1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার অলিম্পিক আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা

৯ জুলাই ২০১১

গত বছর বিশ্বকাপ ফুটবল চমৎকার ভাবে আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা৷ এই সাফল্যের পর এবার তারা স্বপ্ন দেখছে প্রথমবারের মত আফ্রিকাতে অলিম্পিক আয়োজনের৷

A young woman reacts in front of the town hall during the final decision by the International Olympic Committee on the 2018 Winter Olympic city in Munich, southern Germany, on Wednesday, July 6, 2011. The International Olympic Committee meeting in Durban announced that Pyeongchang, South Korea, will host the 2018 Winter Olympics. (AP Photo/Matthias Schrader)
শীতকালীন অলিম্পিক ২০১৮ আয়োজন থেকে মিউনিখ বাদ পড়ার পর সেশহরের এক তরুণীর প্রতিক্রিয়াছবি: AP

ফুটবলকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য নিয়ে গত বছর প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তা বেশ সফল হয়েছে বলা চলে৷ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার ওয়াকা ওয়াকা, স্টেডিয়ামের গ্যালারিতে কর্ণবিদারী ভুভূজেলা ছিল যেন আফ্রিকান বিশ্বকাপের বিশেষ বৈশিষ্ট্য৷ এই সাফল্যের পর এখন দক্ষিণ আফ্রিকান প্রশাসন অলিম্পিক আয়োজনের কথা চিন্তা করছে৷ শনিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ তেমন কথাই জানালেন৷ ডারবানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক শেষে রগ বলেন, বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকা প্রমান করেছে তারা বড় আসর আয়োজনে সক্ষম৷ জাতি হিসেবে তাই তারা অলিম্পিকের জন্যও এখন প্রস্তুত৷ রগ আরও জানিয়েছেন, আপাতত মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আগামী ২০২০ সালের অলিম্পিকের কথা চিন্তাভাবনা করছে৷ তবে সেটা ২০২৪ সালের জন্যও হতে পারে৷ অন্তত প্রিটোরিয়ার প্রশাসনের মতামতও এখন পর্যন্ত তেমনই৷ তবে দক্ষিণ আফ্রিকার অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী টাবি রেডি জানিয়েছেন, তারা সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, যাতে করে ২০২০ সালের অলিম্পিকের জন্য তারা স্বাগতিক হতে পারেন৷

তবে দক্ষিণ আফ্রিকার এই প্রচেষ্টা যতটা সহজ বলে মনে হয়েছিল ততটা হবে না৷ কারণ এতদিন পর্যন্ত ২০২০ সালের স্বাগতিক হওয়ার দৌঁড়ে রোমের নাম শোনা যাচ্ছিল৷ এবার তার সঙ্গে যোগ হয়েছে নিউ ইয়র্ক৷ সর্বশেষ ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের লড়াইয়ে শিকাগো প্রথম রাউন্ডে বাদ পড়ে যায়৷ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থেকেও সুবিধা করতে পারেন নি৷ স্বাগতিক হিসেবে নির্বাচিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরো৷ এরপর মার্কিন অলিম্পিক কমিটি জানিয়েছিল তারা আগামী নয় বছর অলিম্পিকের জন্য চেষ্টা করবে না৷ কিন্তু সম্প্রতি সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে৷ যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির নেতৃত্বে পরিবর্তন আসার পর তারা এখন নিউ ইয়র্ককে অলিম্পিক ভেন্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ৷ তিনি অবশ্য এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ