1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেলে দুর্নীতি

১৫ এপ্রিল ২০১২

রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত’র এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনায় রেলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ আর এপিএসকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷ এদিকে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি৷

Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
Symbolbild Bangladesch Korruption Banknoten Geld Bestechungছবি: DW

বরখাস্ত ও অব্যাহতি

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত রোববার দুপুরে প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেন রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে৷ এর পর তিনি সাংবাদিকদের পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলি মৃধা এবং ঢাকা রেলের নিরাপত্তা কর্মকর্তা কমান্ডেন্ট এনামুল হককে সাময়িক বরখাস্তের খবর জানান৷ তিনি জানান, তার এপিএস ওমর ফারুক তালুকদারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷ টাকা উদ্ধারের ঘটনার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল৷

সুরঞ্জিত সেনগুপ্ত জানান, একই সঙ্গে রেলের চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে৷ এপিএস-এর গাড়িতে টাকার ঘটনার বিশদ তদন্ত হবে এবং দায়ীদের শাস্তির আওতায় আনা হবে৷ প্রয়োজনে দুদক এই ঘটনার তদন্ত করতে পারে৷ এর আগে তিনি এপিএস ও রেলের দুই কর্মকর্তার পক্ষ নিয়েছিলেন কেন, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে রেলমন্ত্রী বলেন, এখন তাদের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে৷

রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তছবি: Harun Ur Rashid Swapan

জবানবন্দি

এর আগে সকালে তদন্ত কমিটির সদস্য যুগ্ম সচিব শশী কুমার সিংহের কাছে লিখিত জবানবন্দি দেন পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলি মৃধা ৷ তিনি তার জবানবন্দিতে বলেছেন সোমবার রাতে তিনি, ঢাকা রেলের কমান্ডেন্ট এনামুল হক ও রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার একই গাড়িতে রেলমন্ত্রীর জিগাতলার বাসায় যাচ্ছিলেন৷ গাড়িটি ছিল এপিএস-এর৷ আর গাড়িতে কোন টাকা ছিল কিনা তা তিনি জানেন না৷ গাড়ির ড্রাইভার আলী আযম হাঠাৎ করে গাড়িটি পিলখানা বিজিবি সদর দফতরের গেটে ঢুকিয়ে দিলে তাদের আটক করে সকালে ছেড়ে দেয়া হয়৷ আটকের পর তিনি টাকার কথা জানতে পারেন৷ রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার ছাড়া পাওয়ার পর ইতিমধ্যেই ৭০ লাখ টাকা তার ব্যাংক একাউন্টে জমা দিয়েছেন৷ রেল মন্ত্রী জানান ওই টাকার ব্যাপারে তদন্ত হচ্ছে এবং তার একাউন্ট স্থগিত করা হয়েছে৷

বিএনপির সংবাদ সম্মেলন

এদিকে প্রধান বিরোধী দল বিএনপি'র সংসদীয় দল রোববার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রীর পদত্যাগ এবং ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবী জানিয়েছে৷ দলের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলেন এই ঘটনার মধ্য দিয়ে প্রমান হয়েছে যে সরকারে দুর্নীতি কত সর্বগ্রাসী৷ তিনি বলেন রেলমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোন তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারবেনা৷ তিনি টাকার প্রকৃত পরিমাণ আরো বেশি হবে বলে দাবী করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ