রোববার বাজেট সহায়তা হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংস্কারের জন্য বিশ্বব্যাংকের কাছে আরও এক বিলিয়ন ডলার চেয়েছে অর্থ মন্ত্রণালয়৷

গত বছরের জানুয়ারিতে বাংলাদেশকে দেওয়া চার দশমিক সাত বিলিয়ন ডলারের বাইরে আরও তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় আসছে৷

সব মিলিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গত মাসে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আরও ছয় বিলিয়ন ডলার চেয়েছে৷ অন্তর্বর্তী সরকার রিজার্ভকে শক্তিশালী করতে চায়৷ গত দুই বছরেরও বেশি সময় ধরে রিজার্ভ ক্রমাগত কমছে৷ মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা ও অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে চায় সরকার৷ এ বিষয়গুলো গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়েছে৷

ঋণখেলাপি যে দলেরই হোক না কেন, আমরা ছাড়বো না: গভর্নর

26:34

This browser does not support the video element.

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে জানান, এডিবিকে পাঠানো চিঠিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কারের জন্য বাজেট সহায়তা চাওয়া হয়েছে৷ চিঠিতে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে আছে খাতভিত্তিক প্রশাসনের উন্নতি, অনুকূল নীতিমালা, নিয়ন্ত্রক কাঠামোর বিকাশ, আর্থিক কার্যকারিতা, খাতগুলোর উন্নয়ন, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট ও পরিবেশবান্ধব জ্বালানি নিয়ে পরিকল্পনা করা৷

চিঠিতে আরও বলা হয়, জ্বালানি ও বিদ্যুৎ আমদানিতে সরকারের খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে৷ এছাড়া দেশীয় প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় আরও জ্বালানি আমদানি করতে হবে৷ এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার বিদ্যমান বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি ও ক্রয় প্রক্রিয়া পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে৷

অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, তারা এডিবির কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য ৫০ কোটি ডলারের দুটি কিস্তিতে এক বিলিয়ন ডলার চেয়েছেন৷ কর্মকর্তারা আরও জানিয়েছেন, উন্নয়নশীল দেশের তালিকায় আসার পর বাংলাদেশ রেয়াতি ঋণ ও শুল্ক সুবিধাসহ বেশকিছু সুবিধা হারাবে৷

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, ‘‘আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে সহায়তা পাওয়ার ব্যাপারে আশাবাদী৷'' আইএমএফ মিশন ঢাকায় এলে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার ঋণের প্রাথমিক আলোচনা শুরু হবে৷ এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ভার্চুয়াল সভায় এ ঋণ চেয়েছেন৷

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আইএমএফের সঙ্গে আলাদা বৈঠক করে অতিরিক্ত ঋণ সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন৷ আইএমএফ কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছেন, সংস্থাটি বাংলাদেশকে কী পরিমাণ ঋণ দিতে পারে তারা তা মূল্যায়ন করছেন৷ চলমান চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ এ পর্যন্ত দুই দশমিক তিন বিলিয়ন ডলার দিয়েছে৷

তবে আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার ফাঁকে ঋণ ব্যবস্থা নিয়ে বৈঠক হতে পারে৷ বৈঠকে অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার সম্ভাবনা আছে৷

গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আহসান এইচ মনসুর অগ্রাধিকারের তালিকা তৈরি করেছেন৷ এর মধ্যে একটি হলো রিজার্ভের পরিমাণ বাড়ানো৷ রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর পাশাপাশি আইএমএফসহ ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে বাজেট সহায়তা চাচ্ছে সরকার৷

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, ‘‘জ্বালানি খাতে সরকারের দুই বিলিয়ন ডলারের বেশি ঋণ আছে৷ এছাড়া বিদ্যুৎ ও এলএনজিসহ অন্যান্য চাহিদা মেটাতে দেশে প্রতি মাসে প্রায় এক বিলিয়ন ডলারের প্রয়োজন হয়৷''

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ