1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এথেন্সের আদালতে ও আর্জেন্টিনার গ্রিক দূতাবাসে বোমা হামলা

৩০ ডিসেম্বর ২০১০

গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে৷ এতে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও, অন্তত ৮টি গাড়ি উড়ে যায়৷ ক্ষতি হয়েছে একটি আদালতের৷

আদালত ভবনের বাইরে পার্কিং এলাকায় বিস্ফোরণছবি: picture alliance/dpa

ওদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস'এ অবস্থিত গ্রিক দূতাবাসে এক বিস্ফোরণ ঘটার খবর পাওয়া গেছে৷

এথেন্সে যে ভাবে ঘটলো বিস্ফোরণ

রাজধানী এথেন্সের পার্কিং এলাকায় বহস্পতিবার সকালে এই বিস্ফোরণ ঘটে৷ হামলার আগে স্থানীয় একটি টেলিভিশন কেন্দ্রে ফোন করে সতর্ক করে দেওয়ার পরে পুলিশ এলাকাটি খালি করে ফেলে৷ বিস্ফোরণে আদালত ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ জানালার কাঁচ ভেঙে পড়েছে৷ গত এক বছরের মধ্যে গ্রিসে এটিই সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, অজ্ঞাত এক ব্যক্তি স্থানীয় টেলভিশন কেন্দ্রে ফোন করে বলেন, আদালত ভবনের বাইরে পার্ক করা একটি মোটর সাইকেলে বিস্ফোরক লুকানো আছে এবং এটি ৪০ মিনিটের মধ্যে বিস্ফোরিত হতে যাচ্ছে৷ বিস্ফোরণের ধাক্কায় আদালত ভবনের চারপাশসহ প্রায় ৫০ মিটার দূরের ঘর বাড়িও কেঁপে উঠে৷

ক্ষতি হয় আদালত ভবনের সম্মুখভাগেরওছবি: picture alliance / dpa

ইউরোপের বিভিন্ন দেশে বোমা হামলা বা হামলার চেষ্টা চালানো হচ্ছে৷ সম্প্রতি রোমের দুতাবাসে বেশ কিছু পার্সেল বোমা পাঠানো হয়েছে৷

এই বিস্ফোরণের সঙ্গে কী রোমের বিস্ফোরণের কোন সম্পর্ক রয়েছে?

রোমের গ্রিক দূতাবাসে গত সোমবারে বোমা হামলা চালানো হয়েছে৷ ধারণা করা হচ্ছে যে, গ্রিসে জঙ্গি নৈরাজ্যবাদীদের বিচারের আগে আদালত ভবন লক্ষ্য করে বৃহস্পতিবার বোমা হামলা চালানো হয়েছে৷ তবে ১৭ জানুয়ারি জঙ্গিদের বিচার এথেন্সের ঐ আদালতে অনুষ্ঠিত হবে না৷ আর বৃহস্পতিবার আর্জেন্টিনার গ্রিক দূতাবাসে ছুঁড়ে মারা হয়েছে একটি আগুনে বোমা৷ তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি৷

হামলায় ভস্মিভুত গাড়িছবি: picture alliance/dpa

আর্জেন্টিনার গ্রিক দূতাবাসে হামলা

বৃহস্পতিবার ভোরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস'এ গ্রিক দুতাবাসে হামলা হয়েছে৷ এথেন্সে হামলা চালানোর ঠিক ৯০ মিনিট আগে ঐ হামলা চালানো হয়৷ এক বিবৃতিতে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসে হামলায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও, জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিবৃতিতে আরো বলা হয়, ‘‘প্রথামিকভাবে জানা গেছে ঐ বিস্ফোরণের কারণ আগুনে বোমা৷ তবে দূতাবাসের কর্মীরা ঐ সময়ে ভবনে ছিলেন না৷'' কোন বোমা হামলার দায়িত্বই এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদান:আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ