দু'সপ্তাহ পর ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন৷ নির্বাচনকে সামনে রেখে বরাবরের মতো এবারও একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ৷ আবেগময় এ ভিডিওটি নাড়া দিয়েছে সবাইকে৷
বিজ্ঞাপন
নির্বাচনে ভোটপ্রদানে সচেতনতা বৃদ্ধি করতেই মূলত ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃপক্ষ প্রকাশ করেছে ভিডিওটি৷ ‘তোমার ভবিষ্যৎ তুমিই নির্ধারণ কর’-এই শিরোনামের ভিডিওটিতে শিশুদেরকে ইউরোপের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে৷ প্রায় তিন মিনিটের এ ভিডিওটিকে দুইভাগে ভাগ করা হয়েছে৷ প্রথম অংশে দেখানো হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের কষ্ট৷ এ অংশটির বর্ণনা দিতে গিয়ে পরিচালক ফ্রেড্রিক প্লাঞ্চন বলেন, ‘‘সম্প্রতি ঘরে-বাইরে অনেক সমালোচনার মুখে পড়ছে ইউরোপ৷ এ কারণে একটি নিখাদ বিষয় ও বাস্তবতাকে ফুঁটিয়ে তোলাই ছিল আমার লক্ষ্য৷’’ হয়তে সমালোচনার কারণে সৃষ্ট যাতনাকে বোঝাতে চেয়েছেন তিনি৷
ভিডিওটির দ্বিতীয় অংশে দেখানো হয়েছে, সন্তান জন্মদানের পর বাবা-মায়ের নির্মোহ ও নির্মল আবেগ৷ নির্মাতা বলেন, ‘‘একটি সংঘবদ্ধ জীবন যাপনই নির্মল আনন্দ দিতে পারে আমাদের৷ আর তাই সদ্যোজাতকে কিভাবে সবাই অভ্যর্থনা জানাচ্ছে সেটি দেখানোরই চেষ্টা করেছি৷’’
ভিডিওটির মাধ্যমে মূলত কিভাবে শত প্রতিকূলতা অতিক্রম করে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মান করা যায় তা-ই বোঝানোর চেষ্টা করা হয়েছে৷
ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে ভিডিওটি৷ প্রকাশের দুই সপ্তাহের মধ্যেই ভিডিওটি শুধু ইউটিউবেই দেখা হয়েছে প্রায় ৩৪ মিলিয়ন বা ৩ কোটি ৪০ লক্ষবার৷
আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চলবে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন৷ সে পর্যন্ত ভিডিওটি বিভিন্ন মাধ্যমে চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
আরআর/এসিবি (ইউআরএসিটিআইভি)
ইউরোপীয় নির্বাচনে লড়ছেন যাঁরা
আগামী ২৩-২৬ তারিখ নেতৃত্ব নির্বাচনে ভোট দিবেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা৷ ব্রেক্সিট আর জাতীয়তাবাদী রাজনীতির ঢেউয়ে এবারের নির্বাচনটি আলাদা গুরুত্ব পাচ্ছে৷ কে জয়ী হচ্ছেন তার উপর ইইউ-র সামনের দিনের অনেক নীতিও নির্ভর করবে৷
ছবি: picture-alliance/dpa/D. Kalker
মানফ্রেড ভেবার
ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম দল ইউরোপিয়ান পিপলস পার্টি-ইপিপির প্রার্থী মানফ্রেড ভেবার৷ জার্মান এই রাজনৈতিক নেতার প্রতি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সমর্থন রয়েছে৷ নির্বাচনি প্রতিদ্বন্দ্বীতায় সামনের সারিতে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি স্বল্প পরিচিত৷ তাঁর ভাষা দক্ষতাও তেমন একটা ভালো নয়৷
ছবি: Reuters/V. Kessler
ফ্রান্স টিমারমান্স
ইউরোপীয় কমিশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারমান্স৷ তিনি লড়বেন প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস-এর হয়ে৷ ভেবারের প্রধান এই প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় জোটকে আরো সুদৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের কাছে৷ কারণ, এমন এক সময়ে এই নির্বাচন হচ্ছে, যখন ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেন ইইউ থেকে বেরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর জাতীয়তাবাদী আন্দোলনের নতুন ঢেউও উঠেছে৷
ছবি: Reuters/F.Lenoir
ইয়ান যারাডিল
ইইউ সংসদের তৃতীয় বৃহৎ দল ইরোপিয়ান কনজারভেটিভস অ্যান্ড রিফর্মিস্টের প্রার্থী ইয়ান যারাডিল৷ এই চেক রাজনীতিবিদ ‘ফরেস্ট গাম্প’ হিসেবেও পরিচিত অনেকের কাছে৷ ইউরোপীয় পার্লামেন্টের একটি অধিবেশনে অংশ নিতে তিনি প্রাগ থেকে স্ট্রাসবুর্গ পর্যন্ত সাইকেল চালিয়ে এসেছিলেন৷ অনুদান সংগ্রহের অংশ হিসেবে চেক রিপাবলিকানে ১৩০০ কিলোমিটার দৌড়ে বেড়িয়েছেন৷
ছবি: imago/Belga
মার্গেরোটে ভেস্তাগার
৫১ বছর বয়সি মার্গেরোটে ভেস্তাগার অ্যালায়েন্স অফ লিবারেলস অ্যান্ড ডেমোক্র্যাটস ফর ইউরোপ গ্রুপের সাত প্রধান প্রতিদ্বন্দ্বীর একজন৷ এই ডেনিশ নেত্রী বর্তমানে ইউরোপীয় প্রতিযোগিতা বিষয়ক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন৷ অ্যাপল, অ্যামাজন আর গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের মুখোমুখি হয়েছেন৷
ছবি: Reuters/Y. Herman
বাস আইকাউট
ইউরোপীয় পার্লামেন্টের সপ্তম বৃহৎ দল গ্রিনস-ইউরোপিয়ান ফ্রি অ্যালায়েন্স৷ ডাচ রাজনীতিবিদ বাস আইকাউট প্রেসিডেন্ট হতে লড়ছেন এই ‘সবুজ’ দলের হয়ে৷ ইউরোপে ‘সবুজ’ পরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়, তা নিশ্চিত করতেই তিনি এই দৌড়ে যোগ দিয়েছেন বলে জানান৷ পাম অয়েলের ব্যবহার ২০২৩ সালের মধ্যে সীমিত আকারে নেয়া আর ২০৩০ সালের মধ্যে শুন্যে নামিয়ে আনার প্রচার চালাচ্ছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/W. von Dewitz
ভিওলেটা টমিচ
ছবির বাম দিকের নারী স্লোভেনিয়ার নেত্রী ভিওলেটা টমিচ৷ মূলত টিভি উপস্থাপক ও অভিনেতা হিসেবেই তিনি বেশি পরিচিত৷ ২০১৪ সালে পা রাখেন রাজনীতির অঙ্গনে৷ ইউরোপে সমকামী ও নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি সবসময় সরব৷