আসামে নাগরিকপঞ্জির পর সব রাজ্যে এনআরসি করা হবে বলে জানিয়েছে সরকার৷ পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন৷ এই দুইয়েই কার্যত জ্বলছে দেশ৷ উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৭জনের৷ এখন আদমশুমারির আগে এনপিআর আপডেটে সবুজ সঙ্কেত দিলো সরকার৷
বিজ্ঞাপন
Main Story- ভারত সরকারের কর্মকাণ্ডে বিতর্ক পিছু ছাড়ছে না৷ জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশে যখন ধুন্ধুমার, তখন নতুন করে জাতীয় জনসংখ্যা পঞ্জি বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে ছাড়পত্র দিল সরকার৷ যা ২০২১-এর নির্ধারিত জনগণনার প্রাথমিক ধাপ৷ এজন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ যা নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে৷ সাম্প্রতিক বিক্ষোভ, আন্দোলনের জেরে আগেই এনপিআর তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ, কেরলের রাজ্য সরকার৷ অনেকের আশঙ্কা, এনপিআর করে এনআরসি-র পথ সুগম করা হচ্ছে নাতো!
যদিও এনপিআর কোনও নতুন বিষয় নয়৷ জাতীয় জনসংখ্যা পঞ্জি হল দেশে বসবাসকারীদের সম্পূর্ণ তালিকা৷ যা দেশের হাতে থাকেই৷ আপডেট করতে হয়৷ নিয়ম অনুযায়ী, জনগণনা কমিশনের অধীনে দেশে ১০ বছর অন্তর আদমশুমারি বা জনগণনা হয়৷ এই কাজে কমিশন নিযুক্ত প্রতিনিধিরা প্রত্যেক বাড়িতে গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করেন৷ এজন্য কোনও নথিপত্রের প্রয়োজন হয় না৷ নাগরিকদের মৌখিক তথ্যের ভিত্তিতেই জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেট হয়৷ জনগণনার আগে জাতীয় জনসংখ্যাপঞ্জি আপডেটের লক্ষ্যে তথ্য সংগ্রহ করাই রীতি৷ অতীতেও ২০১১ সালের জনগণনার আগে ২০১০ সালে এনপিআরের তথ্য সংগ্রহ করা হয়েছিল৷ আগামী ২০২১ সালে আবার জনগণনা হবে৷ যথারীতি তার আগে ২০২০ সালে এনপিআর তৈরি হবে৷ আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্য অসম ছাড়া গোটা দেশের সবকটি রাজ্যে এনপিআর হবে৷ এতে ১৪টি আবশ্যিক প্রশ্ন জানতে চাওয়া হবে৷ পিতামাতার জন্মস্থান জানতে চাওয়া হবে৷ কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট জায়গায় ছ'মাস ধরে বসবাস করলে বা কোনো এলাকায় পরবর্তী ছ'মাস ধরে বসবাসের পরিকল্পনার কথা জানালে, তাঁকে সেই অঞ্চলের বাসিন্দা হিসেবে ধরে নেওয়া হবে৷
প্রদীপ ভট্টাচার্য
২০১২ সালের জনগণনার জন্য মোট ৮,৭৫৪.২৩কোটি টাকা ব্যয় ধার্য করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ তার আগে এনপিআর আপডেট করতে বরাদ্দ হয়েছে ৩,৯৪১.৩৫ কোটি টাকা৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার আবহে নতুন করে অশান্তি ডেকে আনতে পারে এনপিআর৷ তাঁরা প্রশ্ন তুলছেন, দেশের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে বিপুল অর্থ বরাদ্দের ঝুঁকি সত্যিই কতটা জরুরি ছিল?
মোদী সরকার এনপিআর এবং এনআরসি-কে মিলিয়ে দিতে চাইছে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য নিজেই৷ ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এনপিআর নতুন কিছু নয়৷ সাধারণ বিষয়৷ এখন দেখার, কী পদ্ধতিতে এনপিআর করা হবে৷ নাগরিকপঞ্জির প্রথম ধাপ হিসেবে এনপিআর-কে কাজে লাগানো হবে কিনা৷ এই সরকারের মাথায় যাঁরা রয়েছেন, তাঁরা জানেন না ঠিক কী চাইছেন৷ আসলে দেশে মাথামোটা সরকার চলছে৷''
এমনিতেই দেশজুড়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, এনআরসি করার আগে এনপিআর করে জনগণের তথ্য সংগ্রহ করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ এবারই প্রথম এনপিআরে বায়োমেট্রিক তথ্য নেবে সরকার৷ যা নিয়ে প্রশ্ন তুলেছিল নানা মহল৷ তবে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর স্পষ্ট করেছেন, এনপিআরে বায়োমেট্রিক নেওয়া হবে না৷ কোনো নথি বা পরিচয়পত্র দেখতে চাওয়াও হবে না৷ বিরোধী দলগুলির দাবি, জনগণের মনে সংশয় তৈরি হয়েছে৷ এনপিআর ও এনআরসির সম্পর্ক স্পষ্ট করা হোক৷
২০১৯: বিক্ষোভের বছর
জাতিগত বৈষম্য, গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি এবং জলবায়ু পরিবর্তন রোধের দাবি নিয়ে এবছর সারা বিশ্বের লাখো মানুষ বিক্ষোভ করেছেন৷ ভারত থেকে হংকং বা ইরাক থেকে সুদান, দাবি আদায়ে পুরো সাল জুড়েই রাস্তায় গণআন্দোলন চলেছে৷
ছবি: picture-alliance/Pacific Press/S. Sen
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ
বছরের শেষ দিকে এসে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পুরো ভারতে বিক্ষোভের আগুন জ্বলছে৷ ধর্মীয় বৈষম্যপূর্ণ ওই আইনের বিরুদ্ধে সব ধর্মের লোকজন একত্রিত হয়ে আন্দোলন করছেন, এক সপ্তাতেই ঝরেছে অন্তত ২৩ প্রাণ৷
ছবি: Reuters/D. Sissiqui
বিশ্ববিদ্যালয়ে হামলা
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজধানী দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলে পুলিশ পাল্টা আঘাত করে; ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে৷
ছবি: Reuters/A. Abidi
হংকংয়ের স্থিতিশীলতায় ধাক্কা
চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে জুন থেকে হংকংয়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন স্বায়ত্তশাসিত এ অঞ্চলের স্বাধিকার আন্দোলনে পরিণত হয়েছে৷ গণদাবির মুখে সেপ্টেম্বরেই বিলটি বাতিল করা হলেও আন্দোলন থামেনি৷
ছবি: Reuters/T. Peter
নির্বাচনেও প্রভাব
হংকংয়ের স্বাধিকার আন্দোলনে লাখো মানুষ সড়কে নেমে বিক্ষোভ করছে৷ এ আন্দোলন সাধারণ মানুষের মধ্যে এতটাই সাড়া ফেলেছে যে নভেম্বরে এশিয়ার গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরীর স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থিরা বিশাল জয় পেয়েছেন৷
ছবি: Reuters/T. Siu
আবারও উত্তপ্ত হচ্ছে ইরাক
সাবেক স্বৈরশাসক সাদ্দামের আমল থেকেও ‘খারাপ সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছেন ইরাকিরা৷ দুর্নীতি, বেকারত্ব, সরকারের উপর ইরানের প্রভাব ইত্যাদি নানা অভিযোগ নিয়ে অক্টোবর থেকে সাধারণ মানুষ সড়কে নেমে বিক্ষোভ করছে৷ বিক্ষোভ দমনে সরকারের নৃংসতায় এরই মধ্যে ৪৬০ মানুষ নিহত এবং ২৫ হাজার মানুষ আহত হয়েছেন৷
ছবি: Reuters/A. Jadallah
বৈরুতে সংহতির মুষ্টি
জ্বালানি ও তামাক পণ্যের উপর বাড়তি করারোপ এবং ইন্টারনেট ব্যবহারের উপর বিধিনিষেধের বিরুদ্ধে লেবাননের রাজধানী বৈরুতে অক্টোবরে যে আন্দোলন শুরু হয় তা থামাতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সাদ হারিরি৷ কিন্তু পদ থেকে সরে গেলেও হারিরি ক্ষমতার কেন্দ্রে থেকে যাওয়ায় বিক্ষোভ চলছে৷
ছবি: Reuters/A. M. Casares
ইরানে জ্বালানি তেল নিয়ে বিক্ষোভ
বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ইরানের উপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে নভেম্বর থেকে দেশটিতে জ্বালানি তেলের উপর রেশনিং শুরু হয়, পেট্রোলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে৷ যার বিরুদ্ধে ২১টি নগরীতে সহিংস বিক্ষোভ হয়৷ বিক্ষোভে হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের৷
ছবি: Getty Images/AFP
ক্ষমতার লড়াই
এপ্রিলে সুদানের ক্ষমতা থেকে ওমর আল-বশিরকে উৎখাতের পর থেকেই দেশটির সেনাবাহিনী ও গণতন্ত্রপন্থিদের মধ্যে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার লড়াই চলছে৷ যাতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/AP
রঙিন বিক্ষোভ
চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ এবং আরো উন্নত স্বাস্থ্যসেবা, অবসর ভাতা এবং শিক্ষা ব্যবস্থার দাবিতে দুই মাস আগে চিলিতে বিক্ষোভ শুরু হয়৷ তবে বিক্ষোভে এখনো নৃশংসতার খবর পাওয়া যায়নি৷
ছবি: Reuters/I. Alvarado
স্বাধীনতার লড়াই
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল বার্সেলোনা বহুদিন ধরেই স্বাধীনতা চাইছে৷ স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন হলেও কেন্দ্র সরকারের কঠোর হস্তক্ষেপে তা ভণ্ডুল হয়ে যায়৷ মাদ্রিদ সরকারের দমনের বিরুদ্ধে কাতালুনিয়ায় বিক্ষোভ তাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে৷