1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারের দৌড়ে স্পিলবার্গ ও আং লি

১১ জানুয়ারি ২০১৩

আগামী ২৪শে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে অস্কার পুরস্কার প্রদান করা হবে৷ তবে শুধু পুরস্কার নয়, অস্কার মনোনয়ন পাওয়ার ঘটনাকেই যথেষ্ট সম্মানজনক ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়৷

This film image released by 20th Century Fox shows Suraj Sharma in a scene from "Life of Pi." Ang Lee's “Life of Pi” will open the 50th annual New York Film Festival. The Film Society of Lincoln Center announced Monday that Lee's adaptation of the acclaimed novel by Yann Martel will premiere at the festival on Sept. 28. (Foto:20th Century Fox, Jake Netter/AP/dapd).
ছবি: AP

অস্কারের দৌড়ে এবার প্রতিদ্বন্দ্বিতার মাত্রা যেন একটু বেশি৷ বহুদিন পর আবার আসরে নেমেছেন স্টিভেন স্পিলবার্গ৷ অন্যদিকে রয়েছেন তাইওয়ানের বিশ্ববিখ্যাত পরিচালক আং লি৷

১৬তম মার্কিন প্রেসিডেন্ট এব্রাহাম লিংকনের উপর তৈরি স্পিলবার্গের ছবিটি ১২টি অস্কার মনোনয়ন পেয়েছে৷ ভোর বেলা তাঁকে ঘুম থেকে তুলে সুখবরটি দেওয়ার পর তিনি বলেন, ‘‘গত ১৪ বছরে ঘুম ভাঙিয়ে কেউ এত ভালো খবর দেয় নি৷'' অ্যামেরিকায় ক্রীতদাস প্রথা বন্ধ করার ক্ষেত্রে লিংকনের অবদানের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে৷

১৬তম মার্কিন প্রেসিডেন্ট এব্রাহাম লিংকনের উপর তৈরি স্পিলবার্গের ছবিটি ১২টি অস্কার মনোনয়ন পেয়েছেছবি: picture-alliance/dpa

আং লি-র চমকপ্রদ ত্রিমাত্রিক ছবি ‘লাইফ অফ পাই' পেয়েছে ১১টি অস্কার মনোনয়ন৷ ইয়ান মার্টেলের লেখা এই বইটি যে চলচ্চিত্রের পর্দায় আদৌ ফুটিয়ে তোলা সম্ভব, এমনটা বিশ্বাস করা কঠিন ছিল৷ কিন্তু সেই অসাধ্য সাধন করেছেন আং লি৷ জাহাজডুবির পর একটি নৌকায় এক কিশোর ও বাঘের সহাবস্থানের কাহিনি দর্শকদের মুগ্ধ করেছে৷

এবারের অস্কার ও তার মনোনয়নকে ঘিরে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করা যাচ্ছে৷ যেমন ‘সিলভার লাইনিং প্লেবুক' ছবিটি অভিনয়ের চারটি ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছে, যা ১৯৮১সালের পর আর ঘটে নি৷ সঙ্গে সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা লেখক ক্যাটাগরিতেও বিবেচনা করা হবে ছবিটিকে৷

জেমস বন্ড সিরিজ জোটা বিশ্বে জনপ্রিয় হলেও অস্কার পুরস্কারের ক্ষেত্রে এর আগে বিশেষ গুরুত্ব পায় নি৷ এবার ‘স্কাইফল' সেই প্রবণতা বদলে দিয়েছে৷ পাঁচটি ক্ষেত্রে মনোনয়ন পেয়েছে ছবিটি, যদিও মূল ক্যাটাগরিগুলিতে দেখা যাবে না বন্ডকে৷

সেরা অভিনেত্রী ক্যাটাগরিতেও মনোনয়নের ক্ষেত্রে এ বছর বড় এক চমক রয়েছে৷ ৮৫ বছর বয়স্কা ফরাসি অভিনেত্রী রিভার প্রতিদ্বন্দ্বী ৯ বছর বয়স্কা বালিকা ওয়ালিস৷ এর আগে এত বেশি ও এত কম বয়স্ক কোনো ব্যক্তি এমন মনোনয়ন পান নি৷

এসবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ