1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এথেন্সে পুরাতন ও নবীনের আকর্ষণ

৪ জুলাই ২০১৮

গ্রিসের রাজধানী এথেন্সের কোণায় কোণায় কয়েক হাজার বছরের ইতিহাসের ছাপ রয়েছে৷ একজন ঐতিহাসিক পর্যটকদের গাইড হিসেবে সেই সব আকর্ষণ ঘুরিয়ে দেখান৷ পুরাতন ও নতুনের সমন্বয়ে তিনি এক সার্বিক চিত্র তুলে ধরেন৷

Griechenland Athen Akropolis
ছবি: Reuters/Y. Behrakis

এথেন্স শহরের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান অ্যাক্রোপোলিস৷ গ্রিসের রাজধানীতে প্রাচীন যুগের আরও অনেক চিহ্ন রয়েছে৷ যেমন ‘স্টোয়া অফ আটালোস'৷ প্রাচীন যুগে শহরের ময়দানের অংশ ছিল এটি৷

পর্যটকদের গাইড জর্জ ককস শহরের সেরা জায়গাগুলি চেনেন৷ যেমন শোকোলা রয়াল রেস্তোরাঁর বারান্দায় বসে প্রাতরাশের মজা৷ জর্জ বলেন, ‘‘এই দৃশ্য কখনো একঘেয়ে হতে পারে না৷ পছন্দের জায়গাগুলি পর্যটকদের দেখিয়ে খুব আনন্দ পাই, যাতে অ্যাক্রোপোলিস সম্পর্কে আমার অনুভূতি তাদের কাছে পৌঁছতে পারি৷''

এথেন্স শহর ঘুরিয়ে দেখানোর সময় ঐতিহাসিক হিসেবে তিনি প্রাচীন ও নবীনের সমন্বয়ে শহরের এক সার্বিক রূপ তুলে ধরার চেষ্টা করেন৷

এথেন্স শহরের অন্যতম প্রাচীন অংশের নাম প্লাকা৷ সেখানকার আঁকাবাঁকা সরু গলির মধ্যে আবিষ্কারের মজাই আলাদা৷ সেখানে শিল্পকলার উদার পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত লিসিক্রেটিসের সৌধও রয়েছে৷ জর্জ বলেন, ‘‘এই সৌধ এথেন্স শহরের এক বিশাল ধনী ব্যক্তিকে উৎসর্গ করে তৈরি হয়েছিল৷ ২,০০০ বছর আগে এথেন্সে এমন এক কর ব্যবস্থা চালু হয়েছিল, যার আওতায় তাঁর মতো ধনীদের কর দিতে হতো৷ মধ্য ও নিম্নবিত্তদের করের আওতার বাইরে রাখা হয়েছিল৷''

ট্যুরে পরবর্তী গন্তব্য প্রাচীন আড্রিয়ান তোরণ৷ রোমান ও গ্রিক স্থাপত্যশৈলির সংমিশ্রণের অপূর্ব নিদর্শন৷ জর্জ ককস বলেন, ‘‘এখানে আমরা অপূর্ব সুন্দর বিজয় তোরণ দেখতে পাচ্ছি৷ পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি৷ রাজা শহরটিকে এত ভালবাসতেন বলে এই তোরণ তাঁকে উৎসর্গ করা হয়েছে৷''

ছোট একটি টুরিস্ট ট্রেনে করেও শহরের বেশিরভাগ দর্শনীয় স্থানে পৌঁছানো যায়৷ বৈচিত্রে ভরপুর গ্রিসের রাজধানী শহরের মধ্যে যেন জাদুর ছোঁয়া রয়েছে৷

টেওডোরা মাভ্রোপুলস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ