1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এনআরসি-র বিরুদ্ধে মমতা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১২ সেপ্টেম্বর ২০১৯

বৃহস্পতিবার কলকাতায় মুখ‍্যমন্ত্রী ব‍্যানার্জির নেতৃত্বে মিছিল হলো এনআরসির বিরুদ্ধে৷ ‘‘আগুন নিয়ে খেলবেন না'', হুঁশিয়ারি মমতার৷

Indien Kolkata Westbengalen Premierministerin Mamata Banerjee bei Kundgebung
ছবি: DW/Sirsho Bandopadhyay

আসামে এনআরসি, বা নাগরিক পঞ্জিকরণ প্রক্রিয়া গতি পায় সে রাজ‍্যে বিজেপি ক্ষমতায় আসার পর৷ তখন থেকেই বিজেপি নেতারা ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন, পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হবে৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হুমকি দিয়েছেন একাধিকবার৷ ভোটার তালিকা সংশোধন করার নাম করে সেই প্রক্রিয়া তলে তলে শুরুও হয়ে গেছে বলে খবর৷

এর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা ব‍্যানার্জি৷ উত্তর কলকাতার চিড়িয়া মোড় থেকে মিছিল হাঁটল শ‍্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত৷ সেখানে এক জনসভায় প্রথম সারির নেতাদের পাশে নিয়ে মমতা বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন, ‘‘আগুন নিয়ে খেলবেন না৷ পশ্চিমবঙ্গে এন আর সি চালুর চেষ্টা হলে আগুন জ্বলবে৷''

জাকির হোসেন

This browser does not support the audio element.

মুর্শিদাবাদ থেকে মিছিলে হাঁটতে এসেছিলেন জাঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, রাজ‍্য শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন৷ তিনি ডয়চে ভেলেকে বললেন, ‘‘বিজেপি মুসলমানদের ক্ষতি করতে গিয়ে আসলে হিন্দুদেরই ক্ষতি করছে৷ যেমনটা হয়েছে আসামে৷ নাগরিক তালিকার বাইরে যাঁরা রয়ে গেছেন, তাঁদের সংখ‍্যাগরিষ্ঠ হিন্দু!''

জাকির হোসেন জোর গলায় বললেন, তাঁর জেলা মুর্শিদাবাদে যে মুসলিমরা আছেন, তাঁরা সবাই ভারতীয়৷ যা়ঁরা হিন্দু, তাঁরাই বরং বিভিন্ন সময় বাংলাদেশ থেকে এসেছেন৷ কিন্তু সেটা বিষয় নয়৷ জাত-ধর্ম নির্বিশেষে সবাই পশ্চিমবঙ্গের মানুষ৷ এনআরসি চালু করার যে কোনো চেষ্টা তাঁরা রুখে দেবেন বলে জানান তিনি৷

একই কথা ডয়চে ভেলেকে বললেন উত্তরবঙ্গের তৃণমূল নেতা, রাজ‍্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ তিনি বলেন, মাঠেঘাটে লড়াই হবে এনআরসিরবিরুদ্ধে৷ টেলিফোনে তাঁর কথা ডুবে গেল হাজার মানুষের প্রতিবাদী গর্জনে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ