1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মহুয়া

৩ নভেম্বর ২০২৩

এথিক্স কমিটিতে তাকে অপমানজনক প্রশ্ন করা হয়েছে। এই অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্র
মহুয়া মৈত্রছবি: Prabhakar Mani Tewari/DW

তাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে। কোন হোটেলে রাত কাটিয়েছেন, কার সঙ্গে ফোনে কতক্ষণ কথা বলেছেন-- এই ধরনের প্রশ্ন করা হয়েছে এথিক্স কমিটির বৈঠকে। এথিক্স কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন সাংসদ মহুয়া মৈত্র। পার্লামেন্টে টাকা নিয়ে প্রশ্ন করা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার সংসদের এথিক্স কমিটির সামনে বসেছিলেন মহুয়া।

রাতে গোটা ঘটনার বিবরণ দিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লেখেন মহুয়া। সে চিঠিও প্রকাশ্যে এসেছে। তাতে তিনি লিখেছেন, 'এথিক্স কমিটির বৈঠকে মৌখিকভাবে আমার বস্ত্রহরণ হয়েছে।' একজন নারী সাংসদ হিসেবে স্পিকারের কাছে সুরক্ষা চেয়েছেন তিনি। বস্তুত, এথিক্স কমিটির চেয়ারম্যান এবং বিজেপি সাংসদ বিনোদ সোনকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মহুয়া। তবে বিনোদের নাম উল্লেখ করেননি।

মহুয়া জানিয়েছেন, বৈঠকের সময় তিনি কেন গালে হাত দিয়ে বসেছেন, তা নিয়েও তাকে প্রশ্ন করা হয়। কোন হোটেলে তিনি থেকেছেন, কোন পুরুষের সঙ্গে কতক্ষণ ফোনে কথা বলেছেন, এধরনের ব্যক্তিগত প্রশ্ন তাকে করা হয়েছে। তার বক্তব্য, কমিটির বাকি পাঁচ সদস্যও এই ধরনের প্রশ্ন পছন্দ করেননি। তারা এর বিরোধিতা করেছেন। কিন্তু চেয়ারম্যান একের পর এক এমন প্রশ্ন করে গেছেন।

বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলিও মহুয়াকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, ''এ কেমন বৈঠক? ওরা নোংরা প্রশ্ন করেছেন।'' বস্তুত, বিরোধী শিবিরের পাঁচ সাংসদই চেয়ারম্যানের নিন্দা করেছেন।

এবিষয়ে চেয়ারম্য়ান তথা বিজেপি সাংসদ সোনকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ''মহুয়াকে তার কথা বলতে দেওয়া হয়েছে। আমরা ধৈর্য ধরে শুনেছি। কিন্তু পাল্টা প্রশ্ন আমাদের করতেই হতো। সে প্রশ্ন ওনার পছন্দ না হলে আমাদের কিছু করার নেই।''

এরপর আবার মহুয়ার সঙ্গে এথিক্স কমিটি বসবে কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এথিক্স কমিটি এদিনের রিপোর্টই স্পিকারের হাতে তুলে দিতে পারে। তার ভিত্তিতে স্পিকার পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন।

এসজি/জিএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ