1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইনে শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতা

Sanjiv Burman২ জুন ২০২০

ইউরোপের দেশ লিথুয়ানিয়ার নয় মাসের অলিভিয়া হামাগুড়ি দিয়ে ১৩ সেকেন্ডে পাঁচ মিটার পথ পাড়ি দিয়েছে৷ এভাবে সে এবার দেশটির দ্রুততম শিশুর খেতাব জিতে নিয়েছে৷

গতবছরের প্রতিযোগিতার ছবিছবি: picture-alliance/AP Photo/M. Kulbis

সাধারণত প্রতিবছর বাস্কেটবল ম্যাচের বিরতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে৷ তবে এবার লকডাউনের কারণে অনলাইনে তার আয়োজন করতে হয়েছে৷ ফেসবুকে তা সরাসরি সম্প্রচারিত হয়েছে৷

ছয় মাস থেকে একবছর বয়সি মোট ১৩টি শিশু এবার নিজেদের বাসায় থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ ঘুম পাওয়ায় ১৪তম শিশুটির অংশ নেয়া সম্ভব হয়নি৷

এত কমবয়সি শিশুরা কীভাবে প্রতিযোগিতায় অংশ নিলো? অলিভিয়ার মা আনা জানালেন, ‘‘অলিভিয়াতো আর বুঝতে পারেনি যে, এটা একটা প্রতিযোগিতা৷ আমরা শুধু পাঁচ মিটার দূরত্বের শেষে আমাদের পোষাপ্রাণীর খাবার পাত্রটি রেখে দিয়েছিলাম, যা ওর (অলিভিয়া) সবচেয়ে প্রিয়৷ ওর খেলনার দরকার নেই৷’’

অন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রিয় খেলনা, মায়ের আদর কিংবা খোলা ডিশওয়াশারের লোভ দেখানোর চেষ্টা করা হয়েছে৷

শিশুদের এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজক রাইতাস ভিলনিয়ুস বাস্কেটবল ক্লাবের মার্কেটিং প্রধান লরেতা স্টাকাউসকাইতে বলছেন, ‘‘আমরা প্রতিবছর বাস্কেটবল ম্যাচের বিরতিতে দর্শকদের বিনোদন দিতে এর আয়োজন করে থাকি৷ কিন্তু এবার করোনা মহামারির কারণে ম্য্যাচ বাতিল করতে হয়েছে৷ তবে ক্ষুদে সমর্থকদের হতাশ না করতে এবার অনলাইনে তার আয়োজন করেছি৷’’

জেডএইচ/এসিবি (রয়টার্স)

৫ মে’র ছবিঘরটি দেখুন... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ