1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারো ব্রাজিল-আর্জেন্টিনা টপ ফেবারিট: সাব্বির

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৮ নভেম্বর ২০২২

বাংলাদেশে চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা৷ এই উন্মাদনা সবচেয়ে বেশি ল্যাটিন অ্যামেরিকার দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে৷ দেদারসে বিক্রি হচ্ছে পতাকা আর জার্সি৷

বাংলাদেশের সাবেক ফুটবলার সাব্বির
বাংলাদেশের সাবেক ফুটবলার সাব্বিরছবি: Noman Mohammad

এই উন্মাদনার বিশ্বকাপ নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির৷ তিনি সাব্বির নামেই সবার কাছে পরিচিত৷

ডয়চে ভেলে: এবারের বিশ্বকাপে টপ ফেবারিট কারা? বাংলাদেশে এবং সারা বিশ্বে৷

সাব্বির: একটা কথা বলে নিই৷ আগের বিশ্বকাপগুলোতে আমরা যেমন উন্মাদনা দেখেছি বাংলাদেশে, বড় বড় পতাকা বানানোসহ নানা আয়োজন৷ এবার কিন্তু ঠিক সেরকম নেই৷ তবে বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কাছে ব্রাজিল এবং আজেন্টিনা এই দুইটি দল সবচেয়ে ফেবারিট৷ তাদের সমর্থক সমান সমান৷ আর যদি সারাবিশ্ব মিলিয়ে বলি তাহলে আমার চোখে ব্রাজিল-আর্জেন্টিনা তো আছেই তাদের সঙ্গে ফ্রান্স, জার্মানি, ইটালি৷ যদিও ইটালি এবার চূড়ান্ত পর্বে আসতে পারেনি৷ এর বাইরে আমরা একমাত্র ক্রোয়েশিয়াকে দেখেছি গত বিশ্বকাপের ফাইনালে উঠতে৷ তাই ঘুরে ফিরে ওই কয়টি দলই বিশ্বকাপে ফেবারিট হিসেবে থাকে৷ সাত-আটটি দলই আসলে প্রাধান্য বিস্তার করে৷ এবার আমরা যা বুঝতে পারছি তাতে ব্রাজিল ও আর্জেন্টিনা ভালো অবস্থানে আছে৷

ডয়চে ভেলে: বাংলাদেশে ল্যাটিন অ্যামেরিকান ফুটবল, ব্রাজিল-আর্জেন্টিনা কেন এত জনপ্রিয়?

সাব্বির: এর একমাত্র কারণ নান্দনিক ফুলবল৷ এখন অনেক দলই টোটাল ফুটবল বা পেসে খেলতে চায়৷ ফলে নান্দনিক ফুটবলটা কমে গেছে৷ আর এ কারণেই ব্যক্তিগত নৈপুণ্যের খেলোয়াড় কমে গেছে৷ পেলে, ম্যারাডেনা, মার্কোভ্যান বাস্তেন বা রুড গুলিতের মতো খেলোয়াড় আমরা পাচ্ছি না৷

ডয়চে ভেলে: এখনকার ফুটবলারদের মধ্যে হট ফেবারিট কারা?

সাব্বির: মেসি এবার হট ফেবারিট৷ নেইমারও আছেন হট ফেবারিটের তালিকায়৷ এমবাপে (ফ্রান্স) আছেন৷ তবে আরো কয়েকজন আছেন৷ কিন্তু তাদের দল চূড়ান্ত পর্বে আসতে পারেনি৷

ডয়চে ভেলে: কার কপালে জুটতে পারে গোল্ডেন বুট?

সাব্বির: এটা তো আসলে এখই বলা সম্ভব নয়৷ তারপরও ব্রাজিল এবং আর্জেন্টিনা এখন যে অবস্থানে আছে সেভাবে যদি এগিয়ে যায় তাহলে গোল্ডেন বুট মেসি এবং নেইমারের মধ্যেই থাকার সম্ভাবনা বেশি৷

ডয়চে ভেলে: ম্যারাডেনাকে কি সবাই এই বিশ্বকাপ মিস করবে?

সাব্বির: অবশ্যই করবে৷ গত বিশ্বকাপেও তিনি যেভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন তা ভোলার নয়৷ তার মুভমেন্টে ছিলো দেশপ্রেম৷ তার খেলায় ছিলো দেশপ্রেম৷ তাকে আমরা ভুলতে পারব না৷

‘মেসি এবার হট ফেবারিট, নেইমারও আছেন সেই তালিকায়’

This browser does not support the audio element.

ডয়চে ভেলে: বাংলাদেশের ফুটবলের কী হবে? আমরা কবে যাবো বিশ্বকাপে?

সাব্বির: ১৯৮৯ সালের বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে আমাদের র‌্যাংকিং ছিল ১০৫৷ এশিয়ার মধ্যে আমরা তখন ১৫ নাম্বার ছিলাম৷ আমরা যদি টার্গেট করতাম যে এশিয়ার মধ্যে ১০ নাম্বার হবো, সেভাবে প্ল্যানিং করলে এখন হয়তো আমরা চিন্তা করতে পারতাম আমরা কবে বিশ্বকাপ খেলব৷ কিন্তু যা অবস্থা তাতে সেই চিন্তার জায়গায়ই আমরা নেই৷ কোরিয়া পরিকল্পিতভাবে এগিয়ে তারা এখন এশিয়ায় টপ৷

ডয়চে ভেলে: তাহলে আমাদের ফুটবলের দায়িত্ব কে নেবে? ফুটবল ফেডারেশনের কাজ কী?

সাব্বির: ১০-১২ বছরে অনেক কথা বলেছি৷ কিন্তু এখন হতাশ হয়ে কথা বলা বন্ধ করেছি৷ আমাদের আগে সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার৷ আমাদের কী ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার, কী প্রক্রিয়ায় আমরা এগোবো তা ঠিক করা দরকার৷ সেটা হলে আমাদের ফুটবলের উন্নয়ন হবে বলে আশা করা যায়৷ কিন্তু সেটা হচ্ছে না৷ আমাদের ফুটবল ফেডারেশেনের কোনো জবাবদিহিতা নেই৷ সেই কারণেই ১৫-১৬ বছর ধরে একই লোক আছেন৷ ফুটবলের খারাপ অবস্থা হওয়ার পরও তিনি আছেন৷ এটা এখন একদলীয় ফুটবল ফেডারেশনে পরিণত হয়েছে৷ পেশাদারিত্ব নেই৷ অপজিশন নাই, সে কারণে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার কেউ নেই৷ এইসব কারণে আমাদের ফুটবল ধ্বংসের দিকে চলে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ