1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এন্ডেভর’এর শেষ অভিযান

২৬ এপ্রিল ২০১১

মহাকাশ ফেরিটিতে চড়ে সেদিন ছ’জন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস অভিমুখে পাড়ি দেবেন, আকাশে উঠবেন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে৷

ছবি: AP

লক্ষ লক্ষ মানুষ ফ্লোরিডার সমুদ্র সৈকতে ভিড় জমাবেন এন্ডেভর'কে হাত নাড়ার জন্য৷ কেননা এটা হবে এন্ডেভর'এর শেষ অভিযান৷ অপর মহাকাশ ফেরি এ্যাটলান্টিস জুন মাসে তার শেষ মহাকাশযাত্রায় যাবে৷ তবে এন্ডেভর'এর এই চূড়ান্ত অভিযানটি নানাভাবে সম্মানিত হচ্ছে: প্রেসিডেন্ট বারাক ওবামা আসছেন স্ত্রী-কন্যা সহযোগে স্পেস শাটল'টির লঞ্চ দেখতে৷ আসছেন মাথায় গুলি লাগা কংগ্রেস সদস্যা গ্যাব্রিয়েল গিফোর্ডস, যাঁর স্বামী মার্ক কেলি এন্ডেভর'এর ছ'জন নভোচারীদের মধ্যে থাকবেন৷

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছনোর পর নভোচারীদের আসল কাজ শুরু হবে৷ তিনজন নভোচারী চারবার স্পেসওয়াক করে আইএসএস'এর বাইরে এটা-সেটা মেরামত করবেন, একটি বাড়তি রোবোটিক হাত লাগাবেন৷ অবশ্য যে মহার্ঘ বস্তুটি তারা ধরিত্রী থেকেই সঙ্গে করে নিয়ে যাবেন, সেটি হল একটি দুই মিলিয়ন ডলার মূল্যের আলফা ম্যাগনেটিক স্পেকট্রোমিটার-২, যা দিয়ে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি মাপা যায় এবং ডার্ক ম্যাটার এবং এ্যান্টি-ম্যাটারের মতো পার্টিকল ফিজিক্সের সব দুরূহ বস্তুর খোঁজ করা যায়৷

আইএসএস থেকে তোলা এন্ডেভর’এর ছবিছবি: AP

ওদিকে ত্রিশ বছর পরে নাসা'র শাটলদের ছুটি দেওয়া হচ্ছে কেননা নাসা এখন মঙ্গলগ্রহ এবং অনুরূপ দূরত্বের অভিযানগুলির জন্য একটি দূর-পাল্লার মহাকাশযান তৈরীর প্রচেষ্টায় ব্যস্ত থাকবে৷ আর কিছুদিনের মধ্যে আইএসএস'য়ে যাতায়াতের জন্য বেসরকারি মহাকাশযাত্রা সংস্থাগুলিই ব্যবস্থা করতে পারবে বলে নাসার ধারণা৷ এবং সেটা ঘটা না অবধি রুশ সয়ুজ রকেটগুলো তো রইলই৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ