1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার অক্টোপাস পল-টু

৪ নভেম্বর ২০১০

বিশ্ব কাপ ফুটবলের সময়ে সঠিক ভবিষ্যৎবাণী করে বিশ্বে আলোড়ন তোলা অক্টোপাস পলের মৃত্যুর পরে, তার উত্তরসূরি হিসেবে অক্টোপাস ‘পল টু’-কে খুঁজে পাবার ঘোষণা দিয়েছে জার্মানি৷

অক্টোপাস পল-টুছবি: AP

বিশ্বখ্যাত পূর্বসূরি পলের প্রতি সম্মান জানিয়ে তার নামানুসারেই নতুন এই অক্টোপাসের নাম রাখা হয়েছে ‘পল-টু'৷ গত সপ্তাহে প্রাণ হারায় পল৷ জার্মানির পশ্চিমাঞ্চলের ওবারহাউসেন শহরের সি-লাইফ আ্যাকুয়ারিয়ামে পল টু-এর ছবি তোলার জন্যে বুধবার টেলিভিশন ক্যামেরার লাইট জ্বলে উঠলে ছোট পল প্রথমে লজ্জায় জড়োসড়ো হয়ে যায়৷ আ্যাকুয়ারিয়ামের এক কোনায় ভদ্রভাবে চুপচাপ বসে থাকে সে৷ তবে বিশ্ববাসীর আগ্রহের কারণে ওবারহাউসেন-এর সি-লাইফ আ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ গণমাধ্যমকে খবর দিলেও, পল টু-এর ঘরে ঢোকার অনুমতি ছিল খুব কম সংখ্যক চিত্রগ্রাহকের৷

পল ছিল জন্মগতভাবে ব্রিটিশ৷ আর পল-টু ফরাসি৷ আ্যাকুয়ারিয়ামের একজন কর্মী বলেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মঁপেইয়ের শহরের কাছ থেকে পল-টু কে নিয়ে আসা হয়েছে৷ তবে পল-টু জ্যোতিষীগিরির দক্ষতার ক্ষেত্রে তার পূর্বসূরির পদাঙ্ক কতোটা অনুসরণ করতে পারবে, বিশ্ব কাপ ফুটবলের ফলাফল ঠিকঠাক বলে দিয়ে পল যেভাবে বহু টাকার বাজিধারীদের মনোব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, পল-টু সেই একই কাজ করতে পারবে কিনা, তানিয়ে জোর দিয়ে তেমন কিছু বলেনি সি-লাইফ কর্তৃপক্ষ৷ এই ব্যপারে তাদের মুখপাত্র তানিয়া মুনসিগ এক বিবৃতিতে বলেছেন, ‘‘পল-টু, পলের পদাঙ্ক অনুসরণ করতে পারবে কী না তা এখনও কেউ জানে না৷''

খুশির ঝিলিক ছড়িয়ে ছিটয়ে আছে পল-টুছবি: AP

বিশ্ব কাপ ফুটবল নিয়ে পলের ভবিষ্যৎবানী করার ক্ষমতা গণমাধ্যমের কল্যাণে বিশ্বে তাকে এক বিস্ময়কর অক্টোপাসে পরিণত করেছিল৷ তার শেষের দিকের ভবিষ্যৎবাণীগুলো সবসময়ে জার্মান নিউজ চ্যানেলগুলোতে দেখানো হয়েছে৷ ৩৩ মাস বয়সে ২৬ অক্টোবর পলের মৃত্যু হয়৷ পলের মৃত্যুতে ফেসবুকে তার ৬০ হাজার সদস্যের ফ্যান ক্লাবে শতশত মানুষ সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ