1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: লতিফ সিদ্দিকী

৩০ সেপ্টেম্বর ২০১৪

ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কিছু মন্তব্যকে ঘিরে তোলপাড় চলছে৷ হজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং টক শো-র বক্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তিনি৷ এ নিয়েই আজকের ব্লগওয়াচ৷

Biswa Ijtema Bangladesch
ছবি: REUTERS

ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যান৷ রবিবার একটি হোটেলে হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শো-র বক্তাদের সম্পর্কে তাঁর করা কিছু বিরূপ মন্তব্যের কারণে প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশ-বিদেশে৷ এরই মধ্যে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীর বহিষ্কার ও গ্রেফতার দাবি করে দু দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম৷ সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে তড়িৎ ব্যবস্থা গ্রহণের আশ্বাস৷ লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তের খবরও আসতে শুরু করেছে মিডিয়ায়৷

সামহয়্যারইন ব্লগে আহমেদ রশীদ লিখেছেন, ‘ধর্মপ্রিয় মুসলমানরা ক্ষুব্ধ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কঠিন শাস্তি কাম্য'৷ নিউইয়র্কে করা লতিফ সিদ্দিকীর বক্তব্য তুলে ধরার আগে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র৷ এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ধর্মকে কটাক্ষ করে কেউ আজ পর্যন্ত রেহাই পায়নি৷ মন্ত্রী লতিফ সিদ্দিকী যে কথা বললেন তা অনেক মুসলমান সহ্য করতে পারছেনা৷ ... সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন এবং তিনি দেশে এসে অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করবেন৷ হজ্জ মুসলিমদের ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এর সাথে জড়িত স্বয়ং আল্লাহ সোবহানাতাআলাও তাঁর প্রেরিত অসংখ্য নবী ও রাসূল৷ অতীতে যাঁরা এ কাবাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে তারা অনেক কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে৷ অতএব, মাননীয় প্রধানমন্ত্রীর এ কুলাঙ্গারকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করে দ্রুত শাস্তি দেওয়ার জন্য দেশবাসী আশা করে৷''

ব্লগারের দাবি,‘ কুলাঙ্গারকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করে দ্রুত শাস্তি দেওয়া হোক’ছবি: REUTERS

আহমেদ শরীফের বর্ণনায়, ‘‘ যাঁরা অংশ নেন তাঁদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী৷ সেই সঙ্গে বলেছেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিরোধী, এর চেয়ে বেশি হজ ও তাবলিগ বিরোধী৷' .. মতবিনিময় অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজে দেখা যায়- টকশোর আলোচকদের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যারা টকশোয় যায়, তারা টকম্যান, টকমারানি৷ এদের সঙ্গে চুতমারানিদের কোনো পার্থক্য নেই৷ নিজেদের কোনো কাজ না থাকায় তারা সারা দিন ক্যামেরার সামনে গিয়ে বিড়বিড় করে৷''

সামহয়্যারইন-এর ব্লগারের বর্ণনা অনুযায়ী, ‘‘হজ প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকী বলেন, ... হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়৷ হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে৷ এদের কোনো কাজ নেই৷ এদের কোনো প্রোডাকশন নেই৷ শুধু রিডাকশন দিচ্ছে৷ শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে৷ অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় আর প্রত্যেকে ৫ লাখ টাকা করে খরচ করে আসে তাহলে ৫০০ কোটি টাকা খরচ হয়৷''

সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্যও তুলে ধরেছেন আহমেদ শরীফ৷ সেখানে লতিফ সিদ্দিকীকে উদ্ধৃত করে লিখেছেন, ‘‘কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন? জয় ভাই কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়৷ তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ারও কেউ নন৷''

সামহয়্যারইন ব্লগেই মোঃ গালিব মেহেদী খাঁনের লেখাটির শিরোনাম, ‘‘সরকার অন্তত সঠিক দায়িত্বটি পালন করুক৷'

‘জয় ভাই কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়৷’ছবি: Sajeeb Ahmed Wazed

তাঁর মতে, ‘‘সজীব ওয়াজেদ জয়কে নিয়ে করা বিরূপ মন্তব্য আওয়ামীলীগ হজম করবে না বৈধতা দেবে সেটা আওয়ামীলীগের ব্যাপার৷ এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই৷ কিন্তু মহানবী (সঃ) কে অসম্মান করে কথা বলা, বিশেষ করে ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি পবিত্র হজ্ব নিয়ে করা লতিফ সিদ্দিকির ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যকে মেনে নেয়ার কোনো সুযোগ নেই৷''

মোঃ গালিব মেহেদী খাঁন লিখেছেন, ‘‘হেফাজত কর্তৃক যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নাস্তিক বলে অপবাদ দেয়া হয়েছিল তখন আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম৷ কারণ তিনি ধর্মভীরু বলেই আমরা জানি আর তিনি স্বয়ং এবং তার দল কর্তৃকও সেটাই প্রতিষ্ঠিত করা হয়েছে৷ আজ তারই নেতৃত্বাধীন সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়ে লতীফ সিদ্দিকি কী করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত একটি দেশের মন্ত্রী হয়ে এমন কথা বলেন? ব্যক্তি লতিফ সিদ্দিকি তার বিশ্বাস নিয়ে থাকুন৷ কিন্তু মন্ত্রী পদ মর্যাদায় থেকে এ ধরনের উস্কানিমূলক কথা বলাটা নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় নয়৷ এবার অন্তত সরকার সঠিক দায়িত্বটি পালন করুক৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ