1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বলডন

৪ জুলাই ২০১২

স্টেফি গ্রাফ ও বরিস বেকার’এর পর টেনিস জগতে জার্মানদের এমন সুদিন দেখা যায় নি৷ এখনো তারকার পর্যায় না গেলেও ৪ জার্মান তরুণ-তরুণী উইম্বলডন’এ চমক সৃষ্টি করছেন৷

ছবি: Reuters

আঞ্জেলিক ক্যার্বার'কে এখন স্টেফি গ্রাফ'এর সঙ্গে তুলনা করা হচ্ছে৷ দু'জনের এখনো দেখা হয় নি৷ আঞ্জেলিক মস্করা করে বলেন, ‘‘হ্যাঁ স্টেফি গ্রাফ'কে চিনি তো, কিন্তু শুধু টেলিভিশনের পর্দায়৷'' স্টেফি লন্ডনে এসে পড়েছেন৷ তাই এবারের উইম্বলডন'এ দু'জনের দেখা হতে পারে৷ স্টেফি'র ভক্ত আঞ্জেলিক সেই মুহূর্তের জন্য প্রহর গুনছেন৷

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ক্যার্বার স্বদেশেরই সাবিনা লিসিকি'কে হারিয়েছেন৷ শুধু তাই নয় ইংল্যান্ডের বুকমেকাররা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস এবং বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার পর উইম্বলডন জেতার সুযোগ রয়েছে ক্যার্বার'এর৷ মনে রাখা দরকার, বিশ্ব তালিকায় ক্যার্বার'এর অবস্থান অষ্টম স্থানে এবং সেমিফাইনালে তাঁর মোলাকাত হবে পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাটভানস্কার সঙ্গে৷ মজার কথা, রাটভানস্কা বিশ্ব তালিকায় পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও ক্যার্বার'এর জেতার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে৷ অথচ গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কুইতোভা কিন্তু ইতিমধ্যেই বিদায় নিয়েছেন৷ তার মূল কারণ সেরেনা উইলিয়ামস'এর অসম্ভব জোরালো প্রথম সার্ভ৷

ছবি: Reuters

পুরুষদের খেলায় বিশ্ব তালিকায় পয়লা নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ রবিবারের ফাইনালে তাঁর উইম্বলডন খেতাব বজায় রাখতে পারবেন বলে মনে করছেন৷ তবে তার আগে তাঁকে জার্মানির ফ্লোরিয়ান মায়ার'এর ধাক্কা সামলাতে হবে৷ অন্যদিকে ফ্রান্সের স'ঙ্গাকে আরেক জার্মান ফিলিপ কোলশ্রাইবার'এর মুখোমুখি হতে হবে৷

জার্মানির ক্যার্বার অথবা লিসিকি, মায়ার অথবা কোলশ্রাইবার – এদের কাউকেই এককালের স্টেফি গ্রাফ বা বরিস বেকার'এর পর্যায়ে ফেলা যাবে না৷ তৃতীয়বার উইম্বলডন জয়ের পর বরিস বেকার বলেছিলেন, উইম্বলডন তো আমার বৈঠকখানা৷ আর সেন্টার কোর্টে স্টেফি'র সেই দৃপ্ত খেলা আজও শুধু জার্মানরাই নয়, বিশ্বের টেনিসমোদীরা ভোলে নি৷ কিন্তু এইভাবে চার জন জার্মান খেলোয়াড়ের নিজেদের বিভাগে শেষ আটজনের মধ্যে ওঠা – এর থেকে প্রমাণ হয় যে জার্মান টেনিস আর একজন কিংবা দুজন ব্যতিক্রমী খেলোয়াড়ের উপর নির্ভর করে না৷

এসবি / ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ