1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
চলচ্চিত্রজার্মানি

এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে যত আকর্ষণ

১৬ ফেব্রুয়ারি ২০২৫

জার্মানির রাজধানী বার্লিনে চলছে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা বার্লিনালে৷ ১৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব৷

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত৷
এই উৎসবে বিভিন্ন বিভাগে প্রায় ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে৷ তবে মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২৬টি দেশের ১৯টি চলচ্চিত্র৷ছবি: Sebastian Gollnow/dpa/picture alliance

৭৫ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ‘দ্য লাইট' সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে৷ এর নির্মাতা ‘রান লোলা রান' ও ‘ব্যাবিলন বার্লিন' চলচ্চিত্রখ্যাত পরিচালক টম টিকভেয়ার ৷ এক মধ্যবিত্ত পরিবারে এক সিরীয় গৃহকর্মীর আবির্ভাব ঘিরে আবর্তিত হয়েছে চলচ্চিত্রের ঘটনাপ্রবাহ৷ উদ্বোধনী আয়োজনে স্কটিশ অভিনেতা টিলডা সুইনটনকে আজীবন সম্মাননা হিসেবে দেয়া হয়েছে গোল্ডেন বিয়ার পদক৷

সাত সদস্যের জুরি প্যানেল এই বছরের গোল্ডেন ও সিলভার বিয়ার বিজয়ীদের বেছে নেবেন৷ ২২ ফেব্রুয়ারি প্রতিযোগিতার পুরষ্কার দেয়া হবে৷

প্রতিযোগিতার বিশেষত্ব

পুরো আয়োজনে বিভিন্ন বিভাগে প্রায় ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে৷ তবে মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২৬টি দেশের ১৯টি চলচ্চিত্র৷ এর মধ্যে রয়েছেন সাবেক পুরষ্কার বিজয়ী রোমানিয়ান চলচ্চিত্র নির্মাতা রাডু যুডে৷ তার চলচ্চিত্র ‘কন্টিনেন্টাল ২৫'  প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ ২০২১ সালে ‘ব্যাড লাক বেনগিং অর লুনি পর্ন' এর জন্য গোল্ডেন বিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি৷ এছাড়াও একাধিক সিলভার বিয়ারজয়ী কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা হং সাং-সু ফিরে এসেছেন ‘হোয়াট ডাজ দ্যা ন্যাচার সে টু ইউ' নিয়ে৷ প্রতিযোগিতায় চীনের দুইটি চলচ্চিত্রও মুক্তি পাচ্ছে৷ মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মাত্র একটি তথ্যচিত্র৷ রাশিয়ার হামলার পর ইউক্রেনের স্কুলগুলো কীভাবে চলছে তা নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন কাটেরিনা গর্নোস্টাইল৷

উৎসবের তারকারা

উৎসবে থাকছে রিচার্ড লিংকলেটারের ‘ব্লু মুন'৷ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এথান হাওকে, মার্গারেট কোয়ালি এবং অ্যান্ড্রু স্কট৷ ১৯৯৫ সালে ‘বিফোর সানরাইজ' মুভির জন্য এবং ২০১৪ সালে ‘বয়হুড' এর জন্য এই মার্কিন নির্মাতা সিলভার বিয়ার জিতেছিলেন৷ 

বার্লিনালে স্পেশাল বিভাগে প্যারাসাইটখ্যাত নির্মাতা বং জুন হো থাকছেন তার নতুন সাই-ফাই ব্ল্যাক কমেডি ‘মিকি১৭' নিয়ে৷ এতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন৷

‘এ কমপ্লিট আননৌন' চলচ্চিত্রে বব ডিলানের ভূমিকায় অভিনয় করা টিমোথি শালমেইটও থাকতে পারেন উৎসবে৷ এছাড়াও দেখা যাবে ইউফোরিয়া তারকা জেকব এলোর্ডিকে৷

রাজনৈতিক উৎসবও বটে

লাল কার্পেটের বাইরে এই আয়োজন সাম্প্রতিক ও ঐতিহাসিক নানা ঘটনাতে আলো ফেলবে৷ আউশভিৎসের স্বাধীনতার ৮০ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের উৎসবের বিশেষ প্রদর্শনীতে দেখানো হচ্ছে ক্লদ লঞ্জমানের ১৯৮৫ সালের  তথ্যচিত্র ‘শোয়াহ' ৷ থাকছে হলোকাস্ট নিয়ে নতুন যুগান্তকারী চলচ্চিত্র ‘অল আই হ্যাড ওয়াজ নাথিংনেস'৷

রাশিয়ার নির্বাসিত বুদ্ধিজীবীদের নিয়ে তথ্যচিত্র ‘মাই আনডিজায়ারেবল ফ্র্যান্ডস: পার্ট ওয়ান-লাস্ট এয়ার ইন মস্কো' প্রদর্শিত হচ্ছে বার্লিনালে৷ রয়েছে ২০২০ সালে হানাউতে বন্দুক হামলার ঘটনা নিয়ে নির্মীত ‘ডাস ডয়চে ফল্ক'৷

এবারের ‘বেস্ট ফার্স্ট ফিচার অ্যাওয়ার্ড'জয়ী চলচ্চিত্রের জন্য থাকছে ৫২ হাজার ডলার অর্থপুরস্কার৷

এফএস/এসিবি

২০২২ সালের বার্লিনালে গোল্ডেন বিয়ার ও সিলভার বিয়ার জয়ী চলচ্চিত্র নিয়ে তৈরি করা একটি ছবিঘর:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ