এনডেভারের মহাকাশ যাত্রা আবার স্থগিত
১৭ জুন ২০০৯আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি 'নির্মাণ মিশনে' পাঠানো হচ্ছিল খেয়াযানটিকে৷
একইরকম সমস্যার কারণে শনিবার প্রথমবার এনডেভারের যাত্রা বাতিল করে বুধবার উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ প্রকৌশলীরা হাইড্রোজেন নির্গত হওয়া বন্ধ করতে যানটির হাইড্রোজেন ভরার লাইনের ঢাকনা বদলে ফেলেছিল৷
নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ত্রুটি সারিয়ে তারা ১১ জুলাই একে মহাকাশে পাঠানোর চেষ্টা করবেন৷
বারান্দার মতো একটি অংশ (পোর্চ) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংযুক্ত করার জন্য ১৬ দিনের অভিযান ঠিক করা ছিল এনডেভারের৷
গ্যাসনির্গত হওয়ায় এনডেভারের বিপদ ঘটতে পারতো৷ গত শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণের জন্য প্রকৌশলীরা যানটিতে পাঁচ লাখ গ্যালন তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ভরার সময় ত্রুটিটি প্রথম ধরা পড়ে৷
গত মার্চে নভোখেয়া ডিসকাভারির উৎক্ষেপণ প্রস্তুতির সময়ও একইরকম সমস্যা দেখা দিয়েছিল৷ জ্বালানি ট্যাংক থেকে হাইড্রোজেন বের করার লাইনে সমস্যা ধরা পড়ার পর যন্ত্রপাতি বদলে চারদিন পর সেটি উৎক্ষেপণ করা হয়৷
প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক