1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব!

৩০ মার্চ ২০১৭

দেখলে মনে হবে, কেউ একজন নিখুঁত নৈপুণ্যে রুটি বানাচ্ছেন৷ আর মুহূর্তেই সেগুলো তৈরি হয়ে যাচ্ছে৷ তবে ব্যাপারটা একটু ভিন্ন৷

Screenshot Facebook (Facebook/Over the Edge of the Wild)
ছবি: Youtube/Over the Edge of the Wild

রাইস পেপার ঠিক আমাদের অঞ্চলের খাবার নয়৷ সাধারণ রুটির মতো দেখতে হলেও রাইস পেপার অনেক পাতলা, যদিও তৈরি হয় চাল দিয়ে৷

ইউটিউবে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে থাইল্যান্ডের এক নারীকে৷ তিনি হাত দিয়ে একের পর এক রাইস পেপার তৈরি করে যাচ্ছেন৷ উত্তপ্ত কড়াইয়ে হাত দিয়ে একের পর এক এঁকে দিচ্ছেন রুটির মতো দেখতে রাইস পেপার৷ মুহূর্তেই তৈরি হয়ে যাচ্ছে সেগুলো আর পৌঁছে যাচ্ছে পাশে থাকা আরেক ব্যক্তির কাছে৷ তিনি আবার সেগুলো পরম যত্নে একটির উপর আরেকটি রেখে দিচ্ছেন৷

রাইস পেপারকে তুলনা করা যেতে পারে আমাদের অঞ্চলের ডোসার সঙ্গে৷ তৈরির ধরণ এবং উপাদান অনেকটা একই রকম৷ কেউ যদি সেটি বানাতে খুবই উৎসাহী হন, তাহলে দেখতে পারেন এই ভিডিওটি

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ