‘এফ ওয়ান কামস টু ইন্ডিয়া'
১৮ অক্টোবর ২০১১আজই প্রচারমাধ্যমের সামনে পুরোপুরি সেজেগুজে আত্মপ্রকাশ করলো ‘বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট'৷ ভারতের মাটিতে প্রথমবারের মতো বসতে চলেছে ‘ফর্মুলা ওয়ান'-এর আসর৷ তাই সকাল থেকেই এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ নিয়ে ‘লাইভ ব্লগিং' শুরু করেছে এনডিটিভি৷ এমনকি সাংবাদিক মহলেও এ মুহূর্তে ক্রিকেট নয়, রাজধানীর নতুন ‘ক্রেজ' ফর্মুলা ওয়ান৷
নবর্নির্মিত ট্র্যাকে ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম ডামি রান৷ যা ‘কভার' করতে দেশ-বিদেশ থেকে এসেছেন অন্তত পাঁচশত সাংবাদিক৷ এসেছেন ফর্মুলা ওয়ানের বিশ্বনিয়ামক সংস্থা ‘ফিয়া'-র কর্মকর্তারা৷ ‘বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট'-এর বিশাল গেটের সামনে নিরাপত্তারক্ষীর ছড়াছড়ি৷ জায়গায় জায়গায় রেডবুল, ফেরারি আর ফোর্স ইন্ডিয়ার হোর্ডিং৷ আর ভিতরে? যেন একটুকরো স্বপ্নপুরী৷ তাকালেই চোখ জুড়িয়ে যায়৷ ট্র্যাকের দৈর্ঘ্য ৫.১৪ কিলোমিটার, আয়তন ৮৭৫ একর৷ এছাড়া, ট্র্যাকটিতে খাওয়া যাবে ১৬টি পাক, যা ‘ডিজাইন' করেছেন হেরমান টিল্কে৷ সবই আগামী ২৮-৩০শে অক্টোবরের প্রস্তুতি৷
প্রায় এক লক্ষ দর্শক বসে এই মোটর রেস-এর আনন্দ নিতে পারবেন৷ কিন্তু তারপরও, পকেটে টিকিট থাকা মানেই আপনি হিরো৷ কর্পোরেট ব্যক্তিত্ব থেকে ফেসবুক প্রজন্ম – ভারত তো বটেই, গোটা বিশ্বের চোখই এখন এই সার্কিটের দিকে৷ ভারতীয় ‘কারি'-র পর, ভারতীয় ‘গ্রঁ প্রি' নিয়ে আলোচনায় তাই ব্যস্ত সবাই৷ যা কিনা বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী ও শিল্পপতী বিজয় মালিয়ার ভাষায়, ‘‘গোটা দেশের অর্থনীতিটাই বদলে দেবে৷''
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক