1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের নির্বাচনে ৬৪ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

৪ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রগুলোর ৬৪ ভাগে সহিংসতার আশঙ্কা রয়েছে৷ এমন কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে৷ তাই নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷

Bangladesch Dhaka Polizei in Lieferwagen mit verhafteten politischen Aktivisten
ছবি: bdnews24.com

এবার মোট ৪০ হাজার ২শ' ৭৩টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ৷ এর মধ্যে ২৫ হাজার ৮শ' ২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যদিও এদের ‘গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছে তারা৷ স্থানীয় পুলিশ ও মাঠ পর্যায়ের গোয়েন্দা সদস্যদের তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে৷

ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার-কে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘‘ঝুঁকিপূর্ণ বললে এক ধরনের নেতিবাচক বার্তা পৌঁছায় জনগণের কাছে৷ তাই আমরা গুরুত্বপূর্ণ বলি৷'' 

এসব কেন্দ্র ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য থাকবেন৷ অন্যদিকে, ঝুঁকিপূ্র্ণ এসব কেন্দ্রে থাকবেন ৫ জন করে৷ এছাড়া সাধারণত ঝুঁকিপূ্র্ণ কেন্দ্রগুলোতে ২০ জন করে আনসার ও অন্য নিরাপত্তা সদস্য থাকেন৷ আর সাধারণগুলোতে থাকেন ১৫ জন করে৷

মোট ১ লাখ ২৩ হাজার পুলিশ সদস্য মাঠ পর্যায়ে নির্বাচনেআইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন৷দায়িত্বে থাকবেন আরো ৫০ হাজার কর্মকর্তা৷  এছাড়া ২ হাজার ২শ' ২৬টি টহল, ৭৬৭টি স্ট্রাইকিং ও ৩৫৬ স্ট্যান্ডবাই দল থাকবে৷ সব মিলিয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৬ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য৷

২৫ হাজার ৮শ' ২৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৬৩২টি বিশেষ এলাকায় (পাহাড়ি ও দুর্গম)৷ তবে ঢাকা বিভাগে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি৷ ৯ হাজার ৮শ' ৭২টি কেন্দ্রের ৫ হাজার ৬শ' ৭৯টিই ঝুঁকিপূর্ণ৷

জেডএ/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ