1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের এস এ গেমসে সেরা সাফল্য পেল বাংলাদেশ

৮ ফেব্রুয়ারি ২০১০

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের ১১ তম আসর প্রায় শেষ হতে চললো৷ বরাবরের মত এবারও একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে ভারত৷ তবে স্বাগতিক বাংলাদেশের অর্জন অন্য যে কোন সময়ের চেয়ে ভালো৷

এস এ গেমস এর উদ্বোধনী দিনের চিত্রছবি: AP

তাই এবার এস এ গেমস বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া হয়ে থাকবে৷

এখন পর্যন্ত ২৩টি ইভেন্টের প্রায় সবকটিতেই ভারতীয় খেলোয়াড়রা তাদের প্রাধান্য বজায় রেখেছেন৷ পদক তালিকায় এপর্যন্ত ভারত ৬৭ টি সোনা পেয়েছে৷ তার পরে রয়েছে পাকিস্তান ১৭টি, স্বাগতিক বাংলাদেশ ১৪টি, শ্রীলংকা ১৩টি সোনা নিয়ে৷ এছাড়া আফগানিস্তান পাঁচটি এবং নেপাল ১টি সোনা জিতেছে৷ ভুটান এবং মালদ্বীপ এখন পর্যন্ত কোন সোনা জেতেনি৷ সোনা জেতার হিসেবে তৃতীয় অবস্থানে থাকলেও মোট পদক জেতার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের পরেই অবস্থান করছে৷ এবারই বাংলাদেশ সবেচেয়ে বেশি স্বর্ণপদক জয় করলো৷ এর আগে ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত গেমসে বাংলাদেশ সর্বোচ্চ ১১টি সোনা জিতেছিল৷

বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য এসেছে এবার কারাতে এবং শুটিং এ৷ কারাতেতে ৪টি এবং শুটিং এ ৩টি সোনা জিতেছে বাংলাদেশ৷ এছাড়া তায়কোয়ান্দো ও গলফ ইভেন্টে দুটি করে স্বর্ণপদক এসেছে৷ এর বাইরে ভারোত্তোলন, উশু এবং ক্রিকেটে সোনা জিতে নিয়েছে স্বাগতিকরা৷ শুটিংয়ে শারমিন আখতার রত্না ১০ মিটার এয়ার রাইফেলে দলীয় এবং ব্যক্তিগতভাবে দুটি সোনা জিতেছেন৷ বলা যায় তাঁর সাফল্যই এবারের আসরে বাংলাদেশের সেরা পারফরম্যান্স৷

অন্যদিকে শুটিংয়ে একাই মোট ১৯টি সোনা জিতেছে ভারত৷ এছাড়া অ্যাথলেটিক্স-এও তাদের প্রাধান্য রয়েছে৷ তবে এই ইভেন্টে তাদের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বীতা করছে শ্রীলংকা৷ অন্যদিকে বিশেষ কোন ইভেন্ট না হলেও প্রায় সবকটিতেই সাফল্য পেয়েছে পাকিস্তান৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ